![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীল আকাশে উঠেছে ঈদের চাঁদ,
হাসি আনন্দে নিবো ঈদের স্বাদ ।
রাস্তাঘাটে পুকুরপাডে মধ্যমাঠে,
সকল বয়সীদের ভীড জমেছে ।
কার আগে কে দেখবে ঈদের চাঁদ,
সালাম দিয়ে করবে মনকে শান'ত ।
পুরো মাসের উপভাসের ফলাফলে,
ঈদ যে এনেছে খুশীর বন্যা ঘরে ঘরে ।
বিভেদ ভুলে সব মতবাদ নির্বিশেষে,
ধনী গরিব এক কাতারে নামায পডে ।
ঈদের আনন্দে নতুন সাজে সাজিয়া,
বন্ধুদের নিয়ে পাডায় পাডায় ঘুরিয়া ।
দেখছে মেহেদী পাতার রং তুলিতে,
ঈদের খুশী সকলের হাতের তালুতে ।।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ১:২০
জাফরুল মবীন বলেছেন: ঈদ মোবারক