নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গুন্ডা পান্ডা

মিঠাপুর

আমি পার্থক্যকে ভালোবাসি।

মিঠাপুর › বিস্তারিত পোস্টঃ

হেফাজতে ইসলাম নাম দিয়ে আল্লাহ'র সাথে শিরক করবেন না ? কাউকে নাস্তিক বলবেন না...X((

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৫

একদল আলেম একটা সমাবেশ করেই, নিজেকে বিশাল কিছু ভাবতে শুরু করে দিয়ে, যা খুশি তা বলে যাবে। কোন অবস্থাতেই আল্লাহ পাক কোরআন'কে শুধু এদের জন্যই নাজিল করেন নাই । কোরআন সকলের। সব মানুষের জন্য।



আজকে মানুষের জমায়েত দেখে এরা আল্লাহ কে কি ভুলে গেল ?



যারা আল্লাহ ও আমার রাসূল'কে নিয়ে কুরুচীকর কথা বলেছে, তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। যেন ভবিষ্যতে আর কেউ এমন সাহস না করে।



কে আস্তিক আর কে নাস্তিক এটা ফয়সালা করা'র দায়িত্ব মহান রাব্বুল আলামিন- আল্লাহ পাকের। তুমি কে হে ..... আহাম্মকের মত বলে দিলঃ সরকার নাস্তিক, মুরতাদ। শাহবাগের সবাই নাস্তিক।



আজকে কি এরা নিচে, আল-কোরআনের কোন আয়াত'কেই অস্বীকার করে নাই ?



...যারা ধর্ম সম্পর্কে নানা মতের সৃষ্টি করেছে ও বিভিন্ন দলে বিভক্ত হয়েছে তাদের কোন কাজের দায়িত্ব তোমার নেই, তাদের বিষয় আল্লাহর এখতিয়ারভুক্ত।...” –আল কোরআন (সুরা আনআমঃ১৫৯)



“...ধর্মে কোন জবরদস্তি নেই। সৎ পথ ভ্রান্তপথ থেকে সুস্পষ্ট হয়েছে।...” –আল কোরআন (সুরা বাকারাঃ২৫৬)



...(ধর্ম সম্পর্কে) বিদ্রূপকারীদের বিরুদ্ধে আমিই (আল্লাহ) আপনার জন্য

যথেষ্ট...
” –আল কোরআন (সুরা হিজরঃ৯৫)



...যদি তারা আত্মসমর্পণ (আল্লাহর কাছে) করে তবে নিশ্চয়ই তারা পথ পাবে। আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তোমার কাজ তো কেবল প্রচার করা। আল্লাহর দৃষ্টিতে রয়েছে সকল বান্দা।”–আল কোরআন

(সুরা আল ইমরানঃ২০)



...তারপর ওরা যদি মুখ ফিরিয়ে নেয় তবে তোমার কর্তব্য তো শুধুমাত্র স্পষ্ট বাণী পৌঁছে দেয়া...”–আল কোরআন (সুরা নাহলঃ৮২)



“...তুমি মানুষকে হিকমত ও সৎ উপদেশ দিয়ে তোমার প্রতিপালকের (আল্লাহর)পথে ডাক এবং তাদের সাথে ভালভাবে আলোচনা কর। তাঁর (আল্লাহর) পথ ছেড়ে যে বিপথে যায় তার সম্পর্কে আল্লাহ্ই ভাল জানেন, আর যে সৎ পথে আছে তা-ও তিনিই ভাল করে জানেন

– আল কোরআন (সুরা নাহলঃ১২৫)



...তোমাদের কাজ তো কেবল প্রচার করা, আর হিসাব-নিকাশ তো আমার কাজ...” –আল কোরআন (সুরা রাদঃ৪০)



...আর তোমাদের এই যে জাতি (মানবজাতি), এ তো একই জাতি। আর আমিই (আল্লাহ্) তোমাদের প্রতিপালক। তাই আমাকেই ভয় কর। কিন্তু তারা (মানুষ) নিজেদের বহু ভাগে বিভক্ত করেছে। প্রত্যেক দলই নিজ নিজ মতবাদ নিয়ে সন্তুষ্ট। সুতরাং ওদেরকে কিছু কালের জন্য বিভ্রান্তিতে থাকতে দাও।” –আল কোরআন (সুরা মুমিনুনঃ৫২-৫৪)



“...আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য এবাদতের নিয়ম কানুন নির্ধারিত করে দিয়েছি যা ওরা পালন করে... তুমি ওদেরকে তোমার প্রতিপালকের দিকে ডাক... ওরা যদি তোমার সাথে তর্ক করে তবে বল, ‘তোমরা যা কর সে সম্পর্কে আল্লাহ্ ভাল করেই জানেন। তোমরা যে বিষয়ে মতভেদ করছ আল্লাহ্ কিয়ামতের দিন সে বিষয়ে তোমাদের মধ্যে ফয়সালা করে দেবেন...” –আল কোরআন (সুরা হজঃ৬৭-৬৯)

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৭

দায়িত্ববান নাগরিক বলেছেন: নিজেদের আল্লাহ ভাবা করেছে ছাগুর দল।

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১১

মিঠাপুর বলেছেন: কি জানি, ভুলেও এমন ভাবলে আল্লাহ'র গজব পড়বে...

২| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০৪

পোসেইডন বলেছেন: এই পোষ্টের শুরুতেই এক বেজন্মা যে ডালাও ভাবে ছাগু বলা শুরু করছে লেখক তা দেখেন না?

