নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ মারার ফাঁদ পেতে হে মানুষ,\nআর কতকাল করবে মানবতা ধ্বংস।\nএসো সকলেই হোক সকলের সঙ্গী,\nপরিবর্তন হোক না সকলের মনভঙ্গি।\nশান্তির নাম দিয়ে রক্ত জরানও খেলা,\nশুনতে চাই না আর ক্রন্দনরত বাক্য\nদেখতে চাই না অমানবিক দৃশ্যটি,\nআমাদের সকলের মনে গডে তুলি\nপ্রেমপ

রিবন েফনী

রহাতুল ইসলাম মানিক

রিবন েফনী › বিস্তারিত পোস্টঃ

হৃদপিন্ড

২৮ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৩

হৃদপিণ্ডের ডানপাশটায় অসংখ্য পদচিহ্ন,

ছোট-বড় স্মৃতির আনাগোনা বিষাদ সিন্দু।

দুঃখগুলোর বিরাট হাট বাজারে ও মন্দাভাব, সেথা জমে আছে সুখের উন্মাদনায় উচ্ছাসে।

যেন ফুলের ছায়ায় পানিতে ভিজে থাকা প্রান,

আরেকটি অস্তিত্বের ছোঁয়া হৃদপিণ্ডের বামে।

যেথায় স্মৃতির বাস প্রেমহীন ভালোবাসাতে,

ওখানে ভালোবাসার স্বপ্নের স্পষ্ট দারিদ্র্যতা।

স্বপ্নরা কল্পনার রং মেখে করছে আসা যাওয়া,

স্বপ্নের জাল বুনতে বুনতে আজ আমি ক্লান্ত।

নিকশ কালো আধার শেষে জোস্না আসছে,

জীবন তরী কখনো কি সুখের আলো হাসবে?

কস্ট যেন নিত্যসঙ্গী মোদের অসহায় জীবনে,

কষ্ট যেন মোদের নিয়ে যাবে মাটির বিছানাতে ।।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.