নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনেক পাওয়ার মাঝে মাঝে কবে কখন একটুখানি পাওয়া, সেইটুকুতেই জাগায় দখিন হাওয়া ।।

মিথিলা মাহমুদ

মিথিলা মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

এ কোন দেশ!!

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৫

শপিং করতে গিয়ে প্রায়ই কনফিউজ হয়ে যাই যে কোন দেশে আছি। মনে হয় কোনো স্পেস-টাইম কনটিনিউয়ামের জটলা বেধে গিয়ে ইন্ডিয়ার পৌছে গেলাম না তো! কাপড়-চোপর তো আছেই, কানের পোকা নাড়িয়ে দেয়া যে গান (!!) বেজে চলছে তা মনে হয় ইন্ডিয়ানরাও তাদের দেশে পাবলিক প্লেসে বাজাতে লজ্জা পায়। সব দেখে শুনে বাংলায় চিৎকার করতে চাইলেও মুখ দিয়ে বাংলা বের হবে কিনা সে ভয়েই চুপ থেকে যাই :|



এখন হ্য়তো বিদেশীদের কাছ থেকে নতুন করে দেশপ্রেম শিখতে হবে :(



মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৯

এন ইউ এমিল বলেছেন:

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৫

মিথিলা মাহমুদ বলেছেন: :(

২| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৪

আহলান বলেছেন: হুমমম

৩| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: /:) /:)

৪| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩১

প্রথম বাংলা বলেছেন: bedhi e shonkramok shashtho noy.

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৭

মিথিলা মাহমুদ বলেছেন: সেটা কজন বোঝে!!ব্যপারটা অনেকটা এই পর্যায়ে পৌছেছে যে "সর্ব অংগে ব্যথা, অসুধ দেব কোথা" :(

৫| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০৬

নূর আদনান বলেছেন: http://gullee.com/smilies/44.gif

৬| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২১

নূর আদনান বলেছেন: (মিচটেক হইছে, ওপরের কমেন্টটা মুছে দিয়েন)

তবে এই বিষয়ে সচেতন হতে হবে, যারা এভাবে বেফাস গান বাজায় তাদের বোঝাতে হবে।

গনের কি শ্রী - "করবো না বিয়ে যদি না পাই সেি* মেয়ে", এইসব গান পাবলিক প্লেসে বাজালে সত্যিই মেজাজ বিল হইয় যায় X(( X(( X((

০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৯

মিথিলা মাহমুদ বলেছেন: আর তাও ঈদের বাজারে!!বেশিরভাগ শপিং প্লেসের আসে-পাশেই মসজিদ, যেখানে তারাবী পড়া হচ্ছে। এতটুকু সেন্সও কি এদের কাজ করে না :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.