নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলো আরো আলো.. আজ আমরাই ছড়াব......

তিতাকথা মিঠাকথা

আমি নির্বাক......................

তিতাকথা মিঠাকথা › বিস্তারিত পোস্টঃ

মায়ের কাছে খোলা চিঠি.... (বিশ্ব মা দিবস উপলক্ষে)

০৯ ই মে, ২০১০ সকাল ৭:২৩

মা,

মানুষ এত বোকা কেন বলতে পারো? ওরা বলে আজ নাকি বিশ্ব মা দিবস!!!! এসব দেখে আমার খুব হাসি পায় মা। ওরা কেন বোঝে না ঘটা করে ওসব দিন পালন শুধু প্রেমিক প্রেমিকা, বন্ধু-বান্ধব আর স্বামী-স্ত্রীদের জন্য ই শোভন!!!! মাঝে মধ্যে আমার খুব রাগ হয় মা। এখন মানুষ এত ব্যস্ত যে মাকে ভালবাসি একথা বোঝাতেও ওদের একটা বিশেষ দিন লাগে। কেন এমন অদ্ভুত কাজ করে ওরা বল তো???? তোমাকে যদি বিশ্ব সন্তান দিবস বলে তোমার সন্তানদের জন্য একটা দিন ঠিক করে দেয়া হয় তা কি তুমি মেনে নেবে বল মা???? তাহলে আমাদের কেন মেনে নিতে হবে???



জানো মা, একটা দিনের কথা খুব মনে পড়ছে। তখন আমি বিশ্ববিদ্যালয়ে খুব একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। ভয়ে আর সংকোচে তোমার সাথে তা শেয়ারও করতে পারছি না। তখন রাতে আমার ঠিক মত ঘুমও হত না। যখন আমার সে সমস্যা তুঙ্গে পৌঁছালো সে রকম এক রাতে সারারাত ছটফট করছি অস্হিরতায় আর ভাবছি আমার কোন পরীক্ষা এলে বা কোন বিপদ আপদ এলে আমি দৌঁড়ে তোমার কাছে যেতাম আর তুমি আমার মাথাটা তোমার কোলের মধ্যে রেখে বিড়বিড় করে কি যেন সব দোয়া পড়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে মাথায় একটু ফু দিয়ে দিতে আর শেষে কপালে চুমু খেয়ে দিতে। আর ওমনি আমার ভেতরটায় কেমন যেন একটা অসম্ভব সাহস অনূভব করতাম। মুহূর্তেই আমার সব ভয় দূর হয়ে যেত। এসব চিন্তা করতে করতে কখন যে একটু চোখ দুটো আমার লেগে এসেছিল তা বলতে পারবো না। হঠাৎ করেই চোখের উপর হালকা কি যেন অনূভুত হতেই চমকে জেগে উঠলাম। বিষ্ময়ে হতভম্ব আমি চেয়ে দেখি তুমি আমার মাথাটা তোমার কোলের মধ্যে নিয়ে সব সময়ের মত দোয়া পড়ে ফু দিয়ে কপালে চুমু খেলে। কিছু বুঝে উঠার আগেই তুমি আমায় বললে,"বাবা গত কয়েকটা রাত আমি কেন যেন ঘুমাতে পারি না। খুব অস্হির লাগে। একটু ঘুম এলেই শুধু তোকে দেখি। দেখি তুই দৌঁড়ে এসে আমার কোলে মাথা দিয়ে বলছিস মা আমাকে দোয়া পড়ে আদর করে দাও। বাবা আমি জানি না তোর কিছু হয়েছে কিনা, তবুও তোকে আদর করে দিলাম। তোর ঘুমটা ভেঙ্গে গেল বলে দুঃখিত। একটু সাবধানে চলাচল করিস বাবা।" সে দিন আমার সামনে থেকে চলে যাওয়ার পরে আমি আঝোড় ধারায় কেঁদেছিলাম। জানো মা এরপর আমার বিপদ কেটে যাওয়াটা ছিল সময়ের ব্যপার মাত্র। আর এত অল্প সময় ছিল সেটা যে আমাকে একটু দুশ্চিন্তাও করতে হয়নি। এই রকম ঘটনা আমার জীবনে যে কতবার ঘটেছে তা গুনে বলা সম্ভব না মা। তুমি হয়তো কখনও জানতেও পারনি। আজও হয়তো তুমি জানতে পারবে না। তুমি তো আর ব্লগ লেখ না বা পড়ও না। আমার ব্লগার বন্ধুরা কিন্তু আজ সব জেনে যাবে।