হুজুর রা নাস্তিক বলার আগে অন্তত দুইবার চিন্তা করে আর কে নাস্তিক কে আস তিক এটা কি আল্লাহ আসমান থেকে নাইম্যা নির্ধারণ করে দিবে? তাহলে আর কোরান আসছে কেন? হাদীস আসছে কেন? ফিকাহ্‌ শাশ্ত্র নামের একটা আইনী শাখা কেন পড়তে হয় ইসলামে?

সবই যদি আল্লাহ নির্ধারণ করে দিবে তাহলে ৭১ এর খুনী রাজাকার দের বিচার টাও আল্লার হাতে ছাইড়্যা দাও। তখন তো আবার আল্লারেই মানো না কার হাতে ছাড়বা।

তোমরাই হই্লা সলিড ধর্ম ব্যবসায়ী। প্রয়জনে হাদীস মারাইবা আবার সেই হাদীসের বানী প্রচাআর করলে ছাগু ট্যাগাইবা এইডারেই কয় মোনাফেক। মুখে এক অন্তরে আরেক। এইডার পরিচয় হাদীসেই আল্লাহ থেকে নবী রাসূল দিয়ে দিয়েছেন আর আমরা আল্লাহ আর রাসূলের অই পরিচয়েই মুনাফিকদের মুনফাইক বলছি।

যখন শাহবাগী গুলা ইতাদের বিরুদ্ধে কিছু কইলেই রাজাকার ছাগু ট্যাগাইতো তখন তো তোমারে দেখি সামুতে আইস্যা এই নিয়া বাল ফালাইতে। বাল খালি ইসলামের ক্ষেত্রেই আইসা ফালাও কেন?

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১১

মিঠাপুর বলেছেন: প্রোফাইলে দিয়ে রাখছেন, পার্থর ছবি, আর কথা বলছেন, জামাত-শিবিরের মত... এর মানে কি ?

৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১১

amhabib বলেছেন: পোসেইডন ভাই, দারুন বলেছেন , ধন্যবাদ

৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৫

আমি ছড়াকার বলেছেন: posaiden er lanja bair hoise....rajakarer solid baccha shala....jamater paid dalal....

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১২

মিঠাপুর বলেছেন: ;)

৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫৭

মো: আজিজ মোর্শেদ বলেছেন: পোসেইডন ভাই ধন্যবাদ।

মিঠাপুর ভাই আপনার এই কথাটা ভাল লাগছে- যারা আল্লাহ ও আমার রাসূল'কে নিয়ে কুরুচীকর কথা বলেছে, তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। যেন ভবিষ্যতে আর কেউ এমন সাহস না করে।

তবে কথাটা কেম ন যেন বি এন পি -র মত হয়ে যায়। যেমন তারা জামাতের সাথে থাকে আবার রাজাকারের বিচারের ব্যাপারে বলে আমরা বিচার চাই কিন্তু নিরপেক্ষ বিচার হতে হবে। ঠিক তেমনি আপনারা ইসলাম বিদ্বেশীদের সাথে থাকবেন আর বলবেন যে আমরাও ধর্ম বিশ্বাসীদের বিচার চাই কিন্তু কাওকে নাস্তিক বলবেন না প্লিইইইইজ।

ধর্ম অবমাননার ব্যাপারে আপনারা আগে প্রতিবাদ করলেন না কেন? শাহাবাগের সবাই নাস্তিক না এটা আমিও জানি বিশ্বাসও করতাম। কিন্তু এই বিশ্বাসটা কিছুদিন আগে ভেঙ্গে গেছে যখন নাস্তিক ব্লগারের গ্রেফতারের প্রতিবাদের সাথে শাহবাগ একাত্মতা ঘোষনা করলো।

রাজাকারের সাপোর্টারকে যদি আপনারা রাজাকার বলেন তাহলে নাস্তিকের সাপোর্টার কে কি বলবেন?

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:০৯

মিঠাপুর বলেছেন: আমি কোন রাজাকার সাপোর্টারকে কখনোই রাজাকার বলিনি। এমন কি সাইদী'র রায়ের আগেও তাকে মুখে কখনো রাজাকার বলিনি।

দেশের আদালতে রায়ের পর নিশ্চয় বলতে কোন অসুবিধা নাই ?

আর, এই ব্লগে, যে কয়জন ইসলাম বিদ্ধেষী ব্লগারের লেখা আমার চোখে পড়েছে, আমি সবার পোষ্টেই তাদের বিরুদ্ধে কমেন্ট করেছি।


আজকেও হেফাজতে ইসলামের এই সন্মলনকে বিশেষ করে, আল্লামা শাফী (রঃ) হুজুরের নেত্বেত্তের এই মহাসমাবেশে আমার সমর্থন ছিল।

কিন্তু এই সমাবেশ থেকে, যখন গণহারে সরকার'কে, শাহবাগের সমর্থন কারীদের নাস্তিক-মুরতাদ বলা শুরু করলো। যা জামাত-বিএনপির হুবুহ কপি...

তখন মনে হল, এ মোটেও ধর্মরক্ষার আন্দোলন নয়। এই হেফাজাতে জামাতের আন্দোলন।


ভোটের ক্ষমতার কাছে মাথা নত করাও শিরক। মাইন্ড ইট।

৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৮

এই আমি সেই আমি বলেছেন: পোসেইডন ভাই লিখছেন "কে নাস্তিক কে আস তিক এটা কি আল্লাহ আসমান থেকে নাইম্যা নির্ধারণ করে দিবে?"

কেন জমিনে খালেদা জিয়া আছে না ?

ফাতো্য়ায়ে গুলাবু শাহ বাগের সব নাস্তিক , নষ্ট ছেলে ।

আর ফতোয়ায়ে গুলাবু অনুসারে কয়দিন যাবত মুক্তি যুদ্বের কথা বললেই নাস্তিক ট্যাগ দেয়া হচ্ছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.