নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিশু মিলন

মিশু মিলন

আমি বর্তমানে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগে লিখি। আমার সকল লেখা আমি এই দুটি ব্লগেই সংরক্ষণ করে রাখতে চাই। এই দুটি ব্লগের বাইরে অনলাইন পোর্টাল, লিটল ম্যাগাজিন এবং অন্য দু-একটি ব্লগে কিছু লেখা প্রকাশিত হলেও পরবর্তীতে কিছু কিছু লেখা আমি আবার সম্পাদনা করেছি। ফলে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগের লেখাই আমার চূড়ান্ত সম্পাদিত লেখা। এই দুটি ব্লগের বাইরে অন্যসব লেখা আমি প্রত্যাহার করছি। মিশু মিলন ঢাকা। ৯ এপ্রিল, ২০১৯।

মিশু মিলন › বিস্তারিত পোস্টঃ

দুটি কথোপকথন

১৬ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:২৬

মধ্যপন্থী মুসলিম : শুনেছিস, তালেবানরা কাবুলের দখল নিয়েছে, আফগানিস্তানের প্রেসিডেন্ট প্যালেসে ঢুকে পড়েছে।

বন্ধু : হ্যাঁ, খবরে দেখলাম। আফগানিস্তানের জনগণের একটা বড় অংশ তো তালেবান শাসনই চায়।

মধ্যপন্থী মুসলিম : কিন্তু যারা আমাদের মত উদারপন্থী মুসলিম, তাদের তো সর্বনাশ হয়ে গেল। তারা কেউ কেউ গণহত্যার শিকার হবে, আর কেউ কেউ তো আগে থেকেই দেশ ছাড়তে শুরু করেছে। আফগানিস্তানের আজকের এই পরিস্থিতির জন্য দায়ী আমেরিকা এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো। রাশিয়ান কম্যুনিস্টদের তাড়াতে সেই ১৯৮৮ সাল থেকে আমেরিকা তালেবান জঙ্গিদের প্রশিক্ষণ দিতে শুরু করে। ১৯৯৬ সালে রাশিয়ানদের হটিয়ে ক্ষতায় আসে তালেবান, ২০০১ সালে আমেরিকা তালেবানকে উৎখাত করে তাদের পুতুল সরকারকে ক্ষতায় বসায়। আর এখন নিজেদের সৈন্য ফিরিয়ে নিয়ে সাধারণ মানুষকে তালেবানের হাতে ছেড়ে দিয়ে গেল।

বন্ধু : আফগানিস্তানের মানুষ তালিবান জঙ্গি হয় কেন?

মধ্যপন্থী মুসলিম : আমেরিকা অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে জঙ্গি বানায়।

বন্ধু : আমেরিকা ভারতের হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ কিংবা আদিবাসীদের তো মুসলিম জঙ্গিদের মতো উগ্রপন্থী বানাতে পারে না; জাপান, থাইল্যান্ড, ভুটান, মিয়ানমাররের বৌদ্ধদের তো উগ্রপন্থী বানাতে পারে না; আমেরিকা ইহুদী কিংবা কোনো খ্রিষ্টান দেশে তো উগ্রপন্থী বানাতে পারে না; তাহলে কেন শুধু ইরাক, সিরিয়া, আফগানিস্তানের মানুষকে আমেরিকা জঙ্গি বানায়?

মধ্যপন্থী মুসলিম : কী বলতে চাইছিস তুই?

বন্ধু : আমি বুঝতে চাইছি। তারপর ধর, বাংলাদেশে প্রায় দেড় কোটি হিন্দু জনগোষ্ঠী, তারা প্রতিনিয়ত নির্যাতন-নিপীড়নের শিকার হয় সুন্নি মুসলিমদের হাতে, কই আমেরিকা তাদেরকে তো উগ্রপন্থী বানাতে পারে না; অথচ দেখ, মাত্র বার-চৌদ্দ লাখ রোহিঙ্গা, অথচ তাদের মধ্যে অসংখ্য জঙ্গিগোষ্ঠী। কিন্তু কেন?’

মধ্যপন্থী মুসলিম : তুই কি বলতে চাইছিস দোষ ইসলামের?

