নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিশু মিলন

মিশু মিলন

আমি বর্তমানে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগে লিখি। আমার সকল লেখা আমি এই দুটি ব্লগেই সংরক্ষণ করে রাখতে চাই। এই দুটি ব্লগের বাইরে অনলাইন পোর্টাল, লিটল ম্যাগাজিন এবং অন্য দু-একটি ব্লগে কিছু লেখা প্রকাশিত হলেও পরবর্তীতে কিছু কিছু লেখা আমি আবার সম্পাদনা করেছি। ফলে ইস্টিশন এবং সামহোয়্যার ইন ব্লগের লেখাই আমার চূড়ান্ত সম্পাদিত লেখা। এই দুটি ব্লগের বাইরে অন্যসব লেখা আমি প্রত্যাহার করছি। মিশু মিলন ঢাকা। ৯ এপ্রিল, ২০১৯।

মিশু মিলন › বিস্তারিত পোস্টঃ

বইমেলায় প্রকাশিত হয়েছে আমার উপন্যাস \'গোধূলিবাড়ি\'

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:৩২



এই আখ্যানের কথক একজন অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক, যিনি দীর্ঘ-অসুখী দাম্পত্যজীবন যাপন করেছেন। অর্থ-সম্পদ-স্ত্রী-সন্তান থাকার পরও প্রায় সারাটা জীবন তিনি ছিলেন নিঃসঙ্গ, বাঁচার জন্য তিনি নিজের ভেতরে এক আপনভুবন তৈরি করে নিয়েছিলেন। সুখের বসন্তের দেখা তিনি পেয়েছিলেন, কিন্তু সামরিক স্বৈরশাসকের অপশাসনের ঝড় তার জীবনে সেই বসন্ত স্থায়ী হতে দেয়নি। তারপর আবারও সেই আপনভুবনে ফেরা। শেষ বয়সে জীবনের কঠিন-জটিল বাস্তবতা মেনে নিয়ে চেনা আঙিনা ছেড়ে চলে যান বৃদ্ধাশ্রম- 'গোধূলিবাড়ি' তে।

গোধূলিবাড়িতে তিনি এমন এক জীবনের দেখা পান, এমন এক সুখের নীড় খুঁজে পান যে তার আরও দীর্ঘদিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা বেড়ে যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের 'কবি' উপন্যাসের নিতাইচরণের মতোই তিনি অনুভব করেন- 'হায়, জীবন এত ছোট কেনে?'

এই সুখের নীড় কি স্থায়ী হয় তার জীবনে?

উপন্যাসের কথকের প্রজন্ম শ্রম দিয়ে নিন্ম আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করে বাংলাদেশের ভিত গড়ে দিয়েছেন। কিন্তু রাষ্ট্র কি তাদের প্রতি সঠিক দায়িত্ব পালন করছে? ইউএনডিপি'র প্রতিবেদন অনুযায়ী- ২০৫০ সালে বাংলাদেশের মোট জনসংখ্যার ২২ শতাংশ হবে ষাটোর্ধ বৃদ্ধ। আজকের তরুণরা শরীর নিঙড়ে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ থেকে উচ্চ আয়ের দেশে রূপান্তরিত করবে। রাষ্ট্র কি আজকের তরুণদের শেষ জীবনের খাদ্য ও বাসস্থানের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, মানসিক স্বাস্থ্যসেবা নিয়ে ভাবছে? আছে কোনো পরিকল্পনা?


প্রকাশক: আনন্দম
স্টল নং : ৪৮২

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:০৭

হাসান মাহবুব বলেছেন: লিস্টে রাখলাম।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:১১

মিশু মিলন বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ২:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



শুভ কামনা রইলো।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৯

মিশু মিলন বলেছেন: অনেক ধন্যবাদ।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৩৩

এম ডি মুসা বলেছেন: শুভ কামনা, সবাই কিনুক। আপনার জন্য ফ্রী দোয়া।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:২৭

মিশু মিলন বলেছেন: ধন্যবাদ।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:৩৪

এম ডি মুসা বলেছেন: দাম কমিয়ে দিয়েন তাই বেশি বিক্রি হবে...৩৫% থেকে ৪৫-৪৫% ছাড় দেন

২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৩৪

মিশু মিলন বলেছেন: ভাই, এটা তো আমার হাতে না, প্রকাশকের হাতে। প্রকাশক বিনিয়োগ করেছেন, তিনি নিশ্চয় উৎপাদনের খরচ মাথায় রেখেই দাম নির্ধারণ করেছেন। বই ছাপানোর উপাদানের মূল্যবৃদ্ধির কারণে সব ধরনের বইয়ের দামই কিছুটা বেড়েছে।

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:১৯

রাজীব নুর বলেছেন: শুভ কামনা সব সময়।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:০৪

মিশু মিলন বলেছেন: অনেক ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.