![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আত্মহত্যা মহাপাপ এই কথাটি সবারি জানা আছে,তেমনি করে জানা থাকা আমাদেরই প্রয়োজন পাপকে ঘৃণা কর পাপীকে নয়।আমাদের সমাজে কোন মানুষ আত্মহত্যা করলে আমরা সবাই তাকে ঘৃণা করি, আমার মতে সেটা উচিৎ নয়। আত্মহত্যাকারীর জীবনের কষ্টগুলো সহ্যের সীমা পার হয়ে গেলে এই মহাপাপের আশ্রয় খোঁজে।সে ও জানে আত্মহত্যা বড ধরনের পাপ।শুধু ভালোবাসার জন্য যে মানুষ আত্মহত্যা করে তা ভুল। মানুষের জীবনযাত্রায় যখন কষ্টের দিন অতিবাহিত হয় যা কিনা জীবনযাত্রার পথে সুন্দর আলোর রশ্মি দেখার সম্ভবনা থাকে না,ঠিক সেই মুহূর্তে মৃত্যুকে শ্রেয় মনে করে।আমরা প্রায় সংবাদপত্র কিংবা নিজের গণ্ডির মধ্যেও দেখতা পায় কেউ পানিতে ডূবে,কেউ গাছের ডালে যুলে,কেউবা বিষ পান করে আত্মহত্যা করছে। সংবাদটি শুনার পর যদিও মুখেমুখে ঘৃণা করি তবুও বুকের গহীনে কোথাও যেন চাপা কষ্ট অনুভব হয়। সেই কষ্টটা কি আত্মহত্যাকারীর জন্য সহানুভূতি।
©somewhere in net ltd.