নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসতে হাসতে কাইন্দা দিবেন।

রাম গড়ুড়ের ছানাদের প্রবেশ নিষেধ

হাসির মানুষ

একজন মজার মানুষ। সবার সাথে মজা করতে ভালবাসি

হাসির মানুষ › বিস্তারিত পোস্টঃ

নতুন অনলাইন পত্রিকার জন্য রিপোর্টার আবশ্যক - রিপোস্ট

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৪

সামহোয়ারইন ব্লগ থেকে সাড়া পাওয়ার কারনে পোস্টটি আবার রিপোস্ট দিলাম। আশা করি মডারেশন প্যানেল এটিকে সদয় বিবেচনা করবেন।



কয়েকজন তরুন উদ্যামীর প্রচেষ্টায় নতুন একটি অনলাইন নিউজ পোর্টাল চালু হতে যাচ্ছে। চেষ্টা করা হবে প্রচলিত অনলাইন নিউজ পোর্টাল গুলি হতে একটু ব্যতিক্রম ভাবে সকল খবরাখবর সকলকে জানানোর। এজন্য দেশব্যাপী সকল মেট্রোপলিটন এলাকায় জেলায়, উপজেলায়, বিশ্ববিদ্যালয়ে রিপোর্টার আবশ্যক। আগ্রহীরা যোগাযোগ করতে পারেন।



সুবিধাসমুহ-



> উদ্যামী তরুন, ছাত্রদের কেই নেওয়া হবে (নূন্যতম এইচএসসি পাশ)।



> প্রাথমিক অবস্থায় কোন প্রকার সম্মানী প্রদান করা হবে না। তবে কিছুদিন পর হতে সম্মানী প্রদান করা হবে।



> তরুনদের দ্বারা পরিচালিত বিধায় তরুন সমাজ তাদের লেখার মাধ্যমে নিজেদের মতামত সবার সামনে তুলে ধরতে পারবে।



> সব্বোর্চ নিরপেক্ষতার সহিত পোর্টাল পরিচালিত করার চেষ্টা করা হবে।



> লেখাপড়া শেষ করে যেসব তরুনরা মিডিয়াতে কাজ করতে চান তাদের জন্য এটা দারুন লার্নিং প্লাটর্ফম হতে পারে।



> নিয়োগপ্রাপ্তদের নিজস্ব আইডি কার্ড প্রদান করা হবে নির্বিঘ্নে কাজ করার জন্য।



> প্রাথমিক কিছু নিয়ম কানুন আমরাই ট্রেনিং দিয়ে দেব।



আগ্রহীরা অতি শীঘ্র- [email protected] এ বিস্তারিত বিবরন যেমন পাসপোর্ট সাইজ ছবি, জীবন বৃতান্ত সহ যোগাযোগ করতে পারেন। অথবা ০১৮১৯৮২৯১২২ নম্বরে যোগাযোগ করতে পারেন।



অফটপিক- পোর্টাল সম্পর্কিত যেকোন মতামত কমেন্টে জানালে কৃতজ্ঞ থাকব।। কয়েকজন আমাদের অগ্রযাত্রায় সঙ্গী হয়েছেন, সুতরাং খুব দ্রুতই আমরা অপারেশনে চলে আসতে পারব। কাজেই আপনাদের মতামত আমাদের আরও অনুপ্রেরনা জোগাবে।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৫

রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: তার মানে আরকেটা কপি-পেস্ট সাইটের আগমন ঘটছে! শুভকামনা রইলো।

আপনারা নিজস্ব আইডি কার্ড দিবেন? কি হবে এটা দিয়ে? কষ্ট করে একটা রুম জোগাড় করেছেন, এখনো ডোমেইন হোস্টিংই নেননি.......... নিজেদেরই কোন তাল ঠিক নাই, পারমিশান নাই; আপনারা আবার নির্বিঘ্নে কাজ করার জন্য আইডি কার্ড দিবেন। এইচএসসি পাস পোলাপানদের সাংবাদিকতা শিখাবেন। ভালো তো, ভালো না?

