নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বদলে দেবো, গড়বো নতুন করে

আসুন না গড়ি নতুন এক দেশ।

মিঠুন১৯৯১০

আমি একজন ছাত্র । আমি আমার দেশকে ভালবাসি। আমি দেশের জন্য কিছু একটা করে যেতে চাই।

মিঠুন১৯৯১০ › বিস্তারিত পোস্টঃ

মানুষ বাঁচে আশায় আর দেশ বাচে ভালবাশায়।

২৯ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৫১



মানুষ বাঁচে আশায় আর দেশ বাচে ভালবাশায়।

আর সেই ভালবাসা যদি হয় কৃতিম তবে কি দেশকে টিকিয়ে রাখা সম্ভব আর দশটি দেশের সংগে। আমরা শুধু মুখে বলি দেশকে ভালবাশি। আর বড় বড় বক্তৃতা দেই আমরা দেশের জন্য এটা করব ওটা করব । কিন্তু কাজের বেলায় ঠনঠন। তার প্রমান মিললো সুন্দরবন কে দিয়ে।

আমাদের দেশটি অনেক ছোট দেশ। এই দেশটিকে রক্ষা করার জন্য ৭১ এর স্বাধীনতা যুধ্যে ৩০ লাখ বাংলার দামাল সন্তান প্রান হারিয়েছে। আমরা শুধু তাদরে রেখে যাওয়া অবদান টুকু রক্ষা করতে পারছি না।



প্রথম আলো তাদরে বিজ্ঞাপন চিত্রের মাধ্যমে আমাদের বোঝানোর চেষ্টা করেন যে আমরা কত বড় দেশ প্রেমিক। আপনি নিজেকে জিজ্ঞেস করে দেখুন তো আপনি নিজে কতটুকু দেশকে ভালবাসেন?

জানি আমি, আপনি, আমরা কেউ এই প্রশ্নের উত্তর দিতে পারবো না । কারন আমরা কেউ দেশকে মন থেকে ভালবাসি না । আমরা শুধু জানি কি ভাবে আর একজনকে ডিঙ্গিয়ে উপরে ওঠা যায়।

একটা গল্প মনে পড়ে গেল।

একবার একটি খেলা দেয়া হল কোন দেশ প্রথম পাহাড়ের চুড়ায় উঠতে পারে । সেই খেলায় ঠাই হল বাংলাদেশের। প্রতিটি দেশ থেকে ৫ জন করে প্রতিযোগি অংশগ্রহন করতে পারবে। পর্বতের চুড়ায় ওঠার জন্য মই দেয়া হয়েছিল প্রতিটিদেশকে ১টি করে। নির্দিষ্ট সময়ে খেলা শুরু হল । অন্যান্য দেশ গুলো চেষ্টা করতেছিল কি ভাবে তাদের দেশকে এগিয়ে নেয়া যায়। তারা একজন আর একজনকে সাহায্য করছে যেন তারা সবার আগে চুড়ায় উঠতে পারে। কিন্তু বাঙ্গালীরা একজন আর একজন কে ধাক্কা বিয়ে নিজে আগে মই বেয়ে ওঠার চেষ্টা করছে। ফল স্বরুপ তারা সকলের পিছনে।

আসলে এটা মনে হয়না কোন গল্প, এটিই বাস্তব। আমরা তো এমনটাই । কেউ একজন আমার চেয়ে ওপরে উঠবে আর আমি নিচে পড়ে থাকবো তা তো হতে পারে না। এমনই হিংসার অনলে আমরা জ্বলি।

যার ফলস্বরুপ, আমরা সবসময় পিছিয়ে থাকি।

আর কত দিন আমরা পিছিয়ে থাকব।



মেহেদী

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.