জানো মা, মাঝে মধ্যে মনে হয় এখনও আমি তোমার মধ্যেই বাস করি ঠিক যেভাবে দশ মাস দশ দিন ছিলাম তোমার ভিতরে। তা না হলে কিভাবে তুমি পাশের ঘরে বসে আমাকে ঠিক ঠিক বুঝতে পারো বলতো মা??? মাঝে মাঝে খুব আক্ষেপ হয় ছেলে হয়ে জন্মেছি কখনও মা হতে পারবো না বলে। আবার পরক্ষণেই মনে হয় ঠিকই তো আছে কারণ সে যোগ্যতা তো আমার নেই।



মা, তোমার ছেলেকে খোদা অনেক ক্ষমতা দিয়েছে কিন্তু একটা ক্ষমতা দেয়নি। তা হল তোমাকে ছাড়া একটা দিন পৃথিবীতে বেঁচে থাকা। তাই নিজের অজান্তেই খোদাকে বারবার বলি যেন খোদা সে কঠিন বাস্তবতার মুখোমুখি আমাকে কখনওই না করেন। আর আমি জানি খোদা কখনওই তা করবেন না। তবে এতে হয়তো তোমাকে একটু কষ্ট পেতে হবে। কিন্তু কি আর করা বলো মা, তোমার তো আর একটা সন্তান না কিন্তু আমার তো একটাই মা।



মা, সবাই কি ভাববে জানি না শুধু জানি একদিনের মা দিবসে আমি বিশ্বাসী নই। আজ এই বোকা মানুষদের করা বিশ্ব মা দিবসে আমি আমার জীবনের প্রতিটি দিন কে মা তোমার জন্য বিশ্ব মা দিবস হিসেবে উৎসর্গ করলাম।



তোমাকে অনেক অনেক অনেক ভালবাসি মা...........



-তোমার হাড় জ্বালাতনকারী দুষ্টু ছেলে

মন্তব্য ৩০ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১০ সকাল ৭:৩৯

নুরুন নেসা বেগম বলেছেন: প্রথম পাতায় দেখেছি। পড়লাম, প্রথম অভিনন্দন যুক্ত।

০৯ ই মে, ২০১০ রাত ৮:৫১

তিতাকথা মিঠাকথা বলেছেন: ধন্যবাদ...............

২| ০৯ ই মে, ২০১০ সকাল ৭:৪২

প্রচেত্য বলেছেন: চিৎকার করে বলি : মা'কে ভালবাসি

০৯ ই মে, ২০১০ সকাল ৭:৫৪

তিতাকথা মিঠাকথা বলেছেন: চিৎকার করে বলি : মা'কে ভালবাসি মা'কে ভালবাসি মা'কে ভালবাসি মা'কে ভালবাসি
................................................................................................................................

৩| ০৯ ই মে, ২০১০ সকাল ৭:৪৬

নৈশচারী বলেছেন: খুব ভালো লাগলো!

০৯ ই মে, ২০১০ সকাল ৭:৫৭

তিতাকথা মিঠাকথা বলেছেন: ধন্যবাদ নৈশচারী............ :) :)

৪| ০৯ ই মে, ২০১০ সকাল ৮:০৩

নিঃসঙ্গ বলেছেন: মাগো তোমার এই দুষ্টো ছেলে তোমাকে অনেক অনেক ভালোবাসে।

০৯ ই মে, ২০১০ সকাল ৮:০৮

তিতাকথা মিঠাকথা বলেছেন: ধন্যবাদ নিঃসঙ্গ বন্ধু আমার...........

৫| ০৯ ই মে, ২০১০ সকাল ৮:২১

আমি ছাড়া সবাই ভাল বলেছেন: আপনাকে আমার একটা পোস্ট উৎসর্গ করব

০৯ ই মে, ২০১০ সকাল ৮:২৫

তিতাকথা মিঠাকথা বলেছেন: অপেক্ষায় থাকলাম।

৬| ০৯ ই মে, ২০১০ সকাল ৯:২৩

কিংশুক০০৭ বলেছেন:
তোমার তো আর একটা সন্তান না কিন্তু আমার তো একটাই মা।
অনেক ভাল লাগল লেখাটা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

০৯ ই মে, ২০১০ রাত ৮:৫৬

তিতাকথা মিঠাকথা বলেছেন: ধন্যবাদ আপনাকেও.... আপনার মন্তব্যে আমি উৎসাহিত।

৭| ০৯ ই মে, ২০১০ সকাল ৯:২৪

পিংকী বলেছেন: অনেক ভালোবাসী মা কে

৮| ০৯ ই মে, ২০১০ রাত ৮:৫৪

তিতাকথা মিঠাকথা বলেছেন: আমিও। অসম্ভব ভালোবাসা যাকে বলে.................

