![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধু বলে ডেকেছিলে,
বন্ধু হতে এসেছিলে।
বন্ধু করতে তোমায়,
ছিল ভয় ছিল সংশয়।
কারণটা তুমি জেনেছিলে,
তবুও তুমি বন্ধু হয়েছিলে।
চিরকালের কথা বলে,
পরক্ষণে ভূলে গেলে।
আমায় মায়ার বাঁধনে বেঁধে,
দুঃখের কালে চলে গেলে।
বিপদ আসবে যখন,
আমায় ডেকো তখন।
আপদকালে সঙ্গ দেবো,
সুখেরকালে স্মৃতি হবো।
©somewhere in net ltd.
১|
০৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:০০
বংশী নদীর পাড়ে বলেছেন: সুন্দর হয়েছে কবিতা............
আসলে বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। দুধের মাছি কখনো বন্ধু হতে পারেনা। দুধ শুকিয়ে গেলে ওরা চলে যায়।
তাই তো বলি______
বন্ধু বলে ডাকো যদি বন্ধু হয়ে থেকো
সুখ-দুঃখের ভাগ নিতে ভুলে যাবে নাতো?
সুখের দিনে পাই যেমন ঘোর বিপদেও চাই
বন্ধু তুমি হৃদয় মাঝে দিও মোরে ঠাই।
_______ ফারুক হোসেন_______
বন্ধু আপনার জন্য এই দুটি পংক্তি উৎসর্গ করলাম।
আমার ব্লগে আপনাকে আমন্ত্রন।