নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোনঠে বাহে জাগো! রেঁনেসা চাই! ধর্মহীন বাংলাদেশ গড়ে তুলুন, আড়মোড়া ভেঙ্গে জেগে উঠুন।

শ্রীঘর

অসাম্প্রদায়িক মনভাবাপন্ন।

শ্রীঘর › বিস্তারিত পোস্টঃ

জাতি আর কি দেখতে চায়!

০২ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

সামুর কি হইল! এখন তো ডাস্টবিন হইয়া গেছে!! ইসলামে নিষিদ্ধ চারটি সেক্সুয়াল বিহেভিয়ার!!!



এই বাল সাল যদি স্টিকি হয় তাহলে সামু অধ:পতিত ই হইল। যতসব। কয়েকদিন পরে "ইসলামে স্ত্রী সহবাসে আদব-কায়দা" এই ধরনের পোস্টগুলি স্টিকি করিতে এডমিনরা আগ্রহী হইয়া উঠিবে।

মন্তব্য ২৩ টি রেটিং +২/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৭

মদন বলেছেন: পোষ্ট পড়েছেন নাকি শিরোনাম দেখেই আরেকটি পোষ্ট দিলেন?

০২ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

শ্রীঘর বলেছেন: ভালোই বলেছেন, পন্ডিতের মত কথা। নাওযুবিল্লাহ মিন জালেক! তাইতো স্টিকি পোস্ট নিয়া কি কারবার!! হায় হায় আমি একি করিলাম!!!

২| ০২ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

ব্লগ ৪১৬ বলেছেন: চেতেন কেন? ষ্টিকি করার মত পোষ্ট হলে স্টিকি হবে। পোষ্ট পুরা পইড়া ক্যাচাল লাগাইতে আিসেন।

০২ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

শ্রীঘর বলেছেন: হায় হায় ইসলাম ময় সামু ব্লগ নিয়া কথা! কি অন্যায় কি অন্যায়!!

৩| ০২ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

প্রবাসী পাঠক বলেছেন: অতি গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী একটি পোস্ট। যুক্তিসঙ্গত প্রশ্ন করেছেন। কিন্তু শুধু সামুর দোষ দিয়ে কি লাভ বলেন- আপনাদের মত হেভি ওয়েট ব্লগাররা আর নিয়মিত আসে না সামুতে তাই হেভি ওয়েট পোস্টও আসে না। যাই হোক আপনি যেহেতু এসেই পরেছেন। আপনিই দুই চারটা হেভি ওয়েট পোস্ট প্রসব করেন যাতে সামু ভালো পোস্ট স্টিকি করতে পারে।


শুধু শিরোনাম না দেখে পোস্টটা একটু পড়ে দেখেন। তাহলেই বুঝতে পারবেন এই পোস্ট কেন স্টিকি হয়েছে।

০২ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

শ্রীঘর বলেছেন: এইটা ইসলামীয় পোস্ট। নট গুরুত্বপূ্র্ণ। আর সময় এসেছে যারা ইসলামের বিরূদ্ধাচরন করে তাদের গর্দান নামানোর!

৪| ০২ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

ভোরের সূর্য বলেছেন: প্রথম কথা হচ্ছে আপনি গালাগালি করেন কেন? জানিনা পোষ্ট টা আপনি পড়েছেন কিনা।পোষ্ট টি হয়তো আপনার ভাল নাও লাগতে পারে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার।আপনি সেই ব্লগে যেয়ে আপনার কমেন্ট করতে পারেন কেন ভাল লাগে নাই আপনার কাছে। কিন্তু ভাই এভাবে বাজে গালি দেয়ার কি আছে।

০২ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

শ্রীঘর বলেছেন: বাল ছাল পোস্টকে বাল ছাল বলাইত যুক্তিযুক্ত। তাই না। যতসব!

