| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল ২৬/১/২০১৭ কুয়েত সিটি গুলশান রেস্টুরেন্ট এর বিশাল বিলুপ্ত কমিটি আওয়ামীলীগ'র কিছু সংখ্যক লুমপেন রাজনীতিবীদ ব্যানার বানিয়েছেন আওয়ামীলীগ কুয়েত বিলুপ্ত কমিটি নামে। আর সেই অনুষ্ঠানের আয়যোগ কি আসলেই দেশে বিদেশে কোথাও দেখেছেন?? যে বিলুপ্ত কমিটির ব্যানারে অনুষ্ঠান করতে??
আসলে কি উনি গঠনতন্ত্র বুঝেন??
রাজনীতি বুঝেন??
আর সেই অনুষ্ঠানের মঞ্চে এমন একজন বেক্তি চেয়ার পাইনি এটা দুঃখের বিষয় ও লজ্জা জনক।
কুয়েত রত প্রতিটা মুজিব আদর্শে'র নেতৃবৃন্দ জানেন যে ফয়েজ কামাল সাহেব কে বা কি তার পরিচয়।
বিশেষ করে সেই অনুষ্ঠানের সামনে বসানো হয়েছিল তাকে। কর্মীদের সাথের চেয়ার তার জন্য কি দেওয়া উচিৎ??
উনি কি মঞ্চে বসার যোগ্য নয়??
তাহলে ফয়েজ কামাল সাহেবকে কেনো অপমান করেছে গতকালের অনুষ্ঠানের আয়োযোগ??
জবাব চাই।
আর মঞ্চে বসিয়েছেন এমন একজন বেক্তি তাকে কেও চিনেনা ও জানেনা উপস্থিতি দুই একজনের মুখে শুনেছি উনি নাকি ফ্যামিলি ফ্রমের সভাপতি। বুঝলাম কিন্তু রাজনৈতিক মঞ্চের ব্যানারে উনি কিভাবে উঠলো?? রাজনীতিবিদ নেতৃবৃন্দকে বাদ দিয়ে??
আমরা জানি ফ্যামিলি ফ্রমের সভাপতি যোগাযোগ রাখেন মহিলাদের সাথে ও কিছু নাম ফুটানো ফ্যামিলিদের সাথে। জীবনে প্রথম শুনলাম ফ্যামিলি ফ্রমের সভাপতি হয় ও রাজনীতি মঞ্চে কেও উঠায়
ছি! ছি! ছি!
ঐ আয়োযোগ কি করে এটাকে সম্ভব করলো জবাব চাই।
আর কার যুক্তিতে আওয়ামীলীগকে নিয়ে এতো বড় অপমান জনক কার্যক্রম করলো জবাব চাই??
কি কারণে বিলুপ্ত কমিটি নাম দিয়ে প্রোগ্রাম করলো??
কাদের সার্থের জন্য প্রোগ্রাম করা হলো জবাব চাই।

©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:৩৩
সচেতনহ্যাপী বলেছেন: দুর্দান্ত লিখেছেন!! সব মিলিয়েই।। আসলে কুয়েত প্রবাসীরা জানেই না যে, এমন প্রতিভাধর আছেন!!
ব্লগটা কিন্তু এ্যাডের স্থান নয়!!
ভাল থেকে রো লিখে যান, এই কামনায়।।