নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের সন্ধানে অন্যায়ের বিরুদ্ধে আমাদের কলম চলবে।\n

মিষ্টারনুর

মিষ্টারনুর

মিষ্টারনুর › বিস্তারিত পোস্টঃ

কুয়েত রিপোর্টঃ- কুয়েত কমিউনিটির মধ্যে জামাত নেতা ও হুণ্ডি ব্যবসায়ী, ভিসার দালাল অনুপ্রবেশ।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২০

কুয়েত প্রবাসী সকল বাংলাদেশী বাঙালী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, ইদানিংলক্ষ করা যাচ্ছে গুটি কয়েক কুচক্রী মহল ও হাতে কয়েক জন ব্যক্তি কুয়েতে বাংলাদেশ কমিউনিটি পূর্ণগঠন নামে স্বাধীনতা বিরোধী জামাতের কিছু বেক্তিকে পূর্নগঠনে যুক্তকরায় ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছে কমিউনিটির ,যাহা কুয়েত প্রবাসী বাংলাদেশীরা প্রতিহত করবে।
বাংলাদেশ কমিউনিটির প্রতিষ্ঠা লগ্ন থেকে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন, কুয়েতস্থ বঙ্গবন্ধু স্কুলর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব শহীদ ইসলাম পাপুল। দীর্ঘদিন থেকে জনাব শহীদ ইসলাম পাপুল বাংলাদেশ কমিউনিটির সভাপতি হিসেবে কুয়েতে প্রবাসী বাংলাদেশীদের কে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালিত করে আসছেন, এবং তা অব্যাহত রাখবেন, এমতাবস্থায় গুটি কয়েক ভিসার দালাল, হুন্ডি কারবারী, সুদ খোর, যুদ্বাপরাদীদের দল জামাতের সরাসরি পৃষ্ঠ পোষক, এবং নামধারী গুটি কয়েক ব্যক্তির বাংলাদেশ কমিউনিটির নামে যে কোন অপততপরতা কুয়েত প্রবাসীরা প্রত্যাখ্যান করবে, এবং কেউ বিভ্রান্ত হবে না এই অপততপরাতা কে প্রতিহিত করবো আমরা সকলেই মিলে ইনশাআল্লাহ্‌ ।
ধন্যবাদান্তে
ঐক্য বদ্ব কুয়েত প্রবাসীরা সকল বাংলাদেশী বাঙালীরা কমিউনিটির সভাপতি জনাব সহিদ ইসলাম পাপুলের সাথে আছে এবং থাকবে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: X(( সর্বনাশ,
গুটি কয়েক লেজুড়বৃত্তি ও অভিশপ্ত জামায়েতর কর্মীদের কাছে কুয়েতেও মাইর খাচ্ছেন। আপনাদের শিক্ষা কমিউনিটি চালানোর জন্য যথেষ্ট নয়।

নাকি গ্রুপিং করে নিজেদের সাফাই গাইতে জামাতের গাড়ে দোষ চাপাইতে চাইছেন।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১০

অসমাপ্ত কাব্য 21 বলেছেন: যাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, সম্ভব হলে তাঁদের নাম প্রকাশ করুন !

৩| ০২ রা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

বাল্বাগানের সত্যকার প্রচ্ছায়া বলেছেন: কিরে ভোদাইয়ের ছায়া, খাঁটি মুসলিম হয়া তুই ভিন্নমতালবম্বীদের ব্লগে তুই তুকারি ঃদাস ক্যারে ??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.