৫| ০২ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

প্রবাসী পাঠক বলেছেন: লেখক বলেছেন: এইটা ইসলামীয় পোস্ট। নট গুরুত্বপূ্র্ণ। আর সময় এসেছে যারা ইসলামের বিরূদ্ধাচরন করে তাদের গর্দান নামানোর! =p~ =p~ =p~



অতীব গুরুত্বপূর্ণ এই পোস্টটি স্টিখি করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। :P

০২ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

শ্রীঘর বলেছেন: ইসলাম আর সামু দুজন দুজনার।

৬| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ৮:০৬

স্বপ্নবাজ অভি বলেছেন: হোয়াট এ পোষ্ট, কি চমৎকার সেন্স অফ হিউমার ম্যান! স্যালুট বস ....

০২ রা আগস্ট, ২০১৪ রাত ৮:০৮

শ্রীঘর বলেছেন: কি ভাই আমার গর্দান কি তলোয়ার দিয়া ফালাইতে মন চায়? ইসলামীয় ভাবে?

৭| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ৮:১৫

শ্রাবণ আহমেদ হিমু বলেছেন: জনাব, শ্রীঘর - জানিনা আপনি কে বা কোন ধর্মের বিশ্বাসি। সে একান্তই আপনা নিজ্বস ব্যাপার। তবে যে পোষ্টকে আপনার ভাষায় ‘বাল সাল’ বলে খুব যুক্তি ভিত্তিক একটা কথা বলেছেন বলে আপনার ধারণা হয়, ঠিক অনুরূপভাবে আপনার কোন লেখাকে যদি কেউ এমন কিছু বলে মনে হয় না আপনি নিজের অস্ত্বিতে থাকতে পারবেন যতক্ষণ না পর্যন্ত তার প্রতিশোধ না নিতে পারছেন। আর যাই হোক আপনার মধ্যে বাংলাদেশী রাজনীতির গন্ধ পাওয়া যাচ্ছে, তার কারণ বাংলাদেশী রাজনীতিকরা যা ভাল বুঝেন তা দেশের ক্ষতির কারণ হলেও তার কিছু যায় আসে না - তার পছন্দকেই পছন্দ বলতে বাধ্য থাকতে হবে। মানুষের সুমতি হোক। “ না পারভীনের - ইসলামে নিষিদ্ধ চারটি সেক্সুয়াল বিহেভিয়া” লেখায় ইসলাম সম্পৃকত যে সকল যুক্তি দেওয়া হলো তা কি আপনার কাছে অনৈতিক মনে হয়? আপনার কি মনে হলো যে অনৈতিক কোন উদ্দেশ্য আছে এই লেখার পিছনে? একজন সম্মানিত ব্লগার হিসাবে মন্তব্যকারীদের নুন্যতম সম্মান দেওয়া নৈতিকতার মধ্যে পড়ে। তাচ্ছিল্যের সাথে প্রত্তুর মানে নিজের অহংকার প্রকাশ করে এটাই বুঝানো কি নিজের থেকে ভালো এবং বেশী কেউ জানে না? ধন্যবাদ।

০২ রা আগস্ট, ২০১৪ রাত ৮:২৪

শ্রীঘর বলেছেন: আমি আগেই ভাবছিলাম সুন্দর একটা কমেন্ট পাব। যাক পেয়ে গেলাম। আমাকে প্রথমেই আপনি ধর্মীয় ভাবে জানতে চাইলেন। সমস্যাটা এখানেই পোস্টে নয়। এইটা যে ইসলামীয় পোস্ট তার প্রমান আপনে দিলেন। এই ধরনের পোস্ট জনসচেনতামুুলক পোস্ট কখনই হইতে পারে না। এইটা বাস্তবিক অর্থে ইসলামীয় পোস্ট। এই ধরনের পোস্ট স্টিকি করা সামুর ব্যর্থতাই বলা যায়।

৮| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ৮:১৯

স্বপনচাষী বলেছেন: অতি জনগুরুত্বপূর্ণ পুস্টি ইস্টিকি করা হউক :)

০২ রা আগস্ট, ২০১৪ রাত ৮:২৬

শ্রীঘর বলেছেন: স্টিকি হবে " ইসলামে স্ত্রী সহবাসে আদব-কায়দা" আমারটা না। সেই দিন বেশী দূরে নয়।

৯| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ৮:২৬

এম.ডি অভ্র বলেছেন: আপনাদের মন্তব্য পড়ে আমার মন্তব্যর ভাষা দৌড়াইছে.......

