![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওরে কে যাচ্ছিস আমার বাংলা মায়ের বুকে
ভালো আছি বলিস আমার মা জননীর তরে
জানার আগ্রহে বিষণ্ণমুখে অশ্রুসিক্ত নয়নে
বলবে কখন আসবে খোকা আমার এই বুকে ?
বাবা অর্থের কষাঘাতে খটখটে মেজাজে বলবে
দুষ্ট খোকা আমার ঠিকঠাক কি চাকুরী করছে
ভাইটি আমার ভীষণ খুশী নতুন মোবাইল পেয়ে,
ফেসবুক আর ওয়েব সাইটে যাবে সময় পেলে।
বোনটি আমার মায়াবতী বলে উদাস মনে
ভাইটি আমার ভুলে গেল উপহারটুকু দিতে
বউ যে রইল খোশ মেজাজে নতুন গয়না পেয়ে
সন্তানরা দেখচে ভেজায় ভিডিও গেমের তরে
সবাই যখন ব্যস্ত সবারি মনের চাহিদা নিয়ে
মা যে আমার রইল ব্যস্ত খোকার ছবি নিয়ে
কথা বলছে আপন মনে অস্রুসিক্ত নয়নে।।।।।।।।
©somewhere in net ltd.