নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিশু মিলন

মিশু মিলন

আমি বর্তমানে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগে লিখি। আমার সকল লেখা আমি এই দুটি ব্লগেই সংরক্ষণ করে রাখতে চাই। এই দুটি ব্লগের বাইরে অনলাইন পোর্টাল, লিটল ম্যাগাজিন এবং অন্য দু-একটি ব্লগে কিছু লেখা প্রকাশিত হলেও পরবর্তীতে কিছু কিছু লেখা আমি আবার সম্পাদনা করেছি। ফলে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগের লেখাই আমার চূড়ান্ত সম্পাদিত লেখা। এই দুটি ব্লগের বাইরে অন্যসব লেখা আমি প্রত্যাহার করছি। মিশু মিলন ঢাকা। ৯ এপ্রিল, ২০১৯।

মিশু মিলন › বিস্তারিত পোস্টঃ

শকুন পালকের শিরোভূষণ

২২ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:০৮

পালকের ভারে এখন আর বর্ণিল পেখম মেলে না
ময়ূর।
ময়ূর পেখম মেলে না তাই-
পাখিদের নবান্ন জমে না ধান কাটা ক্ষেতে
ঝিলের জলে কেবল বালিহাঁস আর অতিথি পাখির আর্তনাদ।
ময়ূর নাচে না তাই-
অসংখ্য উলঙ্গ শিশুর কোমরে অনৃত কবজ,
লাল পিরানের স্বপ্ন অঙ্কুরেই ম’রে যায়।

যূথচর শকুন পালিয়েছে সবুজ জমিন আর হঠাৎ পাওয়া প্রাচীন রাজ্য ছেড়ে
ফেলে গেছে তার অজস্র কলুষকলিল পালক আর
জন্মান্ধ-লোলুপ সংস্কৃতি!

ময়ূর পালক নিয়ে এখন আর খেলে না অবুঝ শিশু,
রাখে না বইয়ের পাতার ফাঁকে স্বপ্নাতুর কিশোরী।
কে দিল খেলার ছলে তাদের হাতে শকুন পালক!
সাধের ময়ূরপুচ্ছ ধুলোয় গড়াগড়ি খায়
কাদা-জলে হয় মাখামাখি
দ্যাখেনা কেউ!

শকুন পার্বণের নোংরা উঠোন হয়নি পরিষ্কার
এঁটো পাতা হয়নি ফেলা ভাগাড়ে,
কৈতববাদীরা লাল পিঁপড়া, ডেঁয়ে পিঁপড়া আর নীলমাছির মতো সে পাতায়
সেরেছে মহাভোজ!
আশ্রয় ফিরে পেয়েছে শকুনের ফেলে যাওয়া জন্মান্ধ-লোলুপ সংস্কৃতি!
অঙ্কুরেই হারিয়েছে ছন্দ ময়ূর কত্থক
ফুরিয়েছে ময়ূর পালকের প্রয়োজন
এখন যে হয় রাজা, সে-ই উদ্ধত মস্তকে ধারণ করে
শকুন পালকের প্রপঞ্চ শিরোভূষণ!


মিরপুর-৬, ঢাকা।
০৯.১০.১৪

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৫

স্বপ্নবাজ অভি বলেছেন: বেশ লাগলো !

২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৪

মিশু মিলন বলেছেন: ধন্যবাদ।
শুভেচ্ছা.....

২| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১৪

জাহাঙ্গীর.আলম বলেছেন:
বেশ লিখেছেন ৷

২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৪

মিশু মিলন বলেছেন: ধন্যবাদ।
শুভকামনা.....

৩| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১৬

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার লেখনী । :)

২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৫

মিশু মিলন বলেছেন: ধন্যবাদ।
ভাল থাকুন.........

৪| ২৩ শে অক্টোবর, ২০১৪ সকাল ১১:২২

অদৃশ্য বলেছেন: ভাবনাটা চমৎকার... ভালো লেগেছে লিখাটি...


শুভকামনা...

২৩ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৪৫

মিশু মিলন বলেছেন: ধন্যবাদ।
শুভেচ্ছা......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.