| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিবর্ণ এই খাতার পাতায়- আঙ্গুল ছুঁয়ে যায়
থমকে থাকা এই ক্ষণগুলো, তোর কি পিছু ধায়?
পলগুলো সব শব্দ হয়ে ছাপ ফেলে যায় মায়ায়;
জানি এখন ভালোই আছিস, নিজ বা কারো কায়ায়।
ক্ষীপ্র এখন কথার মালা- ছবি ও সুর মাখা;
তোর আর আমার বসন্তদিন, যত্নে তুলে রাখা।
চলছে সময়! না, না! ছুটছে এখন- বৃথাই পিছু ধাওয়া;
হয়না ছোয়া ভালোবাসা- চাওয়াটুকুই পাওয়া।
যেদিন থেকে হারিয়ে গেছে, অবাক হবার ঝাঁপি;
উত্তুরে এই হীম বাতাসে ইচ্ছে করেই কাঁপি।
শুভ্র চাদর ঢাকছে এখন ঝরা পাতার মাঠ;
ছাপ ধরে তাই- পার হয়ে যাই- কষ্টের নীল ঘাট।
২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৪১
প্রতিফলন বলেছেন: ধন্যবাদ- অনেক ![]()
২|
২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৩৫
চানাচুর বলেছেন: ভাল হয়েছে কবিতা। কিন্তু ঐটার মত হয়নি ![]()
২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৪১
প্রতিফলন বলেছেন: ঐটার লাইনগুলি এখানে দিয়ে দিও
বাকিটা যোগ করে দিবো নাহয়।
৩|
২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৪৫
মানিজার বলেছেন: কবিতা বহু পড়া হয় , পড়ার মতু কবিতা বেশী হয় না । েইটা হয়েছে ।
২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৫৯
প্রতিফলন বলেছেন: কৃতজ্ঞতা
৪|
২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৪৬
চানাচুর বলেছেন: শেষ শ্বাস টুকু মিলিয়ে গেছে সেই কবেই
শুধু কিছু সৌরভ ভুলে পিছু থেকে গেছে
মাঝে মাঝে সেটুকু কুড়িয়ে নিয়ে বুকপকেটে তালা মেরে রাখি
বুঝে নিয়ো দিচ্ছি উঁকি স্বর্গ থেকেই
এই যে ![]()
২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ২:১০
প্রতিফলন বলেছেন: ঠ্যাংকু।
৫|
২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ৭:৫২
রূপক বিধৌত সাধু বলেছেন: চমৎকার!
২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮
প্রতিফলন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৬|
২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৬
মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর লিখেছেন।
২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯
প্রতিফলন বলেছেন: ভালোলাগা জানানোর জন্যে ধন্যবাদ।
৭|
২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২০
মাহবুবুল আজাদ বলেছেন: আহা বেশ
সুন্দর
২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৩
প্রতিফলন বলেছেন:
ধন্যবাদ, ভালো থাকবেন।
৮|
২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৩
কুঁড়ের_বাদশা বলেছেন: কবিতা পড়ে খুব ভাল লেগেছে+
২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৪
প্রতিফলন বলেছেন: জানানোর জন্যে ধন্যবাদ।
শুভকামনা
৯|
২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৬
জাহিদ অনিক বলেছেন:
বইএর পাতা গুলো ঝরে যাক শীতের ঝরা পাতার মত;
মৃদু তাপে স্মৃতি থেকে বিস্মৃতি গলে যাক শুভ্র বরফের মত!
২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:০০
প্রতিফলন বলেছেন: চমতকার!
১০|
৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২১
সানজিদা হোসেন বলেছেন: থমকে থাকা পলগুলো সেই রাঙ্গিয়ে মায়ার জলে
একলা বসে তোকেই ভাবে একলা থাকার ছলে
মায়ার বাঁধন , মায়ার আঁচল আজকে অন্য কারো
দূরে অনেক তাওতো তোকেই বাসে অনেক ভালো
সেও যে কাঁদে , স্বপ্নে বাঁধে হটাত আঁধার কোনে
নেই তুই তার ভুবন জুরে, আছিস মনের কোনে
২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩০
প্রতিফলন বলেছেন: ভালো আছেন?
১১|
২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৩৮
শায়মা বলেছেন: ![]()
প্রতিফলন!!!!!!!!!!!!!!!!!
এই কবিতা আমি পড়িনি কেনো!!!!!!!!!! ![]()
২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩০
প্রতিফলন বলেছেন: কারণ তুমি এখন অনেক ব্যস্ত। ![]()
১২|
২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:০৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: শায়মা বলেছেন: B:-)
প্রতিফলন!!!!!!!!!!!!!!!!!
এই কবিতা আমি পড়িনি কেনো!!!!!!!!!!
(
আমিও.............
২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩২
প্রতিফলন বলেছেন: কারণ তুমি অনেক পরে এসেছো কিনা, ![]()
১৩|
২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৮
শায়মা বলেছেন:
সে ক্ষনগুলো, সে সব স্মৃতি সেই যে মায়ার দিন
আজও তোরই কাছে আমার অনেক আছে ঋণ!
হুট করে সেই থমকে যাওয়া হাতের উপর হাত
হেলা ফেলায় হাসি খেলায় কেটেছে দিন রাত।
রংধনু রং পঙ্খীরাজে উড়াল মেঘের মাঝে
প্রায়ই আমার সে সব স্মৃতি বুকের মাঝে বাঁজে।
ভালো থাকি, ভালো আছি, তুইও আছিস সাথে
হোক বা না হয় স্মৃতির খেয়ায়, স্বপ্ন-মুখর প্রাতে।
সেই যে গ্রীস্মে প্রথম প্রহর আমার চিহ্ন নিয়ে
বর্ষাতে ভোর বৃষ্টি প্রহর কথার মালা দিয়ে
শরৎ গেছে নীল আকাশে, হেমন্তে সুর গানে
শৈতালী রাত একলা প্রহর কেটেছে তোর টানে।
গ্রীস্ম ফুরায়, বর্ষা হারায়, বসন্ত ফের আসে।
তোর আর আমার বসন্তদিন নবীন ফুলে হাসে।
২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৪
প্রতিফলন বলেছেন: বসন্তদিন শেষে........।
১৪|
২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫১
শায়মা বলেছেন: 
২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৫
প্রতিফলন বলেছেন: ![]()
১৫|
১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৪০
Salina Alam বলেছেন:
মাশাআল্লাহ। বারাকাল্লাহ ফি।
©somewhere in net ltd.
১|
২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৩৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বাহ! কি সুন্দর লেখা ।
ভালো লাগল ভাই ।
এরকম লেখা আরও চাই ।