নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গোলাকার এক বৃত্তে পতিত মানব

মীর রবি

কবি ও সম্পাদক

মীর রবি › বিস্তারিত পোস্টঃ

অ্যাকোয়ারিয়ামে মহীরুহ প্রাণ ও কিছু বিতর্ক

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩১

এবারের অমর একুশে বইমেলায় আমার কবিতার বই অ্যাকোয়ারিয়ামে মহীরুহ প্রাণ দৃষ্টি প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে। বইটি স্টলে আসার পর থেকেই শুরু হয়েছে নানাজনের নানান কথা। চলছে সমালোচনার খড়গ। উগ্রবাদীরা বারবার হুমকি দিচ্ছে বইটি যদি বিক্রি বন্ধ করা হয়, তবে তারা আমাকে কতল করবে। তাদের মতে বইটিতে আল্লাহ, নবী মুহাম্মদ, ইউনুস, ঈসাকে ব্যঙ্গ করে তুলে ধরা হয়েছে! বিভিন্ন কবিতায় নাকি ইসলামের ইতিহাস, সংস্কৃতি ও বিশ্বাসকে ভুলভাবে ব্যবহার করা হয়েছে। এদিকে আবার অনেকেই বলছেন আমার কবিতায় নাকি যীশুকেও খোঁচা মারা হয়েছে! আক্রমণ করা হয়েছে রাষ্ট্র ও সরকারকেও! আজগুবি আর এমন সব অদ্ভুদ নির্বুদ্ধিহীন এসব অভিযোগ, হুমকিতে আমি ভীত নই। আমি পরিস্কার করে বলতে চাই মানুষের প্রতিটি বিশ্বাসকেই শ্রদ্ধা করে আমার কবিতাগুলো লেখা। কারেও যদি আমার কবিতা, কবিতার পঙক্তি, শব্দ বুঝতে বা অনুধাবন করতে গিয়ে ভুল কিছু ভাবেন, তবে সেটা আপনাদের ব্যর্থতা, আমার নয়। আমি আশাবাদী আমার কাব্যগ্রন্থটি সকল বিতর্কতার উর্ধ্বে! আমি এ কথা দাবি করতেই পারি। কারো যদি বইটি নিয়ে জানার ও মন্ত্যব করার আগ্রহ থাকে তবে, সংগ্রহ করে, পড়ে, বুঝে মন্তব্য করবেন প্লিজ। হুজুগে কান দিবেন না অবশ্যই।
..
বইটির প্রাপ্তিস্থান :
স্টল : দৃষ্টি
স্টল নম্বর : ৩৯
লিটলম্যাগ চত্বর, বাংলা একাডেমী প্রাঙ্গণ

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৩

প্রামানিক বলেছেন: আপনি যে কাহিনী তুলে ধরেছেন তাতে আপনার বই নিয়ে তো ভয় আছে।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫২

আবু তালেব শেখ বলেছেন: এই কথা কি বইটার প্রতি আকর্ষনের জন্য বলছেন? বিতর্কিত বিষয় জানার মানুষের আগ্রহ বেশি কিনা

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৫

মীর রবি বলেছেন: ঠিক তেমনই তালেব ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.