| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

দু:খপুরে বসন্ত কই? গায় না কোকিল গান;
মানুষগুলো কষ্ট ঢাকে, সুখী সাজার ভান।
যদিও আকাশ অনেকটা নীল, অনেকটুকুই ফাঁকা;
গতির মাঝে ক্লান্তি নিয়ে, একলাপনে থাকা।
বসন্ত যায় চোখের আড়াল, সফেদ কাঁথামুড়ি;
যোজন দুরে উড়ছে তখন, আমার ইচ্ছেঘুড়ি।
অস্থির সেই সময়গুলি, তুই যে ছিলি কাছে;
তোর কবিতা আদর হয়ে, বুকে আমার আছে।
কতশত শব্দগাঁথা, পড়ে কি তোর মনে?
কথা তো নয়, সুরের ছোঁয়া; স্মৃতির অনুরনে।
ধুলি ধুসর লেখার পাতায়, নেই কলমের টান;
কন্ঠ হারা তোর সে কবি, ফুরিয়ে গেছে গান।
কত্তো কথা জমছে জানিস? কত্তোগুলো আদর?
শব্দ দিয়েই বুনবো বুঝি- ভালবাসার চাদর।
তবুও যখন নীল জানালায়, ইচ্ছেরা দেয় উঁকি;
পাইনা খুঁজে কন্যা তোরে, বৃথাই আঁকিবুকি।
১২ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৩
প্রতিফলন বলেছেন: ধন্যবাদ ![]()
২|
১২ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৫৯
লেখোয়াড় বলেছেন:
খুব ভাল লাগল।
একদম বুনট কবিতা।
+++++++++++++++++
১২ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৩
প্রতিফলন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকেও
৩|
১২ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:০৬
দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার লিখেছেন ।ভাল থাকুন সব সময় ।
১২ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৪
প্রতিফলন বলেছেন: শুভকামনা
৪|
১২ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হইছে
১২ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৪
প্রতিফলন বলেছেন: ভাল লাগলো ![]()
৫|
১২ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৫
"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: খুবই সুন্দর কবিতা। অনেকটা পল্লী কবি জসিমউদ্দিন স্টাইল। ++++++++++ প্লাস
১২ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৫৬
প্রতিফলন বলেছেন: সন্মানিত হলাম ![]()
৬|
১২ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:১১
সেলিম আনোয়ার বলেছেন: মর্মস্পর্শী কবিতায় ভাল লাগা ।
১৩ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৫
প্রতিফলন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৭|
১২ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৫
জাহাঙ্গীর.আলম বলেছেন:
ভাল লাগল ৷ +
১৩ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৫
প্রতিফলন বলেছেন: ধন্যবাদ আপনাকেও
৮|
১২ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০০
সানজিদা হোসেন বলেছেন: অনেক দিন পর। খুব সুন্দর।
১৩ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৬
প্রতিফলন বলেছেন:
ভালো আছেন আশাকরি
৯|
০৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪৫
শায়মা বলেছেন: হ্যাপী বার্থডে প্রতিফলন!!!!!!!
বরুণা বাড়ি ফিরেনি আর!!!!!!![]()
১০|
০৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫৭
গেম চেঞ্জার বলেছেন: শুভ জন্মদিন!!!!! ![]()
১১|
০৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫৭
পিকাচু বলেছেন:
Happy Birthday ![]()
১২|
১৭ ই মার্চ, ২০১৭ রাত ১১:৩১
খায়রুল আহসান বলেছেন: বিষাদময় ভাবনাগুলোই আমাদের জীবনের মধুরতম সঙ্গীত, এটা এক বিখ্যাত কবির (শেলী) কথা। সেই অর্থে এ কবিতাটিতে একটা মধুর আবেদন রয়েছে যা পাঠক মাত্রই অনুভব করবেন। "মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বনমাঝে"।
চমৎকার শিরোনামে একটা চমৎকার কবিতা, গ্রাফিক্সটার প্রশংসাও না করলেই নয়। + +
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৮
প্রতিফলন বলেছেন: ধন্যবাদ।
১৩|
২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:০২
বিজন রয় বলেছেন: ব্লগে ফিরে আসুন, নতুন পোস্ট দিন।
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৮
প্রতিফলন বলেছেন: হয়তো কখনো শঙ্খচিল শামুকের বেশে। .......
ভালো থাকুন
১৪|
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৪
সোহানী বলেছেন: এতো বছর ব্লগে আছেন অথচ আপনার সাথে পরিচয় নেই.............. তাই অনুসরনে আসলাম জানার জন্য।
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৬
প্রতিফলন বলেছেন: কানাডার কেউ সামুতে লিখে জানা চিল না। ![]()
আজকাল আসা হয়না এখানটায়। আপনার লেখাগুলি সময় নিয়ে পড়বো আশা করি। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
১২ ই আগস্ট, ২০১৪ সকাল ৭:৪৩
এম এ কাশেম বলেছেন: চমৎকার লিখেছেন
ভাল লাগা রেখে গেলাম।