![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২| ১৪ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৪
ইনফা_অল বলেছেন: ১। রাসুল সাঃ এর জন্ম তারিখ নিয়ে সংশয় আছে। আর তখন হিজরী সনও গননা করা হয় নাই। কিন্তু সোমবার নিয়ে কোনো দ্বিধা নাই।
হাদিস দিয়েই এটার প্রমান বুঝা যায়।
২। রাসূল সাঃ নিজে বৃহস্পতি ও সোমবার রোজা রাখতেন। তাই এদিন রোজা রাখা রাসূল সাঃ এর সুন্নত। হাদীসে এসেছে-
عن أبى قتادة الأنصارى رضى الله عنه أن رسول الله -صلى الله عليه وسلم- سئل عن صوم الاثنين فقال « فيه ولدت وفيه أنزل على
হযরত আবু কাতাদা আনসারী রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ কে সোমবার দিনে রোযা রাখার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেনঃ এ দিন আমি জন্ম নিয়েছি, আর এদিনই আমার উপর [কুরআন] নাজিল হয়েছে। {সহীহ মুসলিম, হাদীস নং-২৮০৭, সহীহ ইবনে খুজাইমা, হাদীস নং-২১১৭, মুসনাদে আওয়ানা, হাদীস নং-২৯২৬,
৩। কেউ যদি ১২ই রবিউল আউয়াল কেই রাসূল সাঃ জন্ম তারিখ মনে করেন তবে কি তিনি অই দিন রোজা রাখবেন না ঈদ পালন করবেন? মনে রাখা দরকার ঈদের দিন রোযা রাখা নিষিদ্ধ সুতরাং ঈদের দিন রোজা রাখা একটি শয়তানী কাজ।
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৪
পথহারা নাবিক বলেছেন: অবশ্যই খুশীর দিন কিন্তু ঈদে মীলাদুন্নবী বলে কিন্তু কিছু নাই হাদিছ এবং কোরআনে!!