নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গুন্ডা পান্ডা

মিঠাপুর

আমি পার্থক্যকে ভালোবাসি।

মিঠাপুর › বিস্তারিত পোস্টঃ

জামাত-শিবির-যুদ্ধপরাধীরা অমর হোক......

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৭

যেখানে হিযরতের সময়, তার জন্মভুমি মক্কা নগরীকে মহানবী হযরত মুহাম্মদ (সঃ) মা, মাতৃভুমির সাথে তুলনা করেছেন।



সেখানে কিভাবে কি জন্য আপনারা- জামাত শিবির, সেই মা-মাতৃভুমিকে অস্বীকার করে, কিছু চিহ্নিত অপরাধী, আদালতের রায়ে প্রমাণিত মানবতাবিরোধী, যুদ্ধপরাধী, মা, মাতৃভূমিকে ধর্ষণকারী কতিপয় পাকিস্তানি জারজ রাজাকারের বাচানোর চেষ্টা করছেন ?

কেন ? একবারও নিরবে ভেবে দেখেছেন, কি করছেন ?



আপনাদেরকে একবার ভেবে দেখার অনুরোধ জানাচ্ছি, যে মাটিতে জন্ম নিলেন, যে দেশের আলো বাতাসে বড় হলেন, যে দেশের মাটিতে শেষ ঘুম ঘুমাবেন।

মৃত্যুর পরে ,

যদি সেই মাটিতে ঘুমিয়ে থাকা ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ নির্যাযিত মা-বোন, যদি আপনার কাছে প্রশ্ন করে, কেন সত্যি ইতিহাস জানলেন না ? কেন সব জেনে শুনেও না জানার ভান করলেন ? সত্যি ইতিহাস কে অস্বীকার করলেন ? কি জবাব দিবেন ?



কি জবাব দিবেন হাশরের মাঠে ? যেখানে কোরআনে বলা হয়েছে, "তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না "।



লাখো শহীদের রক্তে ভেজা, এই মাটি যদি জবাব চায় ? পারবেন সে চাপ সহ্য করতে ?



তাই বলছি, আপনার যারা এই খুনিদের পক্ষে, রাজাকারের পক্ষে, মা-বোনদের ধর্ষণকারীদের পক্ষে ব্লগে ঝড় তুলছেন। আপনারা অমর হোন।

না হয়, পাকিস্তানের মাটিতে গিয়ে মরুন... না হলে, আজ রেহাই পেলেও এই মাটি হতে রেহাই পাবেন না...

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৬

বিদ্রোহী সৈনিক বলেছেন: সুপার লাইক...

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫১

মিঠাপুর বলেছেন: ....

মনে কর সেই মহা ইতিহাস, যারা চিনেছিলো কালো রাত্রি!
বুকে সাহসের দাউ-দাউ শিখা বুকে হেটে গেছে আলোর যাত্রি!

এই পৃথিবী অবাক তাকিয়ে, মমতার বাহু দিলো বাড়িয়ে...
লেখা হোলনা স্বর্ণাক্ষরে ওরা মানবিক জীবন উপমা...! ভোর হয়নি, আজো হোলনা!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.