![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতারণা না করেও আজ আমি হয়েছি প্রতারক,
ক্ষমা করেছি বলে আজ আমি হয়েছি অবিচারক।
নিজের জন্য ভাবিনি বলে আমি হয়েছি স্বার্থপর,
অশ্লীস আধুনিকতা ঘৃণিত বলে আমি গেঁয়োভূত।
সম্মান করি বলে আজ আমি হয়েছি ভীতু জন,
শান্তি চেয়েছি বলে আজ আমি হয়েছি কুসন্তান,
সুউপদেশ দিয় বলে আজ আমি হলাম ব্যর্থ বাবা,
স্নেহের মায়ায় রেখেছি বলে আমি হলাম ব্যর্থ মা।
পরিবারকে ভালবাসি বলে আজ আমি বিদ্বেষী,
দেশকে ভালবাসি বলে আজ আমি দেশদ্রোহী।
অনাকাঙ্ক্ষিত প্রাপ্যতা কাঁদছি আমি নিরবধি,
আল্লাহ্কে বিশ্বাস করি বলে আজওআশাবাদী।
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০১৩ রাত ৯:২৭
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: সব ক্ষেত্রেই হতাশা কিন্তু তারপরও আল্লাহ্ তা'লার বিশ্বাস্বের ওপর আশাবাদী! আপনার আসলে কোন ব্যর্থতা নেই। সত্যিকার অর্থে আপনিই সফল!!! ++++