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৮

হাসির মানুষ বলেছেন: মতামত প্রদান করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার প্রতিটি সমালোচনার জবাব-

> এখনও তো পত্রিকা ওপেন হয় নাই, কাজেই কপি-পেস্ট কি না সেটি না হয় প্রকাশ হওয়ার পরেই দেইখেন।

> একজন সংবাদদাতা আমাদের সাথে কাজ করবেন, তিনি যে আমাদের লোক এটি নিশ্চিত করার জন্যই আইডি কার্ড।

> পৃথিবীর যেকোন কাজই কষ্ট করেই করতে হয়, তা সেটা রুম ভাড়া নেওয়া বা ব্লগে সমালোচনা যাইহোক না কেন। ফ্যামিলি রুম নেওয়া আর পত্রিকার জন্য রুম নেওয়া এক ব্যাপারনা। আপনি জাস্ট পরীক্ষা করার জন্য চেষ্টা করে দেখুননা একবার।

> ডোমেন হোস্টিং কেন নেইনি জানেন?? নাম ঠিক করা নিয়ে ভোটিং চলতেছে। প্রপার গনতান্ত্রিক সিস্টেমে পত্রিকা পরিচালিত হবে। লীগ-বিএনপির মতো পারিবারিক গনতন্ত্রে নয়। তাছাড়া আপনি হয়ত খেয়াল করবেন অধিকাংশ অনলাইন পত্রিকার সার্ভার খুবই স্লো। আমরা দ্রুতগতি সম্পন্ন সার্ভার এর খোজ নিতেছি।

> পারমিশনের ব্যাপারে উচ্চপদস্থ একজন সরকারী কর্মকর্তার সাথে যোগাযোগ চলতেছে। সম্ভবত অনলাইন গনমাধ্যমের কোন নীতিমালা বা অনুমোদনের ব্যাপার নেই, তাও আমরা তথ্য মন্ত্রনালয় হতে অনুমতি নেওয়ার চেষ্টা করব।

> আপনি যদি কোন মফস্বল শহরে বাস না করেন তবে সেখানে যান, দুয়েকজন সাংবাদিকের সাথে কথা বলুন। বাংলাদেশে প্রচুর সাংবাদিক আছে যারা আন্ডারম্যাট্রিক। তাছাড়া আমি এমন কয়েকজন অনলাইন সম্পাদককেও চিনি যারা হাইস্কুলের গন্ডিই পার হননি। তা স্কুল পাশ করা পোলাপান যদি পত্রিকা চালাইতে পারে তাইলে এইচএসসি পাশদের সংবাদদাতা হতে সমস্যা কোথায়???

সর্বশেষ- বাংলাদেশের অধিকাংশ অনলাইন পত্রিকা কিভাবে চলে তা সম্পর্কে মনে হয় আপনার ধারনা নেই। হয় সম্পাদকের পকেটের টাকার হোস্টিং ভাড়া চলে, দুই পাচশ টাকার বিজ্ঞাপনের টাকায় লেমিনেটিং করা আইডি কার্ড বানানো হয় এবং স্টিকার বানানো হয়। কোন একজনের ব্যক্তিগত নেটে ও পিসিতে আপলোডের কাজ চলে। কোন একজন আনাড়ি ডেভলপার ফ্রিতে সাইট ডেভলপ করে দেয়। এবং বহু এইচএসসি পাশ ছেলেরা ফ্রিতে সংবাদদাতা হিসেবে কাজ করে। কোন কোন পত্রিকার অফিস ভাড়া নেওয়ার সামর্থ্যও থাকে নাহ। সংবাদদাতাদের এককাপ চাও খাওয়াতে পারে নাহ। তারপরও তো চলছে। প্রতিটি পত্রিকা কপিপেস্ট করেও প্রচুর পাঠক পাইতেছে। আপনিও সেরকম পত্রিকা গুলার পাঠক। নইলে কপি-পেস্টের ব্যাপারটা জানতেননা। দুনিযার তাবত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াও কপি পেস্ট করে। কেন বিবিসির খবর কি প্রথম আলো ছাপায় না???

