নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তিযুদ্ধাদের চেতনায় গড়া বাংলাদেশ দেখতে চাই ।

হাফিজুর রহমান মিতু

ইতালী-রোম

হাফিজুর রহমান মিতু › বিস্তারিত পোস্টঃ

এই হরতাল শাহাবাগ গণজাগরন মঞ্চের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে নয় ।

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১:১৩



বি এন পির এই হরতাল সরকারের বিরুদ্ধে না, এই হরতাল শাহাবাগ গণজাগরন মঞ্চের বিরুদ্ধে তথা তরুন প্রজম্মের বিরুদ্ধে । কারন গত তিন দিনের হরতালের মধ্যে রবি সম জামায়াতে এবং মঙ্গলবার ছিল বি এন পির হরতাল । কিন্তু শাহাবাগের গণজাগরন মঞ্চ জামায়াতের হরতাল প্রতিরোধের ডাক দিলেও বি এন পির হরতালের ব্যাপারে কিছু বলেনি । তাই এই হরতাল পরিকল্পিত ভাবে বি এন পি ডাকার পরপরই জামায়াতও হরতাল ডাকলো । এখন যদি গণজাগরন মঞ্চ জামায়াতের হরতালের প্রতিরোধ করে তাহলে বি এন পি বলবে গণজাগরন মঞ্চ তাদের ডাকা হরতাল প্রতিরোধ করছে ।শুধু গণজাগরন মঞ্চকে বির্তকিত করার জন্যই এই হরতাল । তরুন প্রজম্মের এখনও যারা ঘুমের ঘরে আছেন তারা জেগে উঠুন এবং আজ থেকে শ্লোগান ধরুন জামায়াত বি এন পি নির্মূল করবো বাংলাদেশকে মুক্তিযুদ্ধাদের দেশ বানাবো ।আর জামায়াত বি এন পির ডাকা এই হরতাল প্রতিহিত করবো । জয় বাংলা....





মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১:১৭

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১:১৮

গেস্টাপো বলেছেন: ইয়ে মানে আমার বয়স ২১ বছর
আমি তরুন প্রজন্ম নাকি বুড়া প্রজন্ম B-)) B-))

বিম্পিরে ফুলিশে গুলি কইরা লাশ বানায়া ফালাইয়েও কি বেচারারা হরতান দিতে পারবো না =p~ =p~ =p~ =p~

৩| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১:২০

রঁমাকান্তকামারঁ বলেছেন: ও! আইচ্ছা !!! :-B

৪| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১:২৩

পিওর গাধা বলেছেন: :-B :-B :-B

৫| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১:২৫

একজন ঘূণপোকা বলেছেন: B:-/ B:-/ B:-/

৬| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১:২৫

মাজহারুল হুসাইন বলেছেন: গেস্টাপো বলেছেন: ইয়ে মানে আমার বয়স ২১ বছর
আমি তরুন প্রজন্ম নাকি বুড়া প্রজন্ম

বিম্পিরে ফুলিশে গুলি কইরা লাশ বানায়া ফালাইয়েও কি বেচারারা হরতান দিতে পারবো না

৭| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৩১

জাহেদ আরমান বলেছেন: শাহবাগের আন্দোলন প্রথমদিকে তরুণ প্রজন্মের আন্দোলন ছিলেএতে কোন সন্দেহ নেই। কিন্তু একজন শাহবাগ আন্দোলন ছাত্রলীগের আন্দোলন। ঢাবির শিক্ষার্থীদের এই প্রোগ্রামে যাওয়ার জ্ন্য জোর করা হচ্ছে। গণজাগরণ মঞ্চের ব্যানারে ক্যাম্পাসে ছাত্রলীগ মিছিল করে। এমনকি গণজাগরণ মঞ্চের আশেপাশে যারা আছে তারা সবাই ছাত্রলীগের নেতা কর্মী। আর এটা অনেক আগেই বিতর্কিত হয়ে গেছে...

৮| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৩

ফাহীম দেওয়ান বলেছেন: আজ ঐতিহাসিক ৭ই মার্চ, মনে রাখতে হবে এই দিন জামাত-শিবির আর রাজাকারদের দোসর দের জন্য মোটেও সুখকর নয়। যে কোন ভাবেই হোক তারা এই দিনটাকে তাদের প্রতিশোধের স্বপ্নের বহিঃপ্রকাশ ঘটাবেই।

অনেকেই সন্দেহ দেখাবেন জানি, তবে বুকে হাত দিয়ে বলুন তো কোন দিন কি দেখেছেন বিএনপিকে মহান ৭ই মার্চ উদযাপন করতে।

তবে স্বাধীনতার স্বপক্ষ দাবীকরা শক্তির ৭ই মার্চ এর মতো এতো চরম সত্যটাকে নিয়ে এত্ত অবহেলা কিসের ?

আজ কি ঘটেছে টিভি, অনলাইনে আমরা সবাই দেখেছি। একমাত্র এই সমাবেসের অনুমতি না দেয়া ছাড়া পুলিশের বাপের ও সাধ্য নাই এমন চক্রান্ত নস্যাৎ করার। বর্তমান যে ধারার রাজনীতি শুরু হয়েছে সেখানে নেতৃত্বের কাছে ষঢ়যন্ত্র আর কুট চালই মুল মন্ত্র হয়ে দাড়িয়েছে।

সারাদেশে জামাত-শিবিরের তিনদিনের টানা ধংষজজ্ঞ চলার পর সরকার আর পুলিশরে পাগলা কুকুরে কামড়েছে যে আবারো এমন পরিস্থিতির তৈরী হোক যে মার খাক।

৯| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৩

নায়করাজ বলেছেন: এই হরতাল যে গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে এ কথা কোথায় পেলেন ?

১০| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৩৭

আমি ব্লগার হইছি! বলেছেন: এই হরতাল ঐতিহাসিক ৭ই মার্চ কে অবমাননা করার জন্য। ঐযে, ১৫ ই আগষ্টে কেক কাটার মতো।

সাতই মার্চ ফিরে এলো
উজ্জ্বল দিন,
এই দিন ইতিহাসে
চির অমলীন!
বছর ঘুরেতো সেই
আসে দিন ফিরে,
মুজিব আসেনা হায়
নিয়ে নাও তীরে!

১১| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৯

যত্নহীন রবি বলেছেন: আমরা সবাই ভুলতে বসেছি গনজাগরন মঞ্চ কেন গঠিত হয়েছিল ? এই আন্দোলন কেন শুরু হয়েছিল ?

প্রকৃতপক্ষে এই আন্দোলন শুরু হয়েছিল বিচার প্রত্যাশীদের সরকারের প্রতি অনাস্হা হতে এবং জামাতের প্রতি সরকার আতাঁতের সন্দেহে । কিন্তু আওয়ামীলীগ খুবই স্মার্ট রাজনীতিক দল এবং এই ইস্যুটা নিজেদের বলে বেশ বুদ্ধিমত্