নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেথায় পথের শেষ

নিজেকে হারিয়ে খুঁজি

প্রতিফলন

প্রতিফলন › বিস্তারিত পোস্টঃ

.... কোথাও এখন নেই যে আমি

১২ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১:৪২

বুকের কাঁপন থমকে গেছে,
নীল জানালায় কপাট;
দৃষ্টি তোকে আর খোঁজেনা,
ফাঁকা খেলার হাট।
অনেকটুকু পেরিয়ে সময়,
স্মৃতিও ধূসর বেলায়;
মুহূর্তরা গুমরে কাঁদে ,
জীর্ণ অবহেলায়।
তুই কি আছিস, আগের মতোই ?
উচ্ছল, তবু নিঠুর ?
হারিয়ে গেছি, আমিও আমার -
হৃদয় থেকে দূর।
আসবেনা সেই গল্পের ভোর,
তবুওতো - জেগে উঠি;
হয়তো কোথাও, তোর আর আমার;
নতুন কোন জুটি।
কোথাও এখন নেই যে আমি;
তোর এ ভুবন জুড়ে;
আড়াল থেকে তবুও দেখি;
থাকলি নাহয় দূরে।

মন্তব্য ১৫ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:১৮

খায়রুল আহসান বলেছেন: ছবি ও কবিতা, দুটোই খুব সুন্দর হয়েছে।
"মুহূর্তরা গুমরে কাঁদে, জীর্ণ অবহেলায়" - হৃদয়স্পর্শী!

১২ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫৪

প্রতিফলন বলেছেন: অনেক ধন্যবাদ।

২| ১২ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:২০

ইল্লু বলেছেন: এক সময় সবাই গল্প হয়ে যায়।

৩| ১২ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:২৯

শায়মা বলেছেন: প্রতিফলন!!!!

কত্তদিন পর লিখলে!!! :)

অনলাইন ক্লাস চলছে।

কখনও ক্লাস টাইমে আমি অনলাইন হই না। তবে তোমার কবিতা দেখে অনলাইন হলাম।

ওকে ক্লাসের পরে আসছি কবিতা নিয়ে। :)

১২ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৫৫

প্রতিফলন বলেছেন: এখনো কেন অনলাইন ক্লাশ? কোভিড তো চলেই গেছে?

৪| ১২ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৩৩

বাকপ্রবাস বলেছেন: খুব সুন্দর। কবিতার উচ্চ যাত্রাটা কেবল দুইটা যায়গায় আমার কাছে একটু ঝুলে তা হল "ফাকা খেলার হাট" এবং "নতুন কোন জুটি"
প্রেম নামক সুন্দর একটা ব্যাপারকে খেলার হাট বললে বিষয়টা ঠুনকো হয়ে যায়, আর নতুন কোন জুটি বলা হলে এটা তথাকথিক ব্যাপার হয়ে যায়, এই দুইটা দৃশ্য ছাড়া বাদবাকি খুব ভাল লেগেছে।

১২ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০০

প্রতিফলন বলেছেন: দুই জায়গাতেই আপনার পর্যবেক্ষণ সঠিক।

৫| ১২ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:০০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। বিরহ কাতর!!!

৬| ১২ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা

৭| ১২ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৩০

মিরোরডডল বলেছেন:




তুই কি আছিস, আগের মতোই ?
উচ্ছল, তবু নিঠুর ?
হারিয়ে গেছি, আমিও আমার -
হৃদয় থেকে দূর।



৮| ১২ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৯

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

৯| ১৪ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২৯

শায়মা বলেছেন: আরে কোভিড গেছে তো কি হরতাল অবরোধ আছে না?

১০| ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৪১

Salina Alam বলেছেন: মাশাআল্লাহ। বারাকাল্লাহ ফি।

১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:০০

বিজন রয় বলেছেন: কেমন আছেন?

এবার একটি নতুন পোস্ট দিন।

১৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ৮:০৪

প্রতিফলন বলেছেন: ধন্যবাদ। ইচ্ছে তো আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.