নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিশু মিলন

মিশু মিলন

আমি বর্তমানে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগে লিখি। আমার সকল লেখা আমি এই দুটি ব্লগেই সংরক্ষণ করে রাখতে চাই। এই দুটি ব্লগের বাইরে অনলাইন পোর্টাল, লিটল ম্যাগাজিন এবং অন্য দু-একটি ব্লগে কিছু লেখা প্রকাশিত হলেও পরবর্তীতে কিছু কিছু লেখা আমি আবার সম্পাদনা করেছি। ফলে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগের লেখাই আমার চূড়ান্ত সম্পাদিত লেখা। এই দুটি ব্লগের বাইরে অন্যসব লেখা আমি প্রত্যাহার করছি। মিশু মিলন ঢাকা। ৯ এপ্রিল, ২০১৯।

মিশু মিলন › বিস্তারিত পোস্টঃ

একদিন নদীটির সাথে প্রতারণা করেছিল মানুষের পূর্বপুরুষেরা

২৮ শে মার্চ, ২০১৫ রাত ১২:১২

একদিন নদীটির সাথে প্রতারণা করেছিল মানুষের পূর্বপুরুষেরা
তখন নদীটি যুবতী, তখন নদীটির মুখে দুকূল ছাপানো লাস্যময়ী হাসি!

মানুষের পূর্বপুরুষেরা নদীটির পুরুষ্টু বুকে
ডুবসাঁতার খেলতে খেলতে লোভের জাল বুনেছিল,
মানুষের পূর্বপুরুষেরা সীমাহীন কামনার বর্জ্য
সেঁধিয়ে দিয়েছিল নদীটির কোমল যোনিপথে!
মানুষের পূর্বপুরুষেরা ভালবাসার কথা ব’লে
নদীটির গলা টিপে ধরেছিল!

এখন নদীটির মুখে বলিরেখা, এখন নদীটির বুকে বলিরেখা,
এখন নদীটির সারা শরীরে অসংখ্য বলিরেখা!
অথচ স্বর্গের কথিত অন্সপরাদের মতো নদীরও কখনও বুড়ি হবার কথা ছিল না!

এখন এই জনপদে কোন আগন্তুক এসে নদীর কথা শুনলে-
নদীর কাছে ছুটে যাবার জন্য উদগ্রীব হয়।
নদীর পাড়ে হাওয়া খেতে, নদীর বুকে ডুবসাঁতার খেলতে,
নদীর মায়া সান্নিধ্য পাবার জন্যে-তাদের ভেতরটা আকুলি-বিকুলি ক’রে ওঠে।
তারপর যখন তারা নদীর কাছে যায়, নদী তখন দূর্গন্ধ ছড়ায়!
বলিরেখার ভাঁজে ভাঁজে, কিংবা যোনির গহ্বরে জমে থাকে যেটুকু জল
তা থেকে কেবল দূর্গন্ধ ছড়ায়!
বোকা বনে যাওয়া আগন্তুকেরা তখন নদীকে গালি দেয়
ময়লা দাঁতে নদী হাসে- মানুষের পূর্বপুরুষদের মুখ মনে ক’রে।
আপনমনে নিজের ভেতরে নদী, নিজেই কাঁদে!

একদিন নদীটির সাথে প্রতারণা করেছিল মানুষের পূর্বপুরুষেরা
এখন নদীটি পাগলী বেশে ধোঁকাবাজি খেলায় মেতেছে মানুষের সাথে,
উত্তরকালের উত্তরপুরুষ নদীটিকে খুঁজে পাবে, ইতিহাসের পিঙ্গল জঠর ঘেঁটে!


ঢাকা।
১১.১০.১৩

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ১:১৭

হাসান মাহবুব বলেছেন: আমাদের বুড়িগঙ্গা নদীর সাথে এমন আচরণ করেছি আমরা। কবিতাটা ছুঁয়ে গেলো।

২৮ শে মার্চ, ২০১৫ রাত ১১:২৭

মিশু মিলন বলেছেন: হ্যাঁ বুড়িগঙ্গা তো প্রায় শেষ! আরো অনেক নদীর সাথেই এমন আচরণ করা হয়েছে। নদীগুলো ধুঁকছে।

ধন্যবাদ। ভাল থাকুন।

শুভকামনা নিরন্তর........

২| ২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ১:২৩

সেলিম আনোয়ার বলেছেন: এরকম বেশ কটি নদী আছে। জীবন নদীও এমন হতে পারে । দারুন গভীরতায় অনবদ্য কবিতা । আমরা নদীগুলো ধ্বংস করে দিচ্ছি। নদী সম্পর্কিত বাস্তুসংস্থান ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে । তার অবয়ব চেঞ্জ হয়ে যাচ্ছে ।++

২৮ শে মার্চ, ২০১৫ রাত ১১:৩১

মিশু মিলন বলেছেন: অনেক ধন্যবাদ আপনার চমৎকার মন্তব্যের জন্য।

ভাল থাকবেন। শুভকামনা জানুন...........

৩| ২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:০৯

পাগলা সাইফুল বলেছেন: ভালো লাগলো

২৮ শে মার্চ, ২০১৫ রাত ১১:২৮

মিশু মিলন বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

ভাল থাকুন।
শুভকামনা রইলো............

৪| ২৮ শে মার্চ, ২০১৫ রাত ৮:২৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

নদীদূষন নিয়ে অনবদ্য কবিতা।

আমরা নদীদূষন চাই না।

২৮ শে মার্চ, ২০১৫ রাত ১১:৪৮

মিশু মিলন বলেছেন: ধন্যবাদ।

ভাল থাকবেন। শুভকামনা নিরন্তর.........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.