বন্ধু : আমি বুঝতে চাইছি যে আমেরিকা অস্ত্র দিয়ে-অর্থ দিয়ে শুধু মুসলিমদেরকেই কেন জঙ্গি বানাতে সক্ষম হয়, অমুসলিমদের বেলায় কেন তারা অক্ষম? তাহলে দায় কি শুধু আমেরিকার, না কি অন্য কোথাও সমস্যা আছে?

মধ্যপন্থী মুসলিম : কোথায় সমস্যা আছে?

বন্ধু : সেটাই খুঁজে দেখা জরুরি যে বিষবৃক্ষের বীজটি কোথায় রোপিত আছে?

মধ্যপন্থী মুসলিম : তোর সাথে কথা বলাই আমার ভুল হয়েছে। আসলে তুই তো কাফের, তোর ইসলামফেবিয়া আছে।




দুই

বামপন্থী : তালেবান, আরএসএস-বিজেপি আর হোয়াইট সুপ্রিমেসি একই মুদ্রার এপিঠ-ওপিঠ।

বন্ধু : বড্ড বেশি সরলীকরণ হয়ে গেল না?

বামপন্থী : মোটেই না।

বন্ধু : ইসলামী মৌলবাদ বা জঙ্গিবাদের সঙ্গে কি বিশ্বের আর কোনো মৌলবাদের তুলনা চলে?

বামপন্থী : কেন চলবে না?

বন্ধু : চাপাতি আর বাবলার কাঁটা কি এক?

বামপন্থী : তা কি কখনো এক হয়?

বন্ধু : তাহলে তালেবান, আরএসএস-বিজেপি আর হোয়াইট সুপ্রিমেসি বা শেতাঙ্গ আধিপত্যবাদও এক নয়।

বামপন্থী : কেন এক নয়?

বন্ধু : ভারতে কেন্দ্রে আরএসএস এর মদদপুষ্ট বিজেপি ক্ষমতায়, ষোলটি রাজ্যেও ক্ষমতায় বিজেপি। আরএসএস-বিজেপি কি মানুষকে ঋষিদের মতো দাড়ি-গোঁফ রাখতে বা গেরুয়া পোশাক পরতে বাধ্য করেছে? কোনো খেলা নিষিদ্ধ করেছে? গান গাইতে, নাটক করতে, সিনেমা বানাতে সমস্যা হচ্ছে? তারা কি কোনো অভিনয় শিল্পীকে হত্যা করছে? ভাস্কর্য ভাঙছে? স্বল্প বসনে দীপিকা পাডুকোন কিংবা ক্যাটরিনা কাইফকে নাচতে বারণ করেছে? নাসিরউদ্দীন শাহ কিংবা আমির খানকে কি দেশত্যাগ করতে হচ্ছে? ভারতে কংগ্রেস-সিপিএম কিংবা অন্যান্য বিরোধী দল কি রাজনীতি করছে না? আরএসএস-বিজেপি’র ভয়ে কি বিরোধী দলের নেতাদের দেশ ছেড়ে পালাতে হচ্ছে? তারা কি নারীদের শিক্ষা বন্ধ করে গৃহবন্দী করছে? শিক্ষা প্রতিষ্ঠানে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে? আরএসএস-বিজেপি কি সারাবিশ্বের মানুষকে জোর করে হিন্দু বানাতে চায়, সারা বিশ্বে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায়? তারা কি বিভিন্ন দেশে মানুষ হত্যা করছে? ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ছিল, তখন কি শেতাঙ্গরা অশেতাঙ্গদের আমেরিকা থেকে বের করে দিয়েছে? গণহত্যা চালিয়েছে?

বামপন্থী : তা চালায়নি।

বন্ধু : তালেবান ক্ষমতা দখল করায় আফগানিস্তানের সাধারণ মানুষ প্রাণের ভয়ে পালাচ্ছে, বিমানবন্দরে ভিড় করছে, ঢাকার পাবলিক বাসে উঠার মতো বিমানে উঠছে। বাসের হ্যান্ডেল ধরে ঝোলার মতো বিমানে ঝুলছে, উড়ন্ত বিমান থেকে পড়ে কয়েকজন মারাও গেছে। ভারতে কি তেমনটা হয়েছে?

