নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গান... গান... গান...

মিরাদুল মুনীম

শিল্পী নই

মিরাদুল মুনীম › বিস্তারিত পোস্টঃ

জাকাতের ৮ টি খাত নিয়ে গান: তুই যাকাত দে রে আজ

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৮

তুই যাকাত দেরে আজ
কথা : মিরাদুল মুনীম
সুর : মশিউর রহমান
কন্ঠ : মশিউর রহমান, ওবায়দুল্লাহ তারেক , মিরাদুল মুনীম, তাওহীদুল ইসলাম


তুই যাকাত দে রে আজ
উচু নিচুর ভেদ ঘোচাতে
এটাই মহান কাজ
তুই যাকাত দেরে আজ।

ফকির যে জন তারেই যাকাত দে,
চোখের লাজে চায় না কিছু
মিসকিন হলো সে
যার আয়ের চেয়ে খরচ বেশি
চাইতে যে পাই লাজ. ।
তারে যাকাত দে রে আজ।

যাকাত যে জন আদায় করে করে যে বন্টন।
সে তো যাকাত পাবে রে ভাই খোদারি ফরমান।

মনকে জয়ী করতে যাকাত দে,
ইসলামের এই শীতল ছায়ায় ছুটে এলো যে
ঋণের বোঝায় জর্জরিত আছে মোদের মাঝ।
তারে যাকাত দে রে আজ।

ইসলাম বলে মুক্ত করো দাস,
জিহাদুন ফি সাবিলিল্লাহর
পথে যাকাত আজ,
আর মুসাফিরের জন্য যাকাত
দাও বিলিয়ে আজ।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৩

সোহাগ তানভীর সাকিব বলেছেন: অসাধারণ! কোরআনে বর্ণিত খাত সমূহ সুরে ছন্দে উপস্থাপন।

২| ২৩ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৫

আবু আফিয়া বলেছেন: বেশ ভাল লাগল, যাকাতের প্রতি আমাদের সবাইকে দৃষ্টি দিতে হবে।

৩| ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৩

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোরম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.