নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তিযুদ্ধাদের চেতনায় গড়া বাংলাদেশ দেখতে চাই ।

হাফিজুর রহমান মিতু

ইতালী-রোম

হাফিজুর রহমান মিতু › বিস্তারিত পোস্টঃ

সব ধর্মিও ধান্ধাবাজরা এক জায়গায়

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

চোরে চোরে মামতু ভাই এটা আবার প্রমান হলো । বাংলাদেশে সব ধান্ধাবাজরা আজ এক প্লাটফর্মে এসেছে ধর্মের নামে । বন্দুগন একটু ভেবে দেখুন ইসলামের নামে এরা সবাই ধান্ধা করেছে । জিয়া ইসলাম ধর্ম নিয়ে তামাশা করেছে সংবিধানে বিসমিল্লাহ বসিয়ে, অথচ একই সময় সংবিধানে মদ বিত্রিু করার অনুমতি দিয়েছে, যা বঙ্গবন্দু সময় নিষিদ্ধ ছিল । জামায়াত ধর্মের নামে এক বেপর্দা মহিলার সাথে জোট করেছে ক্ষমতায় যাওয়ার জন্যে ।যে মহিলার নামের ফালু নামের এক লোকের সাথে কিছু একটা আছে বলে প্রচার রয়েছে, যদিও এটা তারেক রহমান ভাল বলতে পারবে কারন যখন তারা ক্ষমতায় ছিল তখন এন টিভি তারেকের অনুষ্ঠানে নিষিদ্ধ ছিল । আজ যারা ইসলাম গেল বলে যে তামাশা করছে তারা যে অদ্য ইসলামী দল না সেটা প্রমানের জন্য এই দুটি বিষয় কি যথেষ্ট না ।আসুন এদের প্রতিহিত করে বাংলাদেশে ইসলাম ধর্মকে নিরাপদে রাখি । জয় বাংলা...

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

স্বপ্নের মানুষ বলেছেন: hmm



পোস্ট দিয়ে পুরস্কার জিতে নিন

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

নিয়েল ( হিমু ) বলেছেন: আপনি আম্লিগার ভাই আপনি লাস্তিক :D
আমি আম্লিগ না তয় শাহবাগী বিধায় আমিও লাস্তিক :D
আসেন স্লোগান মিলাই
জয় বাংলা

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২

ভোলার ডাইরী বলেছেন: শাহবাগের মুক্তিযোদ্ধারা পারলে একবার স্লোগান দেন "ম তে মখা আলমগীর, তুই রাজাকার তুই রাজাকার " =p~ ছাত্রলীগের পোলাপান ধইরা ঠ্যাং ভাইন্গা দিবো =p~ এমনে পুলিশের নিরপাত্তায় থেকে ফ্রি খাবার খেয়ে সাংস্কৃীতিক অনুষ্ঠান করে আর ছাত্রলীগের নেতাদের সাথে স্লোগান দিলে পিকনিক হয়, বিপ্লব হয়না

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

যোগী বলেছেন: তবে যাই বলেন জিয়া সেই সময় একটা ভালো কাজও করেছিল। বাংলাদেশে পতিতাবৃত্তির লাইসেন্স দিয়েছিল। এই কারনেই পতিতাদের দোয়া সবসময় জিয়ার সাথে আছে।

