নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার উপরে মানুষ সত্য

তাহার উপরে নাই

মিসকল মফিজ

ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো।

মিসকল মফিজ › বিস্তারিত পোস্টঃ

সহিংসতার মুখে তসলিমা নাসরিন

২৩ শে নভেম্বর, ২০০৭ দুপুর ২:৩১

বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনকে শুক্রবার সকালে নয়াদিল্লির একটি গোপন জায়গায় নিয়ে গেছে ভারত সরকার। এর আগে ভারত থেকে তসলিমাকে বহিষ্কারের দাবিতে কলকাতায় সহিংস বিক্ষোভ হওয়ায় বৃহস্পতিবার রাতে তাকে জয়পুরে নিয়ে যাওয়া হয়।



রাজস্থানের কর্মকর্তারা জানিয়েছেন, রাজ্য সরকারের অনুমতি না থাকায় তসলিমাকে জয়পুর থেকে সরিয়ে নেওয়া হয়েছে।



রাজস্থান সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, তসলিমা ব্যক্তিগত সফরে জয়পুরে এসেছিল। এ ব্যাপারে তারা আগে থেকে কিছু জানতেন না।



রাজস্থানের নিরাপত্তা বিভাগের ইন্সপেক্টর জেনারেল মেঘচাঁদ মীনা বলেন, "পশ্চিমবঙ্গ পুলিশের অনুরোধে রাজস্থান কর্তৃপক্ষ তসলিমাকে 'ওয়াই গ্রেড' নিরাপত্তা দিয়েছে।"



জয়পুরে তসলিমা 'হোটেল শিখায়' অবস্থান করেছিলেন বলে জানিয়েছে রাজস্থান কর্তৃপক্ষ। তার অবস্থানের সময় পুলিশ হোটেলের প্রবেশদ্বারে পাহারা বসায় এবং হোটেলের চারপাশে নিরাপত্তাবলয় তৈরি করে। ওই এলাকার সড়কেও যানচলাচল নিয়ন্ত্রণ করা হয়।



ভারত থেকে তসলিমার প্রস্থানের দাবিতে কলকাতার বিক্ষোভের দৃশ্য টেলিভিশনগুলোয় প্রচারিত হওয়ায় পশ্চিমবঙ্গ রাজ্যসরকার বেকায়দায় পড়ে যায়।



বিক্ষোভ সামাল দিতে পশ্চিবঙ্গ সরকার কোনো ঝুঁকি না নিয়ে গোপনে তসলিমাকে রাজস্থানের জয়পুরে পাঠিয়ে দেয়। বিষয়টি এতটাই গোপন ছিল যে, তসলিমার বিমান জয়পুরে নামার পর তার আগমন খবর রাজস্থানের পুলিশকে জানানো হয়।



এবছরের মার্চে উত্তর প্রদেশের একটি উগ্রপন্থী মুসলিম দল তসলিমাকে হত্যার জন্য পুরস্কার ঘোষণা করে। আগস্টে হাযদ্রাবাদে তার ওপর আক্রমণ হয়।



'ইসলাম বিদ্বেষী' লেখালেখিরর অভিযোগে বিতর্কিত তসলিমাকে নির্বাসিত জীবন কাটাতে হচ্ছে।





লেখা সূত্রঃ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম

মন্তব্য ৬১ টি রেটিং +৭/-৬

মন্তব্য (৬১) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:১১

সিহাব চৌধুরী বলেছেন: শালী ইন্ডিয়ার দালাল , পারভার্ট । লেখাকে ৫ ।

২| ২৩ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:১৮

রোকন বলেছেন: আপনার শালী ইন্ডিয়ার দালাল?

৩| ২৩ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:২৪

রোকন বলেছেন: চুদরীর মত ছাগলের জন্যই তসলিমাদেরকে রূঢ়সত্য বলতে হয়।

৪| ২৩ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:২৬

সিহাব চৌধুরী বলেছেন: আমার শালী, আপনার বোন ইন্ডিয়ার দালাল , পারভার্ট । @ রোকন ।

৫| ২৩ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:২৮

রোকন বলেছেন: তসলিমা ইন্ডিয়ার দালাল কিভাবে হলো? ইন্ডিয়ার দালাল হলে ইন্ডিয়ার তথাকথিত মুসলমানরা তার বিরুদ্ধে বিক্ষোভ করে কেন? নাকি মুসলমানেরা ইন্ডিয়া বিরোধী?

