নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চল বদলে যাই

যা মনে আসে, তাই বলি এবং সেটাই লেখার চেষ্টা করি.............

মিশুক - ঢাকা

যা মনে আসে, তাই বলি এবং সেটাই লেখার চেষ্টা করি.............

মিশুক - ঢাকা › বিস্তারিত পোস্টঃ

কোলকাতা : ফটো-ব্লগ : ভাইয়ের বিয়ের শপিং ও অন্যান্য : পর্ব - ২

০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

কোলকাতা : ফটো-ব্লগ : ভাইয়ের বিয়ের শপিং ও অন্যান্য : পর্ব - ১









ঘোরা ফেরা @ পার্ক স্ট্রীট _ ৪র্থ দিন







ঘোরা ফেরা @ পার্ক স্ট্রীট _ ৪র্থ দিন







মূল প্রবেশ পথ @ ভারদান মার্কেট _ ৪র্থ দিন





:) :) ভারদান মার্কেট কলকাতার অত্যন্ত জনপ্রিয় একটি স্থান। সেন্ট্রাল এসি এই মার্কেটে সব ধরনের সবকিছু পাওয়া যায়। আমার কাছে এটি গুলশান ডিসিসি মার্কেটের মত লেগেছে। এই মার্কেটের সামনে অনেক ধরনের স্ট্রীট ফুডের স্টল আছে। :) :)









ফুড স্টল @ ভারদান মার্কেট _ ৪র্থ দিন







সামনের স্ট্রীট ফুড স্টল @ ভারদান মার্কেট _ ৪র্থ দিন







সামনের স্ট্রীট ফুড স্টল @ ভারদান মার্কেট _ ৪র্থ দিন









@ নিউ মার্কেট _ ৪র্থ দিন







@ নিউ মার্কেট _ ৪র্থ দিন







@ নিউ মার্কেট _ ৪র্থ দিন







অনেক মজার দৈ-বড়া @ নিউ মার্কেট _ ৪র্থ দিন







সকালের চা @ মার্কেট স্ট্রীট _ ৫ম দিন







আড্ডা @ সর্দার স্ট্রীট _ ৫ম দিন







@ নিউ মার্কেট _ ৫ম দিন







@ নিউ মার্কেট _ ৫ম দিন







@ নিউ মার্কেট _ ৫ম দিন







মান্যবর @ নিউ মার্কেট _ ৫ম দিন







মান্যবর @ নিউ মার্কেট _ ৫ম দিন







@ নিউ মার্কেট _ ৫ম দিন







আন্ডার-গ্রাউন্ড অটো কার পার্কিং সিস্টেম @ নিউ মার্কেট _ ৫ম দিন







@ নিউ মার্কেট _ ৫ম দিন







@ নিউ মার্কেট _ ৫ম দিন







প্যান্টালুনস_ _ ৫ম দিন



:) :) প্যান্টালুনস হল একটি মেগা সুপার শপ। ৩ তলা এই বিশাল সুপার শপে আপনি পৃথিবীর বেশীরভাগ বিখ্যাত ব্র্যান্ড-এর যাবতীয় প্রসাধনী/পোষাক/অন্যান্য সবকিছু পাবেন। এছাড়াও রয়েছে প্রচুর খেলনার সমাহার। এ শপের ভেতরে ছবি তোলা নিষেধ। :) :)







পার্ক স্ট্রীট _ ৫ম দিন







আইনক্স-ফোরাম @ক্যামেক স্ট্রীট _ ৫ম দিন



:) :) আরেকটি দারুন মার্কেট হলো ফোরাম। সেখানে আইনক্স মাল্টিপ্লেক্স সিনেমা হলের একটি শাখা আছে। আমরা সেখানে ভারতে তৈরী প্রথম থ্রিডি সিনেসা "এবিসিডি" দেখেছি। :) :)