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

এম আর সুমন বলেছেন: চোরে চোরে মাসতুতো ভাই তো আপনারা মিয়া। এরশাদের সাথে , তার সমর্থন নিয়া দুই বার ক্ষমতায় আসছেন। এরশার প্রতি বৃহস্পতিবার রাতে স্বপ্ন দেখত যে শুক্রবার সে দেশের অমুক মসজিদে নামাজ পড়তাছে। আর সেই অনুযায়ী হেলিকপ্টারে করে নামাজ পড়তে যেত। এই লোকও সংবিধানে বিসমিল্লাহর পক্ষে। জিয়ার সবকিছুই তো অবিকৃত রেখেছিল। আর আপনাদে বুবুজান, শান্তিকন্যা, বিশ্বব্যাপী শান্তির মহা মডেল তিনি নির্বাচন শুরু করেন শাহজালালের মাজার থেকে। তিনি বিমানবন্দর থেকে জিয়ার নাম মুছে ফেলার জন্য হজরত শাহজালালের নাম ঢাল হিসেবে ব্যবহার করেন, তিনি মাথায় হিজাব পড়ে পাবলিকের কাছে ক্ষমা চান, তজবিহ হাতে বক্তৃতা করেন, তিনি খেলাফত মজলিশের সাথে চরম সাম্প্রদায়িক চুক্তি করেন, তিনি তার রাষ্ট্রপতি পদ প্রার্থীকে গো, আজমের কাছে দোয়া চাইতে পাঠান, আর আগাম নির্বাচনের ঘোষনা দেন সৌদি আরবে গিয়া। ভাই কৃষ্ঞ করলে লীলা , আর আমরা করলে দোষ??
এতগুলো সাম্প্রদায়িক চরিত্র কি আপনাদের চোখে পড়ে না? আপনাদের বুবুর কি আওয়ামী ওলামা লীগ নাই? জানেন কিনা আওয়ামী লীগের যে কয়েকটি অঙ্গসংগঠন দলিয় কনষ্টিটিউশনে আছে তাদের মধ্যে আওয়ামী ওলামা লীগও আছে। আর সবথেকে বড় কথা এই শান্তিকন্যা তো এখোনো বিসমিল্লা রেখেছে, আবার ধর্ম নিরপেক্ষতাও রেখেছে। বোঝেন কত বড় ফাজলামো তারা জাতির সাথে করছে। কিন্তু আপনাদের মত কিছু পাবলিকের মগজ ধোলাই কইরা আবারো ক্ষমতায় থাকতে চায় এই দল।
আর একটি কথা , দেশের সর্বকালের সবথেকে জনপ্রিয় প্রেসিডেন্ট জিয়া কিন্তু আওয়ামী লীগকেও রাজনীতি করার সুযোগ দিয়েছিল। বাকশার থেকে আওয়ামী লীগের জন্ম দিয়েছিল। কিন্তু সেকথা আপনাদের ভুলে যাওয়ারই কথা। রক্তে যদি অকৃতজ্ঞতা থাকে তবে কে বোঝাবে? আপনাদের সকল কু কর্ম ঢাকার জন্য এখন রাজাকার ইস্যুকে ঢাল হিসেবে ব্যবহার করছেন্। তাহলে কি হল, এই দল তো ধর্মের নামে ভন্ডামী করেই, সেই সাথে এই যুদ্ধাপরাধী ইস্যুতেও ভন্ডামীই করছে।
মন্তব্য মুছবেন না। খবরদার আর বাকশালী করবেন না।

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

হাফিজুর রহমান মিতু বলেছেন: এম আর সুমন এখানে আপনার আপনা জন্মটাই ভুয়া, নাম ঠিক আছে কিনা জানি না, তবে ছবি যে আপনার না এ্টা সত্য । এখন বুঝে আপনার সমস্যা কোথায়, আমি লিখলাম ইসলামের কথা আপনি লিখলেন কি, হাসিনা এরশাদকে নিয়েছে, খালেদা কি করেছে, যাই হোক আমি এই সব বিতকে যেতে চাই না । শুধু এইটুকু বলবো আপনার জন্য পাকিন্তানে হলে ভাল হতো । আর জিয়া খুব তাড়াতাড়ি মির্জাফরের নাম মুছে ফেলবে বাংলাদেশে । একটু কষ্ট করে পাচটি বছর আপেক্ষা করেন । তেখন মনে কষ্ট পাইয়েন না ।

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩১

আমি তুমি আমরা বলেছেন: যুদ্ধাপরাধীর ফাসি চাই
আর কোন দাবী নাই।

৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৬

এম আর সুমন বলেছেন: মিতু আপনার নামে তো মনে হয় মেয়ে। ছবিতে কয় পুরুষ , আর আচরনে কয় হিজড়া। কি যে কই আপনেরে। জিয়ার নামে কিছু বলার আগে বিশবার ভাববেন। জিয়াই এদেশে গনতন্ত্র নিয়ে এসেছে।। জিযা ইসলাম নিয়ে তামাশা করেছে , নাকি আপনারা করেছেন তাই বোঝানোর জন্য এত কথা বলেছিলাম। দেখলাম বোঝেননি। আওয়ামী ট্রিপিকাল মস্তিস্ক তো!!
আর মহান মুক্তিযোদ্ধা জিয়া ভারত পালানো আওয়ামী মুক্তিযোদ্ধা না যে তার পক্ষে কথা বললে ভারত যেতে হবে। আপনি ও আপনার দোসররা ভারত যাইতে পারেন।
আর ব্লগে তো চার বছর ধরে লিখছেন। কয়জন ব্লগারকে দেখেছেন যারা সত্যিকারের ছবি দেয়? এখন কি বুঝেছেন যে আপনি কেন লেভেলের পাগল।

৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩১

হাফিজুর রহমান মিতু বলেছেন: আপনি যে অন্ধ সেটা ভাল বুঝতে পারছে এই ব্লগের সবাই, আমার নাম হাফিজুর রহমান মিতু, আর বললেন হিজড়া এটা দেখাতে পারতাম ....যাই হোক এত নিজে নামতে বিবেকে বাদে, আমি আগেই বলেছি জিয়া কি জিনিস ছিল তা তো আজ আর গোপন কিছু না । আর মুক্তিযুদ্ধের কথা বলছেন জিয়া তখন কি করেছিল তা এই মাসেরই ৪ তারিখের আমাদের সময় দেখলেই বুঝতে পারবেন । আমি আবারও বলছি লজ্জা পাবেন না যেন । যদিও আপনাদের লজ্জা বলতে কিছু নেই । আমি লিংটা দিলাম ।
Click This Link দয়া করে একটু দেখে নেবেন । ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.