সমালোচনার জন্য আপনাকে ধন্যবাদ। পত্রিকা রান হলে সামুতেই লিংক পেয়ে যাবেন। পড়ার নিমন্ত্রন রইল।

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৯

আদরসারািদন বলেছেন: রয়েল বেঙ্গল টাইগার, এইরাম হুঙ্কার ছাড়লেন ক্যা...? বুজ্তার্লাম না। নতুন কে তো সুযোগ দেওয়াই লাগবে, তাই না। পরে না হয় আচরণ বিচার করে সিদ্ধান্ত

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৫

রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: @লেখক, আপনার শেষের দিকের কথাগুলোর সাথে একমত।

ডোমেইন হোস্টিং কেনার জন্য কোন যোগ্যতা লাগে না। টাকা দিলেই কেনা যায়। আর একটু প্রযুক্তি-জ্ঞান থাকলে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে একটা সাইট্ও দাড় করিয়ে দেওয়া যায়। ফলস্বরূপ, ব্যাঙের ছাতার মতো আল্লাহর রহমতে বাংলা নিউজ পোর্টালের কোন অভাব নেই। সব ধরলে আমার মনে হয় ৫০০ এর কম হবে না। তো, এই যে আবাল টাইপের মানুষগুলো একটা সাইট বানিয়ে ফেলতেছে আর কনটেন্ট নিতেছে অন্যের ওয়েবসাইট থেকে, তাতে লাভটা কি হইতেছে?

শতকরা ৯৯.৯৯ ভাগ বাংলা নিউজ পোর্টালই কপি পেস্ট করে। এমনকি যারা সর্বাধিক পঠিত নিউজ পোর্টাল বলে দাবি করে সেই বাংলানিউজ২৪.কম ও অজস্র কপি পেস্ট করে থাকে। আমার বন্ধুর লেখা কপি পেস্ট করায় আমি স্বয়ং আলমগীর সাহেবের সাথে যোগাযোগ করেছি, তিনি নাকি বাংলানিউজের প্রধান সম্পাদক..... শালারা সব জোচ্চুর।
একটা নতুন অনলাইন পত্রিকার চাহিদা আছে কি না, পাঠক পড়বে কি না আর পড়লে তাতে তার চাহিদা মিটবে কি না, এগুলো বোধ হয় কেউ মাথায় রাখে না।

টাকা খরচ করে একটা সাইট বানিয়ে মানুষকে বলে বেড়ানো আর কি, আমি অমুক অনলাইন পত্রিকার সম্পাদক, অমুক পত্রিকার রিপোর্টার....

মনে কষ্ট নিয়েন না। আপনার পত্রিকার জন্য শুভকামনা থাকলো।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩০

হাসির মানুষ বলেছেন: কষ্ট পাওয়ার কিছুই নাই, আমাদের বিজ্ঞাপনটা একটু পড়েন। আমরা নিজেরাই বলেছি যে একটু ব্যতিক্রম করার চেষ্টা করব প্রচলিত ধারা হতে। আর সমালোচনা করা আমাদের জন্যেই ইতিবাচক। আমি নিজেও ডোমেইন হোস্টিং আধাঘন্টার মধ্যে কিনে পরবর্তী তিন ঘন্টা খাটলে নিউজ সাইট দাড়িয়ে যাবে । কিন্তু আমি বা আমরা চাইতেছি কোয়ালিটি, নিউজ কম হোক। সেইজন্য আগে সংবাদদাতা নিয়োগ। সংবাদ না পেলে সবাই কপি পেস্টই করবে। তাই আগে সংবাদের সোর্স বানাইতেছি।

অফটপিক- আমার এক ছোট ভাই একটা পত্রিকা চালায়। সে এস এস সিও পাশ করে নাই, সম্পাদক হয়ে বসে গেছে। তার পত্রিকার লাইক ২৫ হাজার আর প্রতিদিন ইউনিক ভিজিটর প্রায় দশ হাজার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.