আইনক্স-ফোরাম @ক্যামেক স্ট্রীট _ ৫ম দিন







আইনক্স-ফোরাম @ক্যামেক স্ট্রীট _ ৫ম দিন







ম্যানচেস্টার ইউনাইটেড-এর মার্চেনডাইস শপ _ আইনক্স-ফোরাম @ক্যামেক স্ট্রীট _ ৫ম দিন







মিস্টি খাওয়া @সর্দার স্ট্রীট _ ৫ম দিন







গুডবাই কোলকাতা @ মির্জা গালিব স্ট্রীট _৫ম দিন





সবাইকে আন্তরিক ধন্যবাদ।।



কোলকাতা : ফটো-ব্লগ : ভাইয়ের বিয়ের শপিং ও অন্যান্য : পর্ব - ১

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

লিখেছেন বলেছেন: লেখা ভালই হইয়াছে , তবে বাক্য বিন্যাসে দুর্বলতা পরিলক্ষিত হইয়াছে। যাহা হোক, পরিশ্রম করিলে এই ত্রুটি গুলি কাটিতে পারিবেন বলিয়াই আমার বিশ্বাস । রসের উপাদান যথেষ্ট ছিল যাহা পাঠকদের চিত্ত উৎফুল্ল করিয়াছে তাহাতে বিন্দমাত্র সন্দেহ নাই। বাংলা সাহিত্যে সৈয়দ মুজতবা আলি পরবর্তী ওই ঘরানার লেখকদের চাহিদা মিটাইতে বিশেষ সচেষ্ট থাকিবেন এই প্রত্যাশায় ।

০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬

মিশুক - ঢাকা বলেছেন: অসংখ্য ধন্যবাদ।।

২| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪০

এয়ী বলেছেন: ভাল হয়েছে!!!!!!!

০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

মিশুক - ঢাকা বলেছেন: ধন্যবাদ।

৩| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

পথহারা নাবিক বলেছেন: ভালো লাগলো!! আসলে ইন্ডিয়াতে অনেক বার গিয়েছি কিন্তু কর্ম ব্যাস্ততার কারণে ঘুরা ঘুরি হয়নি!! এবার শুধু ঘুরার জন্য যেতে হবে!!

০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

মিশুক - ঢাকা বলেছেন: ধন্যবাদ।

৪| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭

ইমরাজ কবির মুন বলেছেন:
নাইস !
কিন্তু ফটো এডিটিং আমার ভাল্লাগলোনা ||

০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৭

মিশুক - ঢাকা বলেছেন: ধন্যবাদ।

৫| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ব্যাপক কেনাকাটা করলেন মনে হচ্ছে, তা সব মিলিয়ে খরচ হল কেমন??

০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

মিশুক - ঢাকা বলেছেন: খরচ......বাংলাদেশে একই কেনাকাটা করলে যা খরচ পড়তো তার অর্ধ্বকেরও কম। বরং অনেক সুন্দর ও ভালো মানের সম্ভার পেয়েছি যা বাংলাদেশে পাওয়া যায় না। ধন্যবাদ।

৬| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

আরিফ আরাফাত রুশো বলেছেন: আন্ডার-গ্রাউন্ড অটো কার পার্কিং সিস্টেম জিনিষ টা কি বুঝিয়ে বলবেন??? বাই দ্যা ওয়ে এর মদ্যে আপনার পিক কোনটা????
আমি ইন্ডিয়া ৩ বার গিয়েছি-কোলকাতা-দীল্লী,আগ্রা,আজমির, উড়িষ্যা/আবার এপ্লাই করেছ।

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:১২

মিশুক - ঢাকা বলেছেন: ভালো জিনিষ। ছবিতে যে গাড়িটি দেখেছেন, সেই গাড়িটি তার মালিক/ড্রাইভার ঠিক ঐ স্থানে রাখার পর টোকেন নিয়ে নেমে যায়। গাড়িটি তখন সয়ঙ্ক্রিয়ভাবে মাটির নিচে তার পার্কিং স্থানে নেমে পড়ে। পরে মালিক/ড্রাইভার এসে কাউন্টারে তার টোকেন ও পার্কিং ফি দিলে গাড়িটি সয়ঙ্ক্রিয়ভাবে আবার মাটির নিচ থেকে উঠে আসে। ধন্যবাদ।।

