নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিশু মিলন

মিশু মিলন

আমি বর্তমানে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগে লিখি। আমার সকল লেখা আমি এই দুটি ব্লগেই সংরক্ষণ করে রাখতে চাই। এই দুটি ব্লগের বাইরে অনলাইন পোর্টাল, লিটল ম্যাগাজিন এবং অন্য দু-একটি ব্লগে কিছু লেখা প্রকাশিত হলেও পরবর্তীতে কিছু কিছু লেখা আমি আবার সম্পাদনা করেছি। ফলে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগের লেখাই আমার চূড়ান্ত সম্পাদিত লেখা। এই দুটি ব্লগের বাইরে অন্যসব লেখা আমি প্রত্যাহার করছি। মিশু মিলন ঢাকা। ৯ এপ্রিল, ২০১৯।

মিশু মিলন › বিস্তারিত পোস্টঃ

আদি ও অকৃত্রিম স্বাদ চুম্বনের

১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৩:০০

যেন বহু শতাব্দী একে অন্যের হাতের উষ্ণতা
আর শরীরের ঘ্রাণ নিতে নিতে পথ চলেছি দুজন,
কুরুক্ষেত্রে তুমি ছিলে কুরু সৈন্যদের মনোরঞ্জনে নিয়োজিত নৃত্যশিল্পী
আর আমি অন্ধ মৃদঙ্গবাদক।

কলিঙ্গযুদ্ধে সম্রাট অশোকের ক্রুরতায় ব্যথিত হয়ে
পরিব্রাজকের বেশে আমরা পথে পথে কাটিয়েছি শতাব্দীর পর শতাব্দী।
আমাদের উচ্চাভিলাসহীন জীবন আর ভালোবাসা
কাহ্নুপাদকেও বাসনাশূন্য করেছিল-
‘সুন বাহ তথতা পহারী
মোহভাণ্ডার লই সঅলা অহারী।’

রক্তলোলুপ পাষণ্ড সুলতান মামুদ, বখতিয়ার খিলজি আর আওরঙ্গজেবের নৃশংসতায়
বহুকাল আমরা পালিয়ে বেরিয়েছি পাহাড়ে-অরণ্যে
তবু শেষ রক্ষা হয়নি-
আমার তৃষ্ণার জল তোমার হয়েছে পানি।

আমাদের পথচলা কিন্তু কখনোই থেমে থাকেনি
জল আর পানি পান করতে করতে এসে পৌঁছেছি
ধু ধু মাঠের মাঝের নদীর পাড়ে-
মহানগরের বাইরের ভাগাড় থেকে ময়লা খেয়ে এসে
যেখানে শকুনেরা বিশ্রাম নেয়, খুনসুটি করে।

পাশাপাশি বসে, হাতে হাত রেখে
আমরা তাকিয়ে থাকি দূরের মহানগরের দিকে
যে মহানগরের স্বপ্নবাজ-উচ্চাভিলাসী মানুষের
লোভের বলি এই মাঠ ও নদী!

জল ও মাটিতে ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, প্লাস্টিক কণা ও সীসা
আমাদের খাদ্যশস্যে বিষ ও ভেজাল, মাতৃদুগ্ধেও
একমাত্র বিশুদ্ধ আমাদের চুম্বন!
বহুকাল আগে পাঞ্চালে, শ্রাবস্তীতে, কুরুক্ষেত্রে, কলিঙ্গে যেমন ছিল
এখন এই বাংলাদেশেও তেমনই আদি ও অকৃত্রিম স্বাদ চুম্বনের!

পৃথিবীতে চুম্বনের স্বাদ ব্যতিত মানুষ আর কোনো কিছুই নির্ভেজাল রাখেনি!
তাই সারাটা গোধূলিকাল ও সন্ধ্যা আমরা চুম্বনে ডুবে থাকি,
চুলোয় যাক বিষয়বাসনা, কর্মমুখর জগত সংসার
আমরা অমৃত চুম্বনে কাটিয়ে দিতে চাই আরও কয়েক সপ্তর্ষিকাল।

জল, মাটি ও মাতৃদুগ্ধ দূষণের চেয়ে চুম্বন নিশ্চয় অপরাধ নয়!



ঢাকা।
০৭.০২.২০২৩


কাহ্নুপাদের লেখা চর্যাপদের দুই লাইনের ভাষান্তর করেছেন অতীন্দ্র মজুমদার।

‘সুন বাহ তথতা পহারী
মোহভাণ্ডার লই সঅলা অহারী।’

আধুনিক বাংলায় রূপান্তর:
শূন্য আমার বাসস্থান (বা বাসনাগার) তথতা (খড়গের) প্রহারে, মোহের ভাণ্ডার সব নিয়ে আহার করা হলো (নষ্ট করা হলো)।

রূপকার্থ: কবির যাবতীয় বাসনা তথতা বা নির্বাণরূপ খড়গের আঘাতে নির্মূল, তাঁর মোহের নিঃশেষিত।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৮

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৭

মিশু মিলন বলেছেন: অনেক ধন্যবাদ। এবার বইমেলায় আপনার সঙ্গে একদিন দেখা হলে ভালো লাগতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.