নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গুন্ডা পান্ডা

মিঠাপুর

আমি পার্থক্যকে ভালোবাসি।

মিঠাপুর › বিস্তারিত পোস্টঃ

বুঝতাছি না...... :|:|/:)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৬

আজকে নিয়ে ষষ্ঠদিন... বিক্ষোভ চলছে, খুনি, ধর্ষক কাদের মোল্লা ও বাকি জারজ রাজাকার গুলোর ফাসির দাবিতে।



মাঝখানে কিছু সময় বিরতি দিয়ে-দিয়ে আমি নিজেও শুরু থেকেই আছি....



কিন্তু মিডিয়াই একটা কথা বারবার বলা হচ্ছে, এটা নাকি আরেকটা মুক্তিযুদ্ধ ? :|

এটা একটা গণমানুষের আন্দোলন। একটা ন্যায্য দাবির পক্ষে গণ মানুষের আন্দোলন। দেশবিরোধী, খুনি, ধর্ষক রাজাকার গুলোর ফাসির দাবিতে আন্দোলন। যুদ্ধাপরাধীদের দল হিসাবে,

জামাতে ইসলামীকে আইন করে নিষিদ্ধ করার একটা গণ দাবি।



আমি এখানে কিছু'টা বিভ্রান্তঃ এটাকে কি মহান মুক্তিযুদ্ধের সাথে তুলনা করা ঠিক হচ্ছে ? /:)













মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫৫

ডাব্বা বলেছেন: আবেগপ্রবন বাংগালীর এই একটা সমস্যা, সবকিছুতেই মুক্তিযুদ্ধ দেখে। যাই হোক, রাজাকার একটা জাতীয় সমস্যা এবং এই সমস্যার সমাধান যত দ্রুত হয় ততই দেশের জন্য ভাল। আমার বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে পাওয়া রাজাকারীর মাধ্যমে না। আমি আমার পাশে কোন গর্বিত রাজাকার দেখতে চাই না।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৯

মিঠাপুর বলেছেন: ...
কেউ কি আছো শুনবে
আমি কি বলতে চেয়েছি...
আমি কি মিশে যেতে পারবো
সময়ের এই স্রোতে
যেখানে মিশেছে
তারুন্য দীপ্ত পায়ে রাজপথে,
বুকে পিঠে স্লোগান,
কন্ঠে বিজয়ের গান,
একটা দাবীতে, সব পা রাজপথে
ফাসি চাই ফাসি চাই !!

আমি আজো আবার ফাসির দাবি নিয়ে এসেছি...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.