৬| ২৩ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৩০

সিহাব চৌধুরী বলেছেন: কুনটা সত্য ? রাস্তায় দাড়াইয়া মুতা ? হয়ে ১০ বেডার লগে (মানসিক টান ছাড়া) হুয়া ? আপনার বোন ভাইচোদ, আর আপনে বইনচোদ । শালা তোর ছাগলের মাথায় টিকটিকির মগজ ।

৭| ২৩ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৩২

রোকন বলেছেন: আচ্চা টিকাছে, আমার মাতায় ছাগোলের মগজ। এহন কও, তসলিমা ইন্ডিয়ার দালাল হইলে ইন্ডিয়ান মৌলবাদিরা তার বিরুদ্ধে বিক্ষোভ করে কেন?

৮| ২৩ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৩৩

সিহাব চৌধুরী বলেছেন: রোকন বলেছেন :
২০০৭-১১-২৩ ১৫:২৮:৪৯
তসলিমা ইন্ডিয়ার দালাল কিভাবে হলো ?
...................................................
ওই শালী, ইন্ডিয়ার ছাগু গবমেন্টের দালাল । ওই দেশের মানুষের না ।

৯| ২৩ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৩৫

রোকন বলেছেন: তাইলে কি দাড়াইলো? ইন্ডিয়ান গবমেন ইন্ডিয়ান মানুষের শত্রু?

১০| ২৩ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৩৭

সিহাব চৌধুরী বলেছেন: রোকন বলেছেন :
২০০৭-১১-২৩ ১৫:৩২:৩১
আচ্চা টিকাছে, আমার মাতায় ছাগোলের মগজ।
...................................................
আপনার মাতায় ছাগোলের মগজ বলি নাই , বলছি আপনার ছাগলের মাথায় টিকটিকির মগজ ।
কারে কি বলি, টিকটিকির বুদ্ধিমত্তা কি এ কাথাটা বোঝার মত ?

১১| ২৩ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৩৮

নাজিরুল হক বলেছেন: কমেন্ট করতে আইছিলাম, পারলাম না।

১২| ২৩ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৩৯

রোকন বলেছেন: কতা ঘুরাইও না, যাও আমার মাতায় টিকিটিকিও না পিঁপড়ার মগজ, মগজ না তাকলেও অসুবিদা নাই। অহন কও, ইন্ডিয়ান গবমেন ইন্ডিয়ান মানুষের শত্রু?

১৩| ২৩ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৪১

সিহাব চৌধুরী বলেছেন: রোকন বলেছেন :
২০০৭-১১-২৩ ১৫:৩৫:২৭
তাইলে কি দাড়াইলো? ইন্ডিয়ান গবমেন ইন্ডিয়ান মানুষের শত্রু।
......................................................
ও রে টিকটিকি ! বন্দু না এইটা শিওর । শত্রু না, কারন ১০০ কোটির ঠেলা আসে না ? এরা পাবলিক ভাইজ্যা খায় । মাঝে মাঝে ভাজতে গিয়া এপীঠ ওপীঠ উল্টায় , তকন দিফিকাল্টি হইলে সাধারন মানুষের বিরুদ্দে কারপিউ নাবায় ।

১৪| ২৩ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৪

রোকন বলেছেন: তাইলে তসলিমা ইন্ডিয়ান মানুষের বিরুদ্ধে দালালি কর্চে? তাতে আপনের সমস্যা কোতায়?

১৫| ২৩ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৯

সিহাব চৌধুরী বলেছেন: আমি পৃথিবীরই মানুষ । কসমোপলিটন । মানবতার শত্রু আমার ও শত্রু । তোর মত ছাগু রূপী টিকটিকি এইটা বুজবনা । ঘরে গিয়া আমার শালী, তোর বইন লাগা ।

১৬| ২৩ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৫৩

রোকন বলেছেন: মানবতার শত্রু কেমনে হইলো?

১৭| ২৩ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৫৫

মনিটর বলেছেন: িসহাব চৌধুরীর প্রোফাইলে লেখা:
"পড়াশোনার পাট্‌ আপাতত স্থগিত । বি এস সি পাস করেছি , ক্‌ম্পিউটার প্রকৌশল , আই ইউ টি - গাজীপুর থেকে, কিছুদিন হল। এখন একটি বেসরকারী ইউনিভার্সিটি তে প্রভাষক । আর নিজের ভেতরে ভাষন শুনি - এক নি্‌র্বাসিত কবির । য্‌ন্ত্রের ভট্‌ভট্‌ গাম্ভী্‌র্য - যু্‌ক্তির , বু্‌দ্ধির সাধনা একদিকে আর অন্য দিকে বৃ্‌ষ্টিভেজা স্নি্‌গ্ধার গ্‌ন্ধ - অন্ধকার , বোধির ভার । অপ্রকাশের বেদনা অসহ্য !! তাই আশ্রয় নিই খাতার উপর "
=======^=======
একজন প্রভাষকের একোন ভাষা????

