নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিশু মিলন

মিশু মিলন

আমি বর্তমানে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগে লিখি। আমার সকল লেখা আমি এই দুটি ব্লগেই সংরক্ষণ করে রাখতে চাই। এই দুটি ব্লগের বাইরে অনলাইন পোর্টাল, লিটল ম্যাগাজিন এবং অন্য দু-একটি ব্লগে কিছু লেখা প্রকাশিত হলেও পরবর্তীতে কিছু কিছু লেখা আমি আবার সম্পাদনা করেছি। ফলে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগের লেখাই আমার চূড়ান্ত সম্পাদিত লেখা। এই দুটি ব্লগের বাইরে অন্যসব লেখা আমি প্রত্যাহার করছি। মিশু মিলন ঢাকা। ৯ এপ্রিল, ২০১৯।

মিশু মিলন › বিস্তারিত পোস্টঃ

কলকাতায় প্রকাশিত হয়েছে আমার উপন্যাস- নাগরী

১১ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:১১



‘নাগরী’ উপন্যাসের আখ্যান মৌলিক নয়, পৌরাণিক ঋষ্যশৃঙ্গ’র আখ্যান অবলম্বনে রচিত। মৌলিক আখ্যানকে ভিত্তি করে রচিত হলেও আখ্যান বিন্যাসে এসেছে বিস্তর পরিবর্তন। ‘নাগরী’র মধ্যে মূল আখ্যানের প্রচলিত ধর্মীয় ও অলৌকিক ঘটনা বা বিশ্বাস না খুঁজে এটিকে একটি বাস্তবধর্মী উপন্যাস হিসেবে পড়াই যুক্তি সঙ্গত, কেননা বর্তমানের এই বিজ্ঞানের যুগে বসে যদি একই আবর্তে থেকে সে-কালের অলৌকিক ঘটনা বা বিশ্বাসে আস্থা রাখি বা অবাস্তবতাকে মেনে নিই, তবে আর এই পুরোনো আখ্যান নতুন করে লেখার কোনো অর্থ হয় না। বাস্তবের পথে হেঁটে লেখক-স্বাধীনতা নিয়ে উপন্যাসের আখ্যান বিন্যাস করা হয়েছে অলৌকিকতা বর্জন করে। সঙ্গত কারণেই আখ্যানের পরিণতিও হয়েছে ভিন্নভাবে।
তবে মূল আখ্যানের ভেতরে তৎকালীন সমাজ-সভ্যতার যে গুপ্ত ঐতিহাসিক সত্য আছে; তা খুঁড়ে কিছুটা বিস্তৃত রূপ দিতে গিয়ে প্রাচীন ভারতের মানুষের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, মূল্যবোধ ইত্যাদি তুলে ধরতে হয়েছে। আর তা করতে গিয়ে মূল আখ্যানের নির্দিষ্ট চরিত্রের বাইরেও অনেক কাল্পনিক চরিত্র সৃষ্টি করতে হয়েছে এবং চরিত্রগুলোকে রক্ত-মাংসে গড়েপ্রাণ প্রতিষ্ঠার পর তৎকালীন সমাজ-সভ্যতায় লালন করে মূল চরিত্রগুলোর সঙ্গে একই সুতোয় গাঁথতে হয়েছে।

মিশু মিলন
রচনাকাল: ২০১৬ সাল।


প্রকাশক: সুপ্রকাশ প্রকাশনা (কলেজ স্ট্রীট, কলকাতা)
প্রচ্ছদ শিল্পী: সৌজন্য চক্রবর্তী

সুপ্রকাশের ফেসবুক লিংক-
সুপ্রকাশ প্রকাশনা

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:২০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: শুভকামনা।

১১ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:২৯

মিশু মিলন বলেছেন: ধন্যবাদ।

২| ১১ ই জানুয়ারি, ২০২২ রাত ২:১০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: পাঠক মহলে ব্যাপক আলোরণ সৃষ্টি করুক। পূর্ণ সফলতা কামনা করি। শুভকামনা জানবেন।

১২ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৩৫

মিশু মিলন বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৩| ১১ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:০১

অপু তানভীর বলেছেন: বই প্রকাশ সব সময়ই দারুন একটা ব্যাপার ! বইয়ের জন্য শুভ কামনা রইলো !

বই টি এদেশ থেকে কেনার উপায় কি?

১২ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৩৭

মিশু মিলন বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

এখানে পাওয়া যাবে-
পেন্ডুলাম
৪১ কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স
কাঁটাবন, ঢাকা।
ফোন: ০১৭৯০- ১৩৬১৮১

৪| ১১ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ কামনা

১২ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৩৮

মিশু মিলন বলেছেন: ধন্যবাদ।

৫| ১১ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:২৯

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: শুভ কামনা রইলো

১২ ই জানুয়ারি, ২০২২ সকাল ১১:৩৮

মিশু মিলন বলেছেন: ধন্যবাদ।

৬| ১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:২২

রাজীব নুর বলেছেন: খুবই আনন্দের সংবাদ। গ্রেট।

১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ১২:৪৩

মিশু মিলন বলেছেন: অনেক ধন্যবাদ, সবসময় পাশে থেকে উৎসাহ দেবার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.