![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমরা চাও- আমরা পাহাড়ী বলে না খেয়ে মরি
আমরা তোমার ভাই না, না বাঙালি। আমরা তোমার না ভাই,
না বাঙালি হতে পারি, কিন্তু তোমরা মানুষ হতে পারো নি।
তোমরা ভুলে গেছো একাত্তর। তোমাদের বাহুর মতো সেদিন
আমাদের পাহাড়ও কেঁপেছিলো, পাক বারুদের মুখে ছুটেছিল আমাদের তীর-বল্লম।
তোমাদের রবীন্দ্রনাথ মিথ্যে বলেনি, তোমাদের পিতার খুন-
তারই ছবি। তোমরা মানুষ হতে পারো না।
আমাদের পাহাড় পুড়লে, ঘর পুড়লে, জ্বলে গেলে সংসার
ঝলসে গেলে আমাদের শিশু, পাহাড় ধ্বসে জেগে উঠলে আরেকটা পাহাড়; লাশের স্তূপ,
তোমরা কোনো কালে অনুতপ্ত হবে না। বিশ্বাসঘাতকতায় তোমাদের মাঝে
কি একেকটা মীরজাফরেরই বাস?
তোমরা ভুলে যেতে পারো, আমরা পারিনা
পাহাড় আমাদের বিশ্বাসঘাতকতা শেখায়নি
বিশ্বাস করতে শিখিয়েছে পাহাড়ের মত। আমরাও মানুষ, আমাদের শীর উঁচু-
পাহাড়েরই মত। তোমরা বাঙালি, না বাঙালি- কিছুই জানো না
তবে তোমরা কি মানুষও হতে পারো না?
২| ১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৭
মীর রবি বলেছেন: দাদা আমি খুব কম আসি ব্লগে। পোস্ট দিয়েই বের হয়ে যাই
©somewhere in net ltd.
১|
০৯ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৮
বিজন রয় বলেছেন: আপনি কি কোন মন্তব্য করবেন না? কোন প্রতিউত্তরও করবেন না।
১১ মাসে তো এখনও করেননি।
যাহোক আপনার জন্য শুভকামনা।