১৮| ২৩ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৫৬

সিহাব চৌধুরী বলেছেন: মাইন্সের শত্রু( বিরদ্দে দালালী কর্চে) না ?

১৯| ২৩ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৫৮

সিহাব চৌধুরী বলেছেন: চন্ডালের সাথে চন্ডালী না করলে চন্ডাল রে মানুষ বানামু ক্যমতে ? আফটার অল, মানুষ গড়ার কারিগড় ।

২০| ২৩ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৫৯

রোকন বলেছেন: দালালি করেছে, এটার প্রমাণ কি?

২১| ২৩ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৫৯

সিহাব চৌধুরী বলেছেন: চন্ডালের সাথে চন্ডালী না করলে চন্ডাল রে মানুষ বানামু ক্যমতে ? আফটার অল, মানুষ গড়ার কারিগড় । @ মনিটর ।

২২| ২৩ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৪:০১

মনিটর বলেছেন: ওকে, জনাব 'কারিগড়'।

২৩| ২৩ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৪:০১

সিহাব চৌধুরী বলেছেন: একাত্তরে তোর বাপগুলা(রাজাকার গুলা) মানুষ মারচিল, এইটার কুনু প্রমান আচে ?

২৪| ২৩ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৪:০৪

রোকন বলেছেন: তার মানে কোন প্রমাণ ছাড়াই বলছেন যে, তসলিমা ইন্ডিয়ার মানুষের বিরুদ্ধে দালালি করছে?

২৫| ২৩ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৪:১৩

সিহাব চৌধুরী বলেছেন: হুম। যেমন প্রমাণ ছাড়া বলি তোর বাপগুলা(রাজাকার গুলা) মানুষ মার্চিল।

২৬| ২৩ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৪:১৭

রোকন বলেছেন: একজন লেখিকাকে বিনা প্রমাণে মানুষের বিরুদ্ধে দালাল বানিয়ে দেওয়াটা কি খুব উচিত কাজ হলো?

২৭| ২৩ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৪:২২

সিহাব চৌধুরী বলেছেন: হুম হল । যেমন ধার্মিক(বক) জামাতিদের রাজাকার, যুদ্ধপরাধী কোন প্রমান ছাড়া ইয়া বলি ।
আর লেখিকা? তসলিমা লিখে বলেই রসময় গুপ্ত কম লিখে ।

২৮| ২৩ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৪:২৪

রোকন বলেছেন: তার মানে বিনা প্রমাণে অন্য একজন মানুষকে পারভার্ট, শালী, ইন্ডিয়ার দালাল বলা - এগুলো উন্নত মস্তিষ্কের পরিচায়ক? এভাবে কাউকে ব্যক্তি আক্রমণ করা কতোটা যুক্তিসঙ্গত?

২৯| ২৩ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৫

সিহাব চৌধুরী বলেছেন: কেন প্রমাণ ছাড়া বলছি, এইটা একবার বলছি । না বুঝলে আমার কমেন্ট গুলা "ফর লুপের" ভিত্রে ফালাইয়া পড়তে থাক । একসম না একসম বুঝতে পারবি (রেফারেন্স - নিম্ন মাধ্যমিকের যেকোন বাংলা গ্রামার বইয়ের "অধ্যবসায়" রচনা )।

৩০| ২৩ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৩৭

রোকন বলেছেন: তার মানে আপনি প্রমাণ ছাড়া যে কাউকে ইচ্ছা গালি দিতে পারবেন এবং সেটাই আপনার উন্নত মস্তিষ্কের মানদন্ড?

৩১| ২৩ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৪২

সিহাব চৌধুরী বলেছেন: ওরে ঢেকীর পো, যে কাউরে দেইনা । তোরে কি বলছি তুই ইন্ডিয়ার দালাল ? পশ্চিমের (যারা তসলিমার হাজার ভাতারের এক ভাতার)পাচাটা ইন্ডিয়ান গপমেন্টের দালাল তসলিমারে দেই ।

৩২| ২৩ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৫

তীরন্দাজ বলেছেন: মিসকল! আমি আপনার কাছে এই নোংরা ভাষাবিদ তথাকথিত প্রভাষককে ঘাড় ধরে বের করে দেয়ার দাবী জানাচ্ছি!

