![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এতদিন ঢাকা - চিটাগাং টুর করি কিন্তু
কোনদিন কোন মেয়ে ত দুরের
পাশে বুড়ি মহিলার ও সন্দান পাইলাম
না
প্রতিবারের মত আজও বের হলাম। c4 সিট, জানালার পাশে । গাড়িতে উঠে দেখি আমার সিটে এক ললনা। চোখে গগজ মানে চশমা, ফুল হাতা টিশার্ট, জিন্স, আবার হিজাব ও করা। তাকে ইসারা করে বললাম এটা আমার সিট, তাকে টিকেট টাও দেখালাম। কিন্তু সে কিছুতেই মানতে রাজি না। বাসের সুপারভাইজার আসল, সেও মেয়েরে বুঝাইল। কিন্তু মেয়েতো নাচোরবান্দা। পরে c3 এ বসে গেলাম।
কিছুক্ষণ পর মেয়ে বলে - ভাইয়্য আপনি কি কথা বলতে পারেন না।?i mean বোবা ??? আমি মেয়ের দিকে তাকিয়ে আবার আগের মত হেডফোনে গান শুনতে থাকলাম।কথা শুনেও না শুনার ভান করলাম
প্রায় এক ঘন্টা পর আমি - অম অম গদগদ করে বমির ভাব নিলাম। মেয়ে চিল্লানি দিয়ে সুপারভাইজার কে ডেকে পলিথিন নিল। কিন্তু আমার অবস্থা দেখে জানালার পাশের সিট ভয়ে ছেড়ে দিল। জানালার পাশে বসেই আমি সেই ঘুম।
ঘুম ভাংলো দুই ঘন্টা পর।মেয়ে আমার দিকে হাসের আন্ডা (ডিম)এর মত চোখ করে তাকায় আছে
_ আপনি তো ভালো অভিনয় জানেন
_ হুম
_ বোবা মানুশ এত ফাজিল হয় জানা ছিলনা
_ হু
_ সিটটা ঠিকই দখল করে নিলেন
সাথেসাথে আম্মুর কল আসল - আমি পকপক করে কথা বলছি। মেয়ের যেন বিলিভ হচ্ছেনা আমি কথা বলছি
_ এই যে - আপনি এমন ভং ধরলেন কেন?
_ কোথায়?
_ এতক্ষণ কথা না বলে ছিলেন
_ love at first sight বুঝেন?
_ মানে কি?
_ মানে প্রথম দেখায় প্রেম
_ তাতো জানি? কিন্তু বোবা থাকার সাথে এইটার সমর্পক কি?
_ আমি আমার দিনের প্রথম কন্ঠে আম্মুর সাথে কথা বলি । তার আগে কারো সাথে কথা বলিনা। অনেকটা প্রথম দেখায় প্রেমের মত
_ ও
এরপর হাবিজাবি অনেক কথাই হল,,,,,,,,,,
unconditionally
i loved u
i miss u (katy perry এর গান যদিও মনের সাথে মিলে গেল)
২০মিনিট বিরতির পর মহুয়া আর কিছুতে আমাকে অই সিটে বসতে দিলনা। c3 সিটে বসে যদি দারুন কিছু পাওয়া যায় তবে c3 সিটই ভালো
২| ২০ শে জুন, ২০১৫ সকাল ১০:১১
ঘুড়তে থাকা চিল বলেছেন: নেক্সট ট্যুর এ আমিও C4 সিটেই বসবো
৩| ২০ শে জুন, ২০১৫ সকাল ১০:২১
প্রামানিক বলেছেন: চমৎকার
৪| ২১ শে জুন, ২০১৫ রাত ৩:২৭
বালুচর্ বলেছেন: অভিজ্ঞতা মন্দ হয়নি।
আবার চেষ্টা করুন।
©somewhere in net ltd.
১|
২০ শে জুন, ২০১৫ সকাল ৭:১৫
জে.এস. সাব্বির বলেছেন: ভ্রমণপথের বাকি অংশটুকুও দিবেন ।