নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিশু মিলন

মিশু মিলন

আমি বর্তমানে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগে লিখি। আমার সকল লেখা আমি এই দুটি ব্লগেই সংরক্ষণ করে রাখতে চাই। এই দুটি ব্লগের বাইরে অনলাইন পোর্টাল, লিটল ম্যাগাজিন এবং অন্য দু-একটি ব্লগে কিছু লেখা প্রকাশিত হলেও পরবর্তীতে কিছু কিছু লেখা আমি আবার সম্পাদনা করেছি। ফলে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগের লেখাই আমার চূড়ান্ত সম্পাদিত লেখা। এই দুটি ব্লগের বাইরে অন্যসব লেখা আমি প্রত্যাহার করছি। মিশু মিলন ঢাকা। ৯ এপ্রিল, ২০১৯।

মিশু মিলন › বিস্তারিত পোস্টঃ

আননভ্রম

২৮ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪০

বৈঠকখানার সোফায় বসে আছেন চল্লিশ বছরের আলো-বাতাসে বেড়ে ওঠা প্রবাল, বাসায় ফিরে মাত্রই স্নান সেরেছেন, পেটে ক্ষুধা থাকলেও খাবার রুচি নেই, কাল সারারাত ঘুমোননি আর আজ দিন প্রায় শেষ হতে চলল, ক্লান্ত অথচ চোখে ঘুম নেই। মাথার ভেতরটা এখন যেন আঠার দিনের যুদ্ধ শেষের গোধূলিবেলার বিষাদময় কুরুক্ষেত্র প্রান্তর!

তোতা থপথপ করে হেঁটে এসে কাছে দাঁড়ালে ওর মুখের দিকে তাকান প্রবাল, কিছু বলেন না, তাকিয়েই থাকেন। তোতা প্রবালের হাত ধরে বলল, ‘বাবা, মা কাঁদতেছে, চলো মা’র কাছে যাই।’

তোতার বয়স দুই বছর, এখনো ভাল করে কথা শেখেনি। তোতার বাবার সঙ্গে ঝগড়া কিংবা অন্য কোনো কারণে তোতার মা কাঁদলে তোতা ওর বাবার হাত ধরে মায়ের কাছে নিয়ে যায়। প্রবাল তোতার আহ্বানে সাড়া না দিয়ে বসেই থাকেন। তোতা আবারও প্রবালের হাত ধরে টানে আর একই আহ্বান জানায়, তারপর আবারও।

প্রবাল এবার তোতার আহ্বানে সাড়া দিয়ে উঠে দাঁড়ান, তার আঙুল ধরে আগে আগে হাঁটে তোতা, মায়ের ঘরে যায়, মা বিছানায় বসে কাঁদছেন, তোতা প্রবালকে নিয়ে মায়ের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে, ‘বাবা, মা’র মাথায় হাত বুলায়ে আদর করে দাও।’

প্রবাল চুপ কর দাঁড়িয়ে থাকেন, তোতার মায়ের দিকে তাকাতে পারেন না। তোতা মায়ের মাথায় হাত বুলিয়ে বলে, ‘কাঁদে না মা, কাঁদে না।’

তারপর প্রবালের হাত নিয়ে মায়ের মাথায় রেখে বলে, ‘বাবা, মা’র মাথায় হাত বুলায়ে আদর করে দাও।’

প্রবাল তোতার মায়ের মাথায় হাত বুলিয়ে দেন। তোতা মায়ের গালে চুমু খেয়ে প্রবালের উদ্দেশে বলে, ‘বাবা, তুমিও মাকে একতা পাপ্পি দাও।’

প্রবাল তোতার মায়ের দিকে তাকান, জলভরা চোখে তোতার মাও এক মুহূর্তের জন্য তাকান প্রবালের দিকে, তারপর তোতাকে বুকে জড়িয়ে ধরে আর্তনাদ করে কেঁদে ওঠেন। কিংকর্তব্যবিমূঢ় প্রবাল চুপ করে দাঁড়িয়ে থাকেন। হাউ হাউ করে কাঁদতে থাকেন তোতার মা।

তোতার বাবা গতকাল রোড অ্যাকসিডেন্টে মারা গেছেন, দুঃসংবাদ শুনে কালরাতে রওনা করে আজ সকালেই প্রথম এই বাসায় এসেছেন প্রবাল, পারিবারিক মনোমালিন্যের কারণে তোতার জন্মের পর আর এই বাসায় আসা হয়নি। প্রবালের কোলে চড়েই শ্মশানে বাবার অন্তষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা পালন করেছে তোতা। তোতার সদ্য প্রয়াত বাবা শৈবাল, প্রবালের যমজ ভাই, দু-ভাইয়ের প্রায় অভিন্ন আনন।

ঢাকা
জুলাই, ২০২১।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০২১ রাত ১১:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আহা !! অবোধ তোতা !!
তোমার মায়ের কত বড়
ক্ষতি হয়েছে তা কি তুমি
বুঝতে পারবে !!

২৯ শে জুলাই, ২০২১ রাত ৮:১২

মিশু মিলন বলেছেন: ধন্যবাদ।

২| ২৯ শে জুলাই, ২০২১ দুপুর ১:৩৩

রাজীব নুর বলেছেন: ভালো লিখেছেন।

২৯ শে জুলাই, ২০২১ রাত ৮:১২

মিশু মিলন বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.