৩৩| ২৩ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৫২

রোকন বলেছেন: আচ্ছা, তসলিমা যে দালাল তার কোনো প্রমাণ তো আপনি দিলেন না। তার মানে আপনার ইচ্ছামত যাকে ইচ্ছা তাকে দালাল বললে সেটা বৈধ এবং তা আপনার উন্নত মস্তিষ্কের অবদান?

৩৪| ২৩ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৫২

দ্বিতীয়নাম বলেছেন: মিসকল! আমি আপনার কাছে এই নোংরা ভাষাবিদ তথাকথিত চোথামারা প্রভাষককে ঘাড় ধরে বের করে দেয়ার দাবী জানাচ্ছি!

৩৫| ২৩ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৫২

দৈনিক সংগ্রাম বলেছেন: িসহাব চৌধুরী প্রভাষক নকি,আল্লাহ্ জানে কি শিখায় ওর ছাত্রদের?

৩৬| ২৩ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৫

সিহাব চৌধুরী বলেছেন: ভাইজান, তীরন্দাজ । ভালো আছেন ? আজ বিকেলের ক্যামন যেন শীতল গোমট । এমন দিনে নোংরামী করতে ও ইচ্ছে করে মাঝে মধ্যে , যদি, যার সাথে কথা বলছি তার নাম যদি হয় "রোকন" । জেনারেলের পোষ্টে করা রোকনের কয়েকটি ম ন্তব্য নিম্নরূপ ঃ

...................................................

রোকন বলেছেন :
২০০৭-১১-১৮ ০৪:৩৭:১৪
পুলাপাইন অযথাই খেপতেসো। মাথামোটা ঐ গংয়ের কেউ না। মাথামোটা তোমাদেরই কেউ, তোমরাই একজন আরেকজনের উপ্‌রে গালি ঝাড়তেসো দেইখা মজা পাইতেসি।

তবে তোমাদের গালির হাল দেইখা খুব কষ্ট পাইলাম। বাংলায় এত ভাল ভাল গালি থাকতে আংরেজি চুদাইতে গেলা, তাও আবার fuck আর ass ছাড়া আর কিছু নাই। বুয়েটকি এখন উর্দু মিডিয়ামে পড়ায়? আর তোমগো আম্মায় কি তোমগো দিয়া খালি তার ass এ fuck করায়? দুনিয়াডা অনেক বড় বাচ্চুরা, পলাশীর মোড় থাইকা নীলক্ষেত মোড় পর্যন্ত চক্কর মারলেই আরো উন্নতমানের গালি শিখতে পারবা।

তয় শাহরিয়ার আদতেই অনেক ভালো পোলা। ভূমিধবস ঘটনায় সে এবং ত্রিভুজ না থাকলে পুরা চট্টগ্রামবাসীর খবরই ছিল। ফারহানও ভাল ছেলে, সাঈফ শেরিফের আদর্শে বিশ্বাসী। তবে আরিফের ভবিষ্যত নিয়ে চিন্তায় পড়ে গেলাম। ছেলেটা আংরেজিতে তো ডাব্বা। সারাক্ষণ নিজের মায়ের ass এ বাড়া ঢুকায়া বইয়া থাকলে পড়াশুনা করবে কখন? একটু সময় পাইয়া আবার ব্লগে আইসা সেই অ্যাস ফাকের কাহিনী বয়ান। কুনু চান্স নাই।

রোকন বলেছেন :
২০০৭-১১-১৮ ০৫:৩৭:০৫
চোদনার পো, থাবড়ায়া দাত ফালয় দিবো হারামজাদা। তোর আসল চেহারা ফাস হয়ে যাওয়ার পরেও বড় বড় কথা চোদাস। মাংগের পোলায় পুরা জামাতি ইস্টাইলে পিছলানি দিসে।

রোকন বলেছেন :
২০০৭-১১-১৯ ০১:২৫:৪৬
আরিপ হারামজাদা মাতরো তো তোর মা তুইলা স্ল্যাং করেসি, এবার সেশনাল শুরু হবে। আমি কনডম ছাড়াই লাগাবো তোর মায়েরে মায়াবড়ি সাপলাই দিস।

