নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাসতে হাসতে কাইন্দা দিবেন।

রাম গড়ুড়ের ছানাদের প্রবেশ নিষেধ

হাসির মানুষ

একজন মজার মানুষ। সবার সাথে মজা করতে ভালবাসি

হাসির মানুষ › বিস্তারিত পোস্টঃ

নতুন অনলাইন পত্রিকার জন্য রিপোর্টার আবশ্যক - রিপোস্ট

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪১

সামহোয়ারইন ব্লগ থেকে সাড়া পাওয়ার কারনে পোস্টটি আবার রিপোস্ট দিলাম। আশা করি মডারেশন প্যানেল এটিকে সদয় বিবেচনা করবেন।



কয়েকজন তরুন উদ্যামীর প্রচেষ্টায় নতুন একটি অনলাইন নিউজ পোর্টাল চালু হতে যাচ্ছে। চেষ্টা করা হবে প্রচলিত অনলাইন নিউজ পোর্টাল গুলি হতে একটু ব্যতিক্রম ভাবে সকল খবরাখবর সকলকে জানানোর। এজন্য দেশব্যাপী সকল মেট্রোপলিটন এলাকায় জেলায়, উপজেলায়, বিশ্ববিদ্যালয়ে রিপোর্টার আবশ্যক। আগ্রহীরা যোগাযোগ করতে পারেন।



সুবিধাসমুহ-



> উদ্যামী তরুন, ছাত্রদের কেই নেওয়া হবে (নূন্যতম এইচএসসি পাশ)।



> প্রাথমিক অবস্থায় কোন প্রকার সম্মানী প্রদান করা হবে না। তবে কিছুদিন পর হতে সম্মানী প্রদান করা হবে।



> তরুনদের দ্বারা পরিচালিত বিধায় তরুন সমাজ তাদের লেখার মাধ্যমে নিজেদের মতামত সবার সামনে তুলে ধরতে পারবে।



> সব্বোর্চ নিরপেক্ষতার সহিত পোর্টাল পরিচালিত করার চেষ্টা করা হবে।



> লেখাপড়া শেষ করে যেসব তরুনরা মিডিয়াতে কাজ করতে চান তাদের জন্য এটা দারুন লার্নিং প্লাটর্ফম হতে পারে।



> নিয়োগপ্রাপ্তদের নিজস্ব আইডি কার্ড প্রদান করা হবে নির্বিঘ্নে কাজ করার জন্য।



> প্রাথমিক কিছু নিয়ম কানুন আমরাই ট্রেনিং দিয়ে দেব।



আগ্রহীরা অতি শীঘ্র- [email protected] এ বিস্তারিত বিবরন যেমন পাসপোর্ট সাইজ ছবি, জীবন বৃতান্ত সহ যোগাযোগ করতে পারেন। অথবা ০১৮১৯৮২৯১২২ নম্বরে যোগাযোগ করতে পারেন।



অফটপিক- পোর্টাল সম্পর্কিত যেকোন মতামত কমেন্টে জানালে কৃতজ্ঞ থাকব।। কয়েকজন আমাদের অগ্রযাত্রায় সঙ্গী হয়েছেন, সুতরাং খুব দ্রুতই আমরা অপারেশনে চলে আসতে পারব। কাজেই আপনাদের মতামত আমাদের আরও অনুপ্রেরনা জোগাবে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩১

পরোবাশি২০১৩ বলেছেন: Do you need someone in a foreign country?

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৮

হাসির মানুষ বলেছেন: অবশ্যই। একজন দুইজন নয় অনেক প্রবাসী কেউ আমাদের সাথে চাই। আপনি আন্তরিকভাবেই আমাদের সাথে কাজ করতে পারেন। সাথে আপনার পরিচিত প্রবাসী কেউ আগ্রহী হলে তিনিও আমাদের সঙ্গী হতে পারেন। আপনার সমস্ত তথ্য, স্কাইপি আইডি সহ আমাদের মেইল করুন। আমাদের প্রবাসীদের জন্য আলাদা একটি বিভাগ থাকবে। আপনি সেখানে কাজ করতে পারবেন। তাছাড়া নিয়মিত সংবাদ প্রেরন তো থাকছেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.