নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কষ্টই আমার সুখ

মিশুক মনির

আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ

মিশুক মনির › বিস্তারিত পোস্টঃ

#‎ঠিকানাহীন_অন্ধকার_এক_পথ‬।

০৪ ঠা মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

#‎ঠিকানাহীন_অন্ধকার_এক_পথ‬।
‪#‎ওরা_বিশুদ্ধ_বাতাসে_শ্বাস_নিয়ে_বাঁচতে_চায়‬।

উপাখ্যানের শেষ পৃষ্ঠা থেকে লিখছি।
এখানে কোনো রোমাঞ্চ নেই।
নেই কোনো রগরগে বর্ণনা।
এখানকার সবার জীবনেই লুকিয়ে আছে বিষাদ কাব্য ।
এ বিষাদ কাব্যের শুরু যেখান থেকে শুরু হয়েছিল।
সেখানে শরীর জীবিকা যোগাচ্ছে ।
মৃত্যু হচ্ছে স্বপ্নের ।

আবারও সেখান থেকে জন্ম নিচ্ছে নতুন স্বপ্নের।
কিন্তু দুঃস্ব স্বপ্নের রাত শেষ হয়ে,
ভোরের আলোর দেখা মিলছে না তাদের জীবনে।
নারী হয়ে কেউ জন্মায় না।
তারা ক্রমশ নারী হয়ে উঠে।

ঠিক তেমনি নিষিদ্ধ সমাজে বসবাস করা মানুষ গুলো,
আধারের বন্দীনী হয়ে যায়।
নিষিদ্ধ জীবনের আলো আধারিতে হাপিয়ে উঠে এ মানুষ গুলো।
আজ ওরা বিশুদ্ধ বাতাসে শ্বাস নিয়ে বাঁচতে চায়।
কিন্তু সস্তা প্রসাধনীর মতো বাতাসে,
কিছুক্ষণ গন্ধ ছড়িয়ে আবার তা মিলিয়ে যায়।
কারন তারা যে পথের পথিক সে পথের কোনো গন্তব্য নেই।

#ঠিকানাহীন_অন্ধকার_এক_পথ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.