নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিশু মিলন

মিশু মিলন

আমি বর্তমানে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগে লিখি। আমার সকল লেখা আমি এই দুটি ব্লগেই সংরক্ষণ করে রাখতে চাই। এই দুটি ব্লগের বাইরে অনলাইন পোর্টাল, লিটল ম্যাগাজিন এবং অন্য দু-একটি ব্লগে কিছু লেখা প্রকাশিত হলেও পরবর্তীতে কিছু কিছু লেখা আমি আবার সম্পাদনা করেছি। ফলে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগের লেখাই আমার চূড়ান্ত সম্পাদিত লেখা। এই দুটি ব্লগের বাইরে অন্যসব লেখা আমি প্রত্যাহার করছি। মিশু মিলন ঢাকা। ৯ এপ্রিল, ২০১৯।

মিশু মিলন › বিস্তারিত পোস্টঃ

ধলেশ্বরীর পুরবৈয়াঁ প্রবাহে

০১ লা জুন, ২০১৫ রাত ১১:৪৯

লাইফ জ্যাকেট গায়ে চড়িয়ে
ভেসে চলেছি তোমার বুকে-একূল থেকে ওকূলে,
তোমার বৈকালিক পুরবৈয়াঁ প্রবাহ আড়মোড়া ভাঙছে
আমার বুকের ওপর-ধলেশ্বরী!
ভাবছ তুমি, আমি সুখেই আছি ভীষণ!
বুকের কাছে সন্তর্পণে কান পাতো স্রোতস্বিনী
শুনতে পাচ্ছো কিছু? আর্তনাদ?
আর্ত হৃদয় আছে আরোহনে ভীষ্মের শরশয্যায়
রক্তপ্রবাহে ভেসে যাচ্ছে উর্বর মনোভূমি
যন্ত্রণা আছে, কাতরতা আছে, তৃষ্ণা আছে
আছে মহাকালের আদিম ক্ষুধা;
নেই কেবল স্বেচ্ছা মৃত্যুর বর!




ধলেশ্বরী, তুমি তো শরীর ধুয়ে দিলে
পথের মিহি ধুলো, মোটা বালির আস্তরণ
অবলীলায় নিজের দেহে প্রলীন ক’রে নিলে;
আবার এই প্রাগ্ গোধূলিতে, তোমার পুরবৈয়াঁ প্রবাহে তুলে
সান্তরের ধ্রুপদ পুরবী-চাইছো আমায় করতে পুলকিত!

ধলেশ্বরী, ওগো প্রবাহিনী,
হৃদয়ে পড়েছে যে বেদনার নীলাভ পুরু পলি,
তা করেছে গ্রাস আমার সমস্ত পুলক-উচ্ছাস!

কেউ হলো না তোমার মতো আপন।
আর কে আছে তোমার মতো সুজন
ধুয়ে দিয়ে বেদনার পুরু পলি
করবে হৃদভূষণ!


৯ আগস্ট, ২০১৪।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৫ দুপুর ১২:২৭

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

০২ রা জুন, ২০১৫ রাত ৯:৪৬

মিশু মিলন বলেছেন: ধন্যবাদ।

ভাল থাকুন। শুভকামনা নিরন্তর......

২| ০২ রা জুন, ২০১৫ দুপুর ১২:৩০

লেখোয়াড়. বলেছেন:
ভাল লাগল।

০২ রা জুন, ২০১৫ রাত ৯:৪৭

মিশু মিলন বলেছেন: ধন্যবাদ।
ভাল থাকবেন সবসময়।
শুভকামনা নিরন্তর.......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.