ভাই সামুতে এখন আর ভালো কোন পোষ্ট নেই যত রাজনীতির দালাল দিয়া ব্লগ ভইরা গেছে..................

তাই যত কম বলা যায় ততই মঙ্গল

০২ রা আগস্ট, ২০১৪ রাত ৮:৩৬

শ্রীঘর বলেছেন: সামুতে স্টিকি করা পোস্ট মানে জনসচেতনতা। একটা সম্পূ্র্ণ ধর্মীয় পোস্টকে স্টিকি করার যুক্তিযুক্ততা নাই। সামুর কাছ থেকে এতটুকু আশা করাই যায়। বাল ছাল পোস্ট বলার কারন হইল এইটাই। আই রিপিট "এই ধরনের বাল ছাল ওয়ালা পোস্ট স্টিকি করার কোন যৌক্তিকতা নাই"।

১০| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ৯:৫৩

প্রবাসী ভাবুক বলেছেন: পোষ্টিতে ইসলামের কথা কথা উল্লেখ করলেও তা বিজ্ঞান ভিত্তিক ও নৈতিকতা নিয়ে লেখা৷ যেটা সঠিক ও যুক্তিযুক্ত সেটা স্বীকার করতে না চাওয়াটা মুর্খতা৷

০২ রা আগস্ট, ২০১৪ রাত ১০:০৬

শ্রীঘর বলেছেন: একটা আবালিয় পোস্টকে বৈজ্ঞানিক বা নৈতিক বলা কি জ্ঞানীর পরিচায়ক? থুক্কু ইসলাম ত আবার সবচেয়ে বেশী বিজ্ঞান ফলো করে। বিজ্ঞানে বিজ্ঞানে বিজ্ঞানময় ইসলামে ইসলামে ইসলামময়।

একটা বাল ছাল ইসলামী পোস্টকে এইভাবে স্টিকি, এট লিস্ট সামু করবে তা ভাবতে প্রচন্ড ভয় হয় যে ইসলাম কতদুর আর এগুবে...

১১| ২১ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৩

খাটাস বলেছেন: বাহ চমৎকার । আপনার ভাষাকে আদর্শিক একক ধরে, সমালোচনা র পথ উন্মুক্ত হলে, ধর্মান্ধ কিছু মুসলমানের না, যার তার হাতেই কোপ খাবেন। মৌল বাদের থেকে মুক্তির ভাষা যদি উস্কানি দিয়া অসুস্থ কথা বার্তার মাধ্যমে গেঞ্জাম লাগান হয়, তবে মানবতা রক্ষার্থে ঐ ধর্মান্ধ হিংস্র দের সাথে আপনাকে ও জথা বিহিত কম কষ্ট দিয়ে সরকারী ভাবে হোক, আর আন্তর্জাতিক নিয়মে হোক, ঘুমের অউসুধ খাওয়াইয়া মারা উচিত।
জ্ঞানের চর্চা বাড়লে ধর্মান্ধতা দূর হবেই। তবে এই জাতীয় ভাষা হইলে
সে নাস্তিক জাতির জন্য ও বর্জনীয় ।

২২ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:৫৭

শ্রীঘর বলেছেন: ভাই মাফ কইরা দেন, আমি এই সামুকে ভালবেসে সাইনআপ করি নাই। আমি যে সামুকে ভালবেসে সাইনআপ করেছিলাম সেই সামুর বিন্দুমাত্র বৈশিষ্ট আর বাকি রইল না। সবাই ক্ষমা করবেন আমাকে।

১২| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ৩:১৩

ওয়েলকামজুয়েল বলেছেন: আপনার মত একজন সন্মানিত (?) ব্লগারের কাছ থাকে এমনটা আশা করা যায় না। নাকি সেলিব্রেটি নামক শব্দের উপযুক্ত ব্যাবহার করলেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.