নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারন একজন মানুষ। নিজের সন্ধান করি, মানুষের সন্ধান করি।

মাইনুল ইসলাম মিলন

জয় বাংলা

মাইনুল ইসলাম মিলন › বিস্তারিত পোস্টঃ

আমিই পাগল হয়ে গেলাম

২৩ শে জুলাই, ২০১৪ দুপুর ২:১৬

অনেক চেষ্টা করি নিরপেক্ষভাবে কথা বলার।নিরপেক্ষভাবেই কথা বলি কিন্তু তবুও সবার কাছে পক্ষপাতিত্য হয়ে যায়।এই ভাংঙ্গাদেশ যে কবে আবার সোনার বাংলাদেশের রুপ নিবে!দেশে তিন রকম রাজনৈতিক দল আছে।১।পরিবর্তনশীল{এরশাদ}২।অপরিবর্তনশীল৩।বিল্পবী কিন্তু কচু।এরারাজনীতিতে আসে কি দেশকে সামনে এগিয়ে নেওয়ার স্বপ্নে নাকি নেজেকে দেশ বানাতে!রাজনীতিতে অধিকাংশকেই দেখা যায় তারা খুব শিঘ্রই আঙুল ফুলিয়ে কলা গাছ বানানোর কৌশল রপ্ত করতে।আমি বুঝিনা আওয়ামিলিগে কিছু বদ্ধ পাগল আছে যারা পাগল হয়ে দলে ঢুকে!না দলে ঢুকার পর পাগল হয়।উনাদের নিয়ে বলছি কারণ উনারা এখন সরকার,দেশের প্রধান।গতকাল সমাজকল্যান মন্ত্রী বলছিলেন নারা: এর সাত খুনের ঘটনা নাকি কোন ব্যপারনা শুধুমাত্র লোকের মুখে গুজ্ঞন।আবার "ইসরাইলের ইহুদিদের সঙ্গে বিএনপির

যোগাযোগ আছে"।

"বিডিআর হত্যাকাণ্ডে জড়িত

খালেদা জিয়া"।

"জিয়া হত্যায় খালেদাই জড়িত"।

"বিহারী ক্যাম্পের ঘটনায়

খালেদা জড়িত"।

"হিউম্যান রাইটস ওয়াচ বিএনপির

তাবেদারি করছে"।

"সাঈদীপুত্রের জয়ই সুষ্ঠু নির্বাচনের

প্রমাণ"।

"উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠু

হয়েছে"।

"আমার প্যাকেটে কোনো স্যালাইন

ছিল না"।

"জিয়াউর রহমান পাকিস্তানিদের

গুপ্তচরবৃত্তি করেছেন"।

"ইফতার পার্টির

নামে চাঁদাবাজি করবে বিএনপি"।

"সুইস ব্যাংকে তারেক জিয়ার

টাকা আছে"।

"আমি সন্দেহের কথা বলেছি,

টাকা আছে বলি নাই"।

( উকিল নোটিশ পাবার পর )

---------------------------------------------

---------------------

জনৈক সাংবাদিকের একান্ত

প্রশ্নে মহা-মানব ড . হাসান মাহমুদের

বুদ্ধিদীপ্ত উত্তর :

_____________________________________________

_______________

"অবশ্যই আমি সম্পূর্ণ সুস্থ"।

"আমার ডক্টরেট ডিগ্রী ১০০%

নির্ভেজাল"।

"আমার জন্ম পরিচয় সঠিক"।

"পাগল হাসপাতাল কিছু মানুষের জন্য,

সবার জন্য নয়"।

"সার্কাস দলে যোগ দেয়ার

ইচ্ছা আপাতত নেই"।

"নিশ্চয়ই আমি আমার দল, 'বাংলাদেশ

আ'লীগে'র অমূল্য সম্পদ"।আবার আজ জাতির পিতার স্বপ্ল

অনুযায়ী সম্প্রতি রাজধানীর স্কুল

গুলোতে অষ্টম শ্রেনীর একটি 'যৌন

শিক্ষা' বই বিতরণ করা হয়েছে!! ।কয়েকজন পাগলের জন্য একটি দল ও একটি জাতির ওপর পাগলের প্রভাব পড়বে!!

বি:দ্র:আমি পাগল নই দয়া করে আমাকে পাগল বলবেননা। :v

নইলে আপনার ব্লিডিং ধাাক্কা দিয়ে কালো বিড়াল বের করে আনবো। :v

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.