ফারহান তোর ভন্ডামি শেষ রে বাচ্চু। একজন শিক্ষককে ক্যাম্পাস থেকে ধরে নিয়ে গেল আর তুই হারামজাদা কিছু না জেনেই তার বিপক্ষে বক্তিমা দিলি। এই বিষয়ে একন চুপ। আরেক খানকিমাগীর পোলা ফতোয়া দিতাসে এই প্রসংগে রশীদ স্যারকে টেনে আনা নাকি অনুচিত! ক্যান? তাতে তোগো ভন্ডামির স্বরূপ বাইরাইয়া পড়ে বইলা?
...................................................
আপনি বুদ্ধিমান মানুষ , কার সাথে কেমন করে কথা বলতে হয় আশা করি বুঝেন ।
ভাইজান গেলাম। এখন কাজ আছে । ভালো থাকবেন । @ তীরন্দাজ ।


৩৭| ২৩ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৮

পান্থ বিপুল বলেছেন: তীরন্দাজের সাথে একমত। এই নোংরা ভাষাবিদ তথাকথিত প্রভাষককে ঘাড় ধরে বের করে দেয়ার দাবী জানাচ্ছি! নোটিশবোর্ডকে রিপোর্ট করলাম।

৩৮| ২৩ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৯

রোকন বলেছেন: সিহাব আমার প্রশ্নের উত্তর দিলেন না। তসলিমা যে দালাল তার কোনো প্রমাণ তো আপনি দিলেন না। তার মানে আপনার ইচ্ছামত যাকে ইচ্ছা তাকে দালাল বললে সেটা বৈধ এবং তা আপনার উন্নত মস্তিষ্কের অবদান?

৩৯| ২৩ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:০৫

নির্ভয় বলেছেন: তীরন্দাজের সাথে একমত। এই নোংরা ভাষাবিদ তথাকথিত প্রভাষককে ঘাড় ধরে বের করে দেয়ার দাবী জানাচ্ছি! নোটিশবোর্ডকে রিপোর্ট করলাম।

৪০| ২৩ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:০৫

মনিটর বলেছেন: তীরন্দাজের সাথে একমত। এই নোংরা ভাষাবিদ তথাকথিত প্রভাষককে ঘাড় ধরে বের করে দেয়ার দাবী জানাচ্ছি!

৪১| ২৩ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:০৬

কবিতা বালিকা বলেছেন: সবাই আজ ভাল মানুষ সেজেছে! কেউ কি বাজে কথা ইউজ করেনি নাকি? উপরে সিহাব সাহেবের মন্তব্য দেখলেই বোঝা যায় কারা মানুষের মুখ খোলায়! ছিছিছি ব্লগ কাকে বলে!

৪২| ২৩ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:০৮

রোকন বলেছেন: সর্বসাধারণের জন্য বলি, জেনারেলের ওই পোষ্টে একজন এসে অযথাই ইংরেজিতে গালি দিয়েছিলো। এখানে পড়ে দেখুন।

আমি তাদের আসল রূপ বের করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় তারা না জেনেই যেভাবে শিক্ষকদেরকে দোষারোপ করেছিল, তার প্রমাণ দিয়েছিলাম, ফারহান তাতে ক্ষেপে গিয়ে আমাকে আক্রমণ করে। আমাকেও মেজাজ হারিয়ে পালটা গালি দিতে হয়েছিলো, যেজন্য আমি দুঃখিত।

সিহাব চৌধুরীর সাথে আমার কোথাও কোন খারাপ সম্পর্ক হয় নি। এই পোষ্টে সে আমাকে গালি দেওয়ায় কষ্ট পাওয়ার চেয়েও আশ্চর্য হয়েছি বেশি। একজন লেখিকাকে সে যেভাবে পারভার্ট, শালী ইত্যাদি বলে এরকম উন্মুক্ত প্লাটফর্মে আক্রমণ করলো, তা একজন মানুষ হিসেবে আমাকে কষ্ট দিয়েছে সবচাইতে বেশি।

এভাবে তসলিমাকে গালাগালি করার পিছনে আমি তার যুক্তি জানতে চাইছিলাম, সেটাই আমার জন্য কাল হলো, দেখলাম কোনো যুক্তি ছাড়াই সে তসলিমাকে বাজে কথা বলছে, আমাকেও গালিগালাজ করছে।

৪৩| ২৩ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:০৯

ডিপ্লোম্যাট বলেছেন: তীরন্দাজের সাথে একমত। এই নোংরা ভাষাবিদ তথাকথিত প্রভাষককে ঘাড় ধরে বের করে দেয়ার দাবী জানাচ্ছি!

