নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোনঠে বাহে জাগো! রেঁনেসা চাই! ধর্মহীন বাংলাদেশ গড়ে তুলুন, আড়মোড়া ভেঙ্গে জেগে উঠুন।

শ্রীঘর

অসাম্প্রদায়িক মনভাবাপন্ন।

শ্রীঘর › বিস্তারিত পোস্টঃ

ধর্মদূষন

০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩২

দূষন অনেক প্রকারের। যেমন পানি, বায়ু, শব্দ, মাটি ইত্যাদি। এসবগুলোই পরিবেশ দূষন। দূষনের ক্ষেত্রে ধর্মদূষন বাদ যাবে কেন? যে হারে নাস্তিকেরা অপব্যাখ্যা ও অপপ্রচার চালাচ্ছে তাতে তারা পবিত্র ধর্মগুলোকে দূষন করে ফেলছে। এতে ধর্মগুলো কিছুটা হলেও দূষিত হচ্ছে। একটু কি ভেবে দেখার মত, বিষয়টা!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২১

মামুন ভূইয়াঁ বলেছেন: আপনি ঠিক বলেছেন। তবে আমি নাস্তিকদের উদ্দেশ্যে বলব, তারা প্রায়ই বলে আমরা আধুনিক বিজ্ঞানে বিশ্বাসি, প্রগতিতে বিশ্বাসী। আমি তাদের বলছি আপনাদের ফাদরজি আইনস্টাইন বলেছে ধর্ম ছাড়া বিজ্ঞান পঙ্গু-আর বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ।আর তাদের জন্য একটা উপহার"যারা বিজ্ঞান সম্পরকে ভাল জানে তারা আস্তিক,আর যারা কম বা অল্প জানে তারা নাস্তিক"।
সুতরাং কিতা বুঝতে পারছুইন ইট ইজ ১কাইন্ড অব অল্পবিদ্যা ভয়ঙ্কর রোগ।

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২১

শ্রীঘর বলেছেন: ভালো মন্তব্য করেছেন@মামুন ভূই্ঁয়া। আমার মনে হয় আমি ঠিক পথেই আছি। আশাকরি ভাষা সুন্দর মন্তব্য করবেন। কে কি জানি না জানি সেটা পরের বিষয় তবে ব্লগে সুন্দর যুক্তিযুক্ত মন্তব্যই পারে আক্রমনাত্বক হয়ে না উঠতে। ধন্যবাদ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.