৭| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হুমম, কথা সত্য, কোলকাতায় কেনাকাটা করলে বাংলাদেশের চেয়ে অনেক খরচ কম পড়ে, আমাদের দেশের দোকানগুলোতে তো আবার সেই ভারতীয় জামা কাপড়েই ভরা।

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৩

মিশুক - ঢাকা বলেছেন: ধন্যবাদ।।

৮| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

জুন বলেছেন: সবগুলো স্থানই অনেক পরিচিত। খুব ভালোলাগলো দেখে , নিউ মার্কেটের সামনে দোসা মোমো অনেক মজার ।

ভাই কিছু মনে করবেন না, রাস্তাটার নাম আমরা জানি সাদার স্ট্রীট।

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৪

মিশুক - ঢাকা বলেছেন: রাস্তাটার নাম আসলে "সদর স্ট্রীট" বা Sudder street......

ধন্যবাদ।।

৯| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৯

অন্য কথা বলেছেন: হায় আমাদের দেশপ্রেম !!!

একটা সত্য ঘটনা বলি:

ইন্ডিয়ান এক কোম্পানীর সিইও আসছিলো বাংলাদেশে । এক পক্ষের সফর (১৫ দিন) । দেখি ইন্ডিয়ান চিপস, টুথপেস্ট, সাবান খুজেঁ । বাংলাদেশে ইন্ডিয়ান জিনিষের তো ছড়াছড়ি। কিনলো !!! আমিও দেখলাম ।

টয়োটা ক্যাবে ঢাকা শহর ঘুরে একদিন বললো, " তোমরা টয়োটা না কিনে মারুতি গাড়ি কিনো না কেন? মারুতি তো ভালো গাড়ি। "

আমি বললাম, "ওটা খেলনা গাড়ি হিসাবে ভালো, আয়ু বড়জোড় এক বছর। আর টয়োটা পাঁচ বছরেও কিছু হয় না । ঢাকার রাস্তায় টয়োটা বেটার অপশন।"

ব্যাচারা আর ইন্ডিয়ান জিনিস নিয়া কথা বলে নাই । নিউমার্কেটে গিয়ে লাল শাক আর শশা কিনলো ।

বললো, "আমাদের সব হাইব্রীড । তোমাদের টার স্বাধ বেশি ।"

আমি একশ লিচু কিনলাম ।

বললো, "তোমার ফ্যামিলির জন্য কিনছো?"

আমি বললাম , " না । তোমার জন্য" ।

অবাক হয়ে বললো, "এত লিচু লাগবে না, ১৫/২০ দিলেই হবে"

বললাম ,"একে দোকানদার বুঝছে তুমি বিদেশি । এখন যদি ১৫/২০ টার কথা বলি ও বেচবে না। তোমার মান ইজ্জত যাবে । আমাদের দেশে ১০০এর নীচে কেউ কিনে না ।"

লিচু মুখে দিয়ে বললো, "তোমাদের দেশের সব ফলই মজাদার ।"

বললাম ,"কি জানি। তোমাদের দেশেরটা তো খাই নাই তাই তুলনা করতে পারছিনা।"

গাড়িতে উঠতে উঠতে বললো "তোমাদের টাংগাইলের শাড়ি তো খুব ভালো । আমি আমার মেয়ে আর ওয়াইফের জন্য কিনতে চাচ্ছি?"

বললাম ,"কালকে।"

দু জনে লিচু সাবাড় করতে করতে হোটেলের দিকে রওনা হলাম ।

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৫

মিশুক - ঢাকা বলেছেন: "ওটা খেলনা গাড়ি হিসাবে ভালো, আয়ু বড়জোড় এক বছর।"......ভালো বলেছেন।

ধন্যবাদ।।

১০| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৭

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১:২০

মিশুক - ঢাকা বলেছেন: আপনাকেও ধন্যবাদ।।

১১| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চমৎকার।
আপনার দুটো পোস্ট কলকাতার অনেক কিছু পরিচিত করালো।
থ্যাংকস।

০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩০

মিশুক - ঢাকা বলেছেন: আপনাকেও ধন্যবাদ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.