৪৪| ২৩ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:১৪

লাল মিয়া বলেছেন: আমি একটা জিনিস বুঝি না। গালি দিতে পারেনা তাও খামাখা চেষ্টা কইরা মুখ খারাপ করে। ছাগুভাষক।

৪৫| ২৩ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:১৫

নির্ভয় বলেছেন: রোকনের নোংরা ভাষার জন্য ওকেও ব্যান করা হোক। মা তুলে গালি দেয়া চরম নির্মমতা। সাথে সাথে আমি সিহাবেরও ব্যান দাবী করছি কর্তৃপক্ষের কাছে।

৪৬| ২৩ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:২১

রোকন বলেছেন: নির্ভয়ের সাথে একমত। আমি যদিও গালির পালটা গালি দিয়েছিলাম, গালিবাজদের প্রতিরোধে আমাকে ব্যান করা হলেও আমি মাথা পেতে নেব। গালিমুক্ত ব্লগ চাই।

৪৭| ২৩ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:২৪

মনিটর বলেছেন: লাল মিয়া বলেছেন :
২০০৭-১১-২৩ ১৭:১৪:৩২
আমি একটা জিনিস বুঝি না। গালি দিতে পারেনা তাও খামাখা চেষ্টা কইরা মুখ খারাপ করে। ছাগুভাষক।

৪৮| ২৩ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:২৫

ফাজিল বলেছেন: রোকন আর সিহাব দুইজনের ঘাড় ধইরা ব্লগ থেইকা বাইর করা হোক

৪৯| ২৩ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৩০

ডিপ্লোম্যাট বলেছেন: ফাজিলও দেহি তরমুজ খায় ।

৫০| ২৩ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৫৪

রোকন বলেছেন: প্প্ব্রপ্প্বজ্জপ্প্বক্কপ্প্বগ্গপ্প্বজ্জপ্প্ব্য প্প্ব্বপ্প্বজ্জপ্প্বপ্প্বৈ্ব, প্প্বষপ্প্মপ্প্বেগ্গপ্প্বক্কপ্প্বজ্জপ্প্ব্ল প্প্বক্ষপ্প্বজ্জপ্প্বগ্গপ্প্বক্কপ্প্ব্ত্রপ্প্ম্বপ্প্বজ্জপ্প্বক্ক, প্প্বপ্প্বেক্কপ্প্ব্ত্রপ্প্ব্রপ্প্ম প্প্বক্ষ্ম প্প্বগ্গপ্প্ম্কপ্প্বগুপ্প্মপ্প্ব্যে প্প্বমপ্প্ম প্প্বগ্গপ্প্ব্ত্রপ্প্ব্য, প্প্বষপ্প্বজ্জপ্প্বগ্গপ্প্ব্ত্রপ্প্ব্যপ্প্ম প্প্ব্বপ্প্ম প্প্বক্ক প্প্বক্কপ্প্বজ্জপ্প্ম্ব প্প্ব প্প্বক্কপ্প্বজ্জ প্প্ব্লপ্প্ম প্প্বক্ষ্মপ্প্ব্তপ্প্ব্বপ্প্বজ্জপ্প্বঙ্প্প্ম েপ্প্ব্তপ্প্বজ্জপ্প্বক্ষ্মপ্প্ব্ত্রপ্প্বক্ক প্প্বঙ্প্প্বজ্জপ্প্বক্কপ্প্বুপ্প্বজ্জপ্প্ব্যপ্প্বজ্জ প্প্ব্লপ্প্বজ্জপ্প্ব্যপ্প্ব্ত্রপ্প্ম্বপ্প্ম েপ্প্ব্রপ্প্মপ্প্বেক্ষ্মপ্প্মপ্প্বেন্প্প্মপ্প্মেম প্প্বপ্প্বৈ্বপ্প্বজ্জপ্প্বগ্গপ্প্বক্কপ্প্ব্য,