৯| ১০ ই মে, ২০১০ রাত ১২:৩০

মোহাম্মদ লোমান বলেছেন:
অত্যন্ত মনোযোগ সহকারে পড়লাম। সত্যিই চমৎকার হয়েছে।

১০ ই মে, ২০১০ সকাল ৮:১৮

তিতাকথা মিঠাকথা বলেছেন: লোমান ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে।

১০| ১০ ই মে, ২০১০ রাত ১২:৪৬

নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: অনেকদিন মাকে দেখিনা ...... একসাথে এতোদিন মাকে ছেড়ে দূরে থাকা হয় নি কখনো ...... আরো কয়েকমাস বাইরে থাকতে হবে ...... তারপর সবকিছু ছেড়ে দিয়ে চলে যাবো আমার মায়ের কাছে ..... এই স্বার্থপর পৃথিবীতে বাবা-মা ছাড়া কোন আপনজন নেই।

"Mom, this world is so bad. I don't feel safe anymore. Can I hide myself on your Lap? - The Safest place in the world where no one has any danger."

আপনার চিঠিটা পড়লাম। আমি সত্যিই মুগ্ধ। অসম্ভব সুন্দর হয়েছে। যে মা আমাদের জন্ম দিয়ে এতো বড় করে তুললো, বছরে শুধুমাত্র একটা দিন কেনো তার জন্য হবে? প্রতিদিন হোক মায়ের জন্য।

আপনার মায়ের প্রতি আমার শ্রদ্ধা।

১০ ই মে, ২০১০ সকাল ৮:২৪

তিতাকথা মিঠাকথা বলেছেন: আপনার লেখা পড়ে তো আবার আবগাপ্লুত হ্য়ে গেলাম। বেশ ধারালো লেখা আপনার। আপনার এই মন্তব্যই একটা সুন্দর পোস্ট হতে পারতো।

..... এই স্বার্থপর পৃথিবীতে বাবা-মা ছাড়া কোন আপনজন নেই।

"Mom, this world is so bad. I don't feel safe anymore. Can I hide myself on your Lap? - The Safest place in the world where no one has any danger."

আপনার ও আপনার প্রতিও আমার অনেক অনেক শ্রদ্ধা।

১১| ১০ ই মে, ২০১০ রাত ১২:৪৬

সিজানুর রহমান বলেছেন:
তোমাকে যদি বিশ্ব সন্তান দিবস বলে তোমার সন্তানদের জন্য একটা দিন ঠিক করে দেয়া হয় তা কি তুমি মেনে নেবে বল মা?

অনেক ভাল লাগল পড়ে।

১০ ই মে, ২০১০ সকাল ৮:২৫

তিতাকথা মিঠাকথা বলেছেন: অনেক ধন্যবাদ সিজান।

১২| ১০ ই মে, ২০১০ রাত ২:০২

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: লেখাটা ভালো হইসে।

১০ ই মে, ২০১০ সকাল ৮:২৬

তিতাকথা মিঠাকথা বলেছেন: গুরুজী, ধন্যবাদ।

১৩| ১০ ই মে, ২০১০ সকাল ৮:২১

আমি ছাড়া সবাই ভাল বলেছেন: Click This Link কথা রাখছি

১০ ই মে, ২০১০ সকাল ৮:৪২

তিতাকথা মিঠাকথা বলেছেন: ধন্যবাদ বন্ধু। আমি সম্মানিত এবং গর্বিত।

১৪| ১০ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৩২

জিসান আল আহরার বলেছেন: হৃদয় ছুয়ে গেল।

১০ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৩৭

তিতাকথা মিঠাকথা বলেছেন: অনেক ধন্যবাদ।

১৫| ১৫ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৫৬

প্রতীক্ষা বলেছেন: দু' জনেই ভাল থাকুন অনেক অনেক! :)



+++

১৬ ই মে, ২০১০ রাত ১:২৩

তিতাকথা মিঠাকথা বলেছেন: ধন্যবাদ প্রতীক্ষা...।আচ্ছা, আপনি ওমর নাসিফের লেখা পড়েন তো তাই না?? আমার খুব প্রিয় একজন ব্লগার।

১৬| ১৭ ই মে, ২০১০ রাত ৯:৩১

রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: প্রিয়তে ....

২৯ শে মে, ২০১০ রাত ১২:৩৮

তিতাকথা মিঠাকথা বলেছেন: ধন্যবাদ.............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.