নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোনঠে বাহে জাগো! রেঁনেসা চাই! ধর্মহীন বাংলাদেশ গড়ে তুলুন, আড়মোড়া ভেঙ্গে জেগে উঠুন।

শ্রীঘর

অসাম্প্রদায়িক মনভাবাপন্ন।

শ্রীঘর › বিস্তারিত পোস্টঃ

পার্থক্য!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২১

বাংলার মেয়েদের বুক ঢেকে রাখা ছাড়া আর কোন কাজ নাই। ফাকফোর দিয়েও যাতে কোন পুরুষ তা দেখতে না পারে তাই নিয়ে সদা জাগ্রত। প্রকৃত যৌন শিক্ষার প্রচন্ড অভাব বোধ করি আজকাল।

বিটিভিতে দেখেছি পিলু মমতাজ, নাজমা জামান (ঝিংগা গোষ্ঠি), রুনা লায়লা, সাবিনা ইয়াসমিনের মত গায়িকারাও অত্যন্ত সাবলীলভাবে শাড়ি সাথে স্লিভলেস ব্লাউজ পড়ে গান গেয়েছেন। আমাদের মা-খালাদের স্লিভলেস ব্লাউজ পরিহিত পুরানো ছবি গুলি দেখলেই বুঝা যায় কি একটা ভাল সময় তা পার করে এসেছে! এখন তারা বোরখা ছাড়া বাইরে বের হওয়া পাপ মনে করে! তখন এইটাই আর্ট ছিল এখন অশালীন। এই ব্যাপারে এখন কথা বলতে গেলে মেয়েরা প্রচন্ড ক্ষীপ্ত হয়ে উঠে।



মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কারণ, আগের ছেলে/পুরুষদের চোখ খারাপ ছিল না। এখনকার ১২/১৩ বছরের ছেলেও সব জানে। মোবাইল, ইন্টারনেট, পর্ণ সবার চোখ আর মন খারাপ করে দিয়েছে। এখন তাই সবাই সতর্ক।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৫

শ্রীঘর বলেছেন: মোবাইল, ইন্টারনেট, পর্ণের দোষ দিয়েন না। আগেও কষ্টে করে টাকা যোগাড় করে পর্ন দেখা চলত। যেমন: বেগম বাজারে রাত ১২টার পরে চলত পর্ণ দেখার রমরমা ব্যবসা। আজকাল ছেলেমেয়েরা অনেক পেকে গেছে এইটা মেনে নেয়া প্রায় অসম্ভব। মূলত আমাদের সমাজ, অভিভাবক, ধর্ম এর জন্য দায়ী। তাদের অংকুর উদ্গমের সাথে সাথে প্রকৃত যৌন শিক্ষা দেয়া হয় না। খালি ঢেকে রাখ, ঢেকে রাখ এই নীতি চালু। আসলে কি ঢেকে রাখতে হবে প্রায়গিক ক্ষেত্রে তা অনুপস্হিত। সমস্যা এখানে।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৮

ভার্চুয়াল বাউন্ডুলে বলেছেন: আজকাল এর ছেলে গুলা কে আমরা যত টা ওরকম শ্লীলহীন ভাবি আসলে ব্যপারটা ওরকম নয় । জাস্ট সোস্যালাইজেশন এর ধাক্কা এটা ।। শুধু ছেলে নয় মেয়েদের ক্ষেত্রেও তাই।

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মা-বোনরা বুক ঢেকে পর্দা করে চললে আপনার সমস্যা কি?
অন্যের সমস্যায় এতো বিচলিত হওয়া কেনো বাপু?
আর আপনার যদি খোলা বুকে বেরুতে ইচ্ছা করে কে মানা করেছে?

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৮

শ্রীঘর বলেছেন: সমস্যাটাই এখানে। আমি কাউকে কাপড় না পড়তে বলিনি। এ যুগে এসে খোলা বুকে বেরুনো বড্ড বেমানান। আমি শুধু ধর্মীয় শিক্ষার ভ্রান্ত ধারনার কথা বলছিলাম। আমি শুধু ধর্মীয় গোরামীটুকু তুলে ধরার চেষ্টা করছি। আর যদি তুলে না ধরি সেটা আমার চরিত্রের সাথে যায় না। সমাজে ধর্মীয় অসঙ্গতিগুলি তুলে না ধরলে সমাজ আরবীয় প্রভাব মোচন হবে কিভাবে?

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:২৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: বুক ঢেকে কাপড় পড়ার মধ্যে ধর্মীয় ভ্রান্ত শিক্ষার কি পেলেন?শরীর ঢেকে কাপড় পড়লে যদি গোরামী হয় তাহলে শীতকালে কি করেন?সমাজে আরবীয় প্রভাবে এলার্জী?ভারতীয় প্রভাবে খুশি?
ধন্যি আপনার ইসলাম বিদ্বেশ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.