প্প্বপ্প্বেক্কপ্প্ব্ত্রপ্প্ব্রপ্প্ম প্প্বক্ষ্ম প্প্বগ্গপ্প্ম্কপ্প্বগুপ্প্মপ্প্ব্যে প্প্বমপ্প্ম প্প্বগ্গপ্প্ব্ত্রপ্প্ব্য প্প্ব্লপ্প্বক্ষ্মপ্প্মপ্প্বেন্প্প্মপ্প্ব্যে :
প্প্ম্যপ্প্ম্বপ্প্ম্বপ্প্ম্ল-প্প্ম্মপ্প্ম্ম-প্প্ম্মপ্প্মষ প্প্ম্বপ্প্ম্ম:প্প্ম্বপ্প্ম্য:প্প্ম্মপ্প্ম্ব
র ংধরফ র ফড়হঃ মরাব ধ ভঁপশ,যিধঃ ঃযব ভঁপশ রং ৎিড়হম ?ফড়হঃ শহড় িঃযব সবধহরহম ড়ভ "ভঁপশ"?
ুবং ঃযধঃু ধ ঢ়ড়ংংরনষব বীঢ়ষধহধঃরড়হ.নবপধঁংব সড়ংঃ ড়ভ ুড়ঁ ........ধপঃঁধষষু রহ ধ ংবহংব ধষষ ড়ভ ুড়ঁ(ঃযব ঢ়বড়ঢ়ষব যিড় ধৎব ফবভরহবফ নু ঃযব ড়িৎফ "ুড়ঁ" যবৎব,ঃযবু ড়িঁষফ পবৎঃধরহষু ঁহফবৎংঃধহফ) ধৎব লঁংঃ ভঁষষ ড়ভ যড়ৎংব ংযরঃ.পধৎৎু ড়হ,শববঢ় ুড়ঁৎ ষধুু ধংংবং নঁংু..............
"ঃধশব ুড়ঁৎ ংড়ৎৎু ধংংবং নধপশ ঃড় যবষষ,রঃং ঃরসব ঃড় নষড় িঃযরং ভঁপশরহম ঃড়হি------ঃবহধপরড়ঁং উ"
ষধংঃষু......র ফরফহঃ যধাব ধহু রহঃবহংরড়হং ঃড় রহাড়ষাব সুংবষভ রহ ঃযরং শরহফ ড়ভ "ভঁপশরহমংঢ়ৎবব",ুড়ঁ যধাব সধফব সব ফড় ঃযরং.ুড়ঁ যধাব সধফব ঃযরং ধঃসড়ংঢ়যবৎব ংঃরহশু,
রভ ুড়ঁ যধাব ধহু মঁঃং(ড়হ যিরপয র যধাব ংবৎরড়ঁং ফড়ঁনঃং),পড়সব ধষড়হব,রভ ঁ ৎ ধ ংঢ়রহবষবংং মরঃ(যিরপয রং রহভধপঃ ঃযব পবৎঃধরহরঃু),পড়সব ষরশব ধ ধহমৎু সড়ন,বরঃযবৎ ধিু,র যড়ষফ ঃযব নবঃঃবৎ ঢ়বৎপবহঃধমব ড়ভ ংঢ়রহব!!!

প্প্বপ্প্বেষপ্প্ব্ত্র প্প্ব প্প্ব্বপ্প্মপ্প্বেক্ক প্প্ব্তপ্প্বজ্জপ্প্বক্ষ্মপ্প্ব্ত্রপ্প্বক্ক প্প্ব্রপ্প্ম প্প্বক্কপ্প্বমপ্প্ব্ত্রপ্প্ব্লপ্প্বজ্জপ্প্ব্ব প্প্বঙ্প্প্বক্কপ্প্মপ্প্বেন্প্প্ব্ত্র প্প্বষপ্প্বজ্জপ্প্বমপ্প্ম প্প্বক্কপ্প্মম প্প্বমপ্প্বজ্জপ্প্বক্কপ্প্ব্রপ্প্বক্কপ্প্মপ্প্বেু প্প্বসপ্প্মপ্প্বেগ্গপ্প্মপ্প্বেমপ্প্ম প্প্ব্তপ্প্বজ্জপ্প্বক্ষ্মপ্প্ব্ত্রপ্প্বক্ক প্প্ব্রপ্প্ম প্প্বক্কপ্প্বমপ্প্ব্ত্রপ্প্ব্লপ্প্বজ্জপ্প্ব্বপ্প্ম েপ্প্ব্তপ্প্বজ্জপ্প্বক্ষ্মপ্প্ব্ত্র প্প্ব্বপ্প্ব্ত্রপ্প্ম্বপ্প্মপ্প্বেন্প্প্ব্ত্র, প্প্বপ্প্বেষপ্প্বজ্জপ্প্বঙ্প্প্মপ্প্বেু প্প্ব্লপ্প্ম প্প্বক্ষ্মপ্প্ব্ত প্প্ব্মপ্প্মপ্প্বেঙ্প্প্ম েপ্প্ব্লপ্প্মপ্প্বেক্ক প্প্বঙ্প্প্বক্কপ্প্বক্ষ্মপ্প্ম েপ্প্বঙ্প্প্বক্কপ্প্ম প্প্বঙ্প্প্মম প্প্ব্তপ্প্বজ্জপ্প্বক্ষ্মপ্প্ব্ত্রপ্প্বষপ্প্ম প্প্বঙ্প্প্ম প্প্বম প্প্ব্লপ্প্ম প্প্বক্ষ্মপ্প্ব্ত প্প্বনপ্প্বজ্জপ্প্বপ্প্মেম

