নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিশু মিলন

মিশু মিলন

আমি বর্তমানে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগে লিখি। আমার সকল লেখা আমি এই দুটি ব্লগেই সংরক্ষণ করে রাখতে চাই। এই দুটি ব্লগের বাইরে অনলাইন পোর্টাল, লিটল ম্যাগাজিন এবং অন্য দু-একটি ব্লগে কিছু লেখা প্রকাশিত হলেও পরবর্তীতে কিছু কিছু লেখা আমি আবার সম্পাদনা করেছি। ফলে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগের লেখাই আমার চূড়ান্ত সম্পাদিত লেখা। এই দুটি ব্লগের বাইরে অন্যসব লেখা আমি প্রত্যাহার করছি। মিশু মিলন ঢাকা। ৯ এপ্রিল, ২০১৯।

মিশু মিলন › বিস্তারিত পোস্টঃ

এবার মঙ্গল প্রেমশূন্য হবে

০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৩

পৃথিবীতে জরাগ্রস্ত ক্ষয়িষ্ণু প্রেম

এবার মঙ্গল প্রেমশূন্য হবে!

যদি কোথাও কোন প্রাণের অস্তিত্ব থেকে থাকে সংগোপনে

তবে তারাও পৈশাচিক রতি আর রক্তপাতে দীক্ষা নেবে।



প্রাণ যদি নাও থাকে তবু

পাথরে পাথরে হবে ঠোকাঠুকি

মাটি আর বালুকণায় হবে

বর্ণবাদী-ধর্মবাদী রায়ট!

লাল মাটির অহংকার ব্যথা হ’য়ে বাজবে

কালো মাটির হীনমন্য হৃদয়ে।



স্বকীয়তা হারিয়ে প্রনষ্ট হবে বিস্তীর্ণ মৌন মঙ্গল-

পৃথিবীর দানবের ছোঁয়ায়

কক্ষপথে থেকেও মঙ্গল হারাবে লক্ষ্যপথ।



পৃৃথিবীতে জরাগ্রস্ত ক্ষয়িষ্ণু প্রেম

এবার মঙ্গল প্রেমশূন্য হবে!





ঢাকা।

০৩.১০.১৪

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৪২

জেন রসি বলেছেন: প্রাণ যদি নাও থাকে তবু
পাথরে পাথরে হবে ঠোকাঠুকি
মাটি আর বালুকণায় হবে
বর্ণবাদী-ধর্মবাদী রায়ট!
লাল মাটির অহংকার ব্যথা হ’য়ে বাজবে
কালো মাটির হীনমন্য হৃদয়ে।

চমৎকার।

তূষ্ণীম্ভূত অর্থ কি?

০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৮

মিশু মিলন বলেছেন: অসংখ্য ধন্যবাদ কবিতা পাঠের জন্য।

তূষ্ণীম্ভূত অর্থ নীরব বা মৌন।

ভাল থাকুন। শুভকামনা নিরন্তর............

২| ০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৪৪

শতদ্রু একটি নদী... বলেছেন:
কবিদের ম্যানুফাকচারড কিছু শব্দ থাকে, ওইটা এমন কিছু হইলে পারে। আমিও মানে জানিনা।

কবিতা ভালো হইছে ভাই। ভাল্লাগছে। ++

০৬ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৫২

মিশু মিলন বলেছেন: হা হা হা....ম্যানুফাকচারড! ভাল বলেছেন। তবে এটা ম্যানুফাকচারড নয়, অভিধান থেকেই নিয়েছি। আমাদের অভিধান অনেক সমৃদ্ধ। তাই প্রচলিত শব্দের বাইরেও আমি কিছু শব্দ কবিতায় ব্যবহার করতে চাই।

তূষ্ণীম্ভূত অর্থ নীরব বা মৌন।

ভাল থাকুন। শুভকামনা জানবেন..........

৩| ০৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪০

হাসান মাহবুব বলেছেন: ভালো লেগেছে কবিতা।

০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৫২

মিশু মিলন বলেছেন: ধন্যবাদ প্রিয় হাসান মাহবুব।

ভাল থাকুন। শুভকামনা নিরন্তর.........

৪| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:০৫

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ভালো লাগা মিশু মিলন।

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়।

কক্ষপথে থেকেও মঙ্গল হারাবে লক্ষ্যপথ।


শুভকামনা পুনরায়।

০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৪

মিশু মিলন বলেছেন: ধন্যবাদ প্রিয় দীপংকরদা।


ভাল থাকুন, নিরাপদে থাকুন।

শুভকামনা নিরন্তর............

৫| ১০ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫২

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা । ভাল লেগেছে ।

১১ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:১২

মিশু মিলন বলেছেন: ধন্যবাদ।

ভাল থাকুন। শুভকামনা নিরন্তর.............

৬| ১২ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: জেন রসির কোট করা লাইন গুলো আমারও ভালো লেগেছে।


দারুন।

১৩ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:২৫

মিশু মিলন বলেছেন: অনেক ধন্যবাদ।

নববর্ষের শুভেচ্ছা রইলো।

ভাল থাকুন। শুভকামনা নিরন্তর........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.