বামপন্থী : তা হয়নি।

বন্ধু : তাহলে তালেবান এবং বিজেপি-আরএসএস কিংবা শেতাঙ্গ আধিপত্যবাদ একই মুদ্রার এপিঠ-ওপিঠ হয় কি করে? তালেবানের সমালোচনা করতে গেলে ধর্মনিরপেক্ষতা প্রমাণের জন্য অপ্রাসঙ্গিকভাবে বিজেপি-আরএসএস বা শেতাঙ্গ আধিপত্যবাদকে টেনে আনতে হবে, আর এই টেনে আনার মধ্যে যে এক ধরনের স্মার্টনেস বা ইনটেলেকচুয়াল ব্যাপার আছে অনেকে তা মনে করলেও বিষয়টি আসলে তা নয়। বরং এর মাধ্যমে কোনো আদর্শের প্রতি দূর্বলতা এবং চিন্তার অন্তসারশূন্যতা ফুটে ওঠে।

বামপন্থী : তুই সাম্রাজ্যবাদীদের ভাষায় কথা বলছিস!

বন্ধু : আমি মানুষের ভাষায় কথা বলছি। চাপাতিকে চাপাতি, বাবলার কাঁটাকে বাবলার কাঁটা বলছি।

বামপন্থী : আসলে তুই সাম্রাজ্যবাদী আমেরিকা আর বিজেপি-আরএসএস এর দালাল।



মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩০

চাঁদগাজী বলেছেন:



ইডিওটিক পোষ্ট।

১৬ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৫৯

মিশু মিলন বলেছেন: ছাগলদের পক্ষে এই পোস্ট হজম করা মুশকিল। আমার পোস্টে পাকি ছাগল না ঢোকাই শ্রেয়।

২| ১৬ ই আগস্ট, ২০২১ রাত ১০:২৭

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



ইসলামই কেন সমস্যা? তার উত্তর স্যামুয়েল পি.হান্টিংটনের দ্য ক্ল্যাশ অব সিভিলাইজেশনস অ্যান্ড দ্য রিমেকিং অব ওয়ার্ল্ড অর্ডার এ পাওয়া যাবে। কারন অন্যরা যত সহজে পশ্চিমা জায়নবাদী মতবাদ খেয়েছে, মুসলিমরা তা খাচ্ছে না। তাই বিশ্বব্যপি ইসলামকে ভয়ংকার করে তুলে ধরতে হচ্ছে। শুধু এই শতাব্দিতেই সন্তাসবাদ দূর করার নামে ইরাক আফগানে লক্ষ লক্ষ মানুষ হত্যা করলো, মজার বিষয় হচ্ছে, আম্রিকা যাদের সন্ত্রাসী আখ্যা দিয়েছে তারাও এতো মানুষ খুন করেনি। আরো মজার বিষয় হচ্ছে, এই বদমাশ আমেরিকা ইরাকে লাখ লাখ মানুষ মেরে এখন বলছে ইরাক হামলা না করলেও হতো! এটা একটু দেখুন

৩| ১৭ ই আগস্ট, ২০২১ রাত ১২:২৯

রাজীব বলেছেন: ত্রিপুরায় কতগুলো ভাস্কর্য ভাঙা হয়েছে খবর নিন।
শুধুমাত্র গরু খাওয়ার জন্য কত মানুষ হত্যা করা হয়েছে?
গোহত্যার জন্য ৮ বছরের শাস্তির আইন কোথায় আছে?

৪| ১৭ ই আগস্ট, ২০২১ ভোর ৬:১৯

সাসুম বলেছেন: তালেবান টেরোরিস্ট এর সাথে মিল না দেখানোর জন্য আর এস এস আর বিজেপিকে যেভাবে ধোয়া তুলসি পাতা বানানো হল- এটা দেখে গোয়েবলস মাহমদ ও লজ্জা পাবে।

বিজেপি তালেবানের আরেক রুপ নয় কিন্তু বিজেপি কোন অংশেই কম হিংস্র ও কম জংগি নয়।

এক্টার লগে আরেকটা রে মিলাইয়া কি কুতসিত এনালজি !

বাই দা রাস্তাঃ পোস্টের ১ম অংশে প্লাস/ ২য় অংশে ইয়াক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.