৫১| ২৩ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৫৪

রোকন বলেছেন: ফারহান দাউদ, মেহরাব শাহরিয়ার, আরিফুল হোসেন তুহিন, মাহিন্দ্র রায় এরা ব্লগটাকে গালির কারখানা বানিয়ে ফেলেছে। উদাহরন,

আরিফুল হোসেন তুহিন বলেছেন :
২০০৭-১১-১৮ ০১:০২:১০
i said i dont give a fuck,what the fuck is wrong ?dont know the meaning of "fuck"?
yes thatz a possible explanation.because most of you ........actually in a sense all of you(the people who are defined by the word "you" here,they would certainly understand) are just full of horse shit.carry on,keep your lazy asses busy..............
"take your sorry asses back to hell,its time to blow this fucking town------tenacious D"
lastly......i didnt have any intensions to involve myself in this kind of "fuckingspree",you have made me do this.you have made this atmosphere stinky,
if you have any guts(on which i have serious doubts),come alone,if u r a spineless git(which is infact the certainity),come like a angry mob,either way,i hold the better percentage of spine!!!

আমি এদের গালির প্রতিবাদ করেছি মাত্র। তারপরেও যেহেতু গালির প্রতিবাদে গালি দিয়েছি, আমাকেও ব্লগ থেকে বের করলে করুক। গালিমুক্ত ব্লগ চাই।

৫২| ২৩ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৫৬

রোকন বলেছেন: সিহাব চৌধুরীর গালি তো সবার চোখের সামনে।

৫৩| ২৩ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:০০

নির্ভয় বলেছেন: গালি মুক্ত ব্লগ চাই,
সুন্দর পরিবেশ চাই।

৫৪| ২৩ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:০৫

নির্ভয় বলেছেন: কবিতা বালিকা বলেছেন :
২০০৭-১১-২৩ ১৭:০৬:১৫
সবাই আজ ভাল মানুষ সেজেছে! কেউ কি বাজে কথা ইউজ করেনি নাকি? উপরে সিহাব সাহেবের মন্তব্য দেখলেই বোঝা যায় কারা মানুষের মুখ খোলায়! ছিছিছি ব্লগ কাকে বলে!
..........................
কবিতা বালিকা@ তাইলে আপনিও গালি দেন সবাইকে, গালি না দিয়েও গালির সমর্থন জানাচ্ছেন যখন তখন বলা লাগে আপনিও গালি ভালবাসেন। আপনিও কি রেগে গেলে গালি দেন ? নইলে সিহাবকে সাপোর্ট করলেন কেন ?? আমাদের মতন আপনিও ভন্ড। অত পুতুপুতু করে কথা বল্লেই কথার ভাষা সুন্দর হ্য়না।@কবিতা বালিকা

৫৫| ২৩ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:১১

রোকন বলেছেন: গালি মুক্ত ব্লগ চাই,
সুন্দর পরিবেশ চাই।

৫৬| ২৪ শে নভেম্বর, ২০০৭ ভোর ৪:৩৩

লাল মিয়া বলেছেন: মনিটর বলেছেন :
২০০৭-১১-২৩ ১৭:২৪:৫২
লাল মিয়া বলেছেন :
২০০৭-১১-২৩ ১৭:১৪:৩২
আমি একটা জিনিস বুঝি না। গালি দিতে পারেনা তাও খামাখা চেষ্টা কইরা মুখ খারাপ করে। ছাগুভাষক।


৫৭| ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ২:০৫

নয়ন বলেছেন: বাইরে ব্লগে বুজি আর শান্তি হইবো না। একটু শান্তি চাইরে বাই।

৫৮| ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ২:০৫

অমিত বলেছেন: ছাগলটা গেল কই ?

৫৯| ২৬ শে নভেম্বর, ২০০৭ রাত ২:১০

ডিপ্লোম্যাট বলেছেন: ব্যান খাইচে মুনে হয়।

৬০| ২৬ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৩৭

প্রশ্নোত্তর বলেছেন: চুদ্রীর আগমনে নিকা চিল তার নির্গমণের বানী!

৬১| ২৮ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১২:৩১

আহমাদ মুজতবা বলেছেন: তুহিনের বাল আগেই পাকছে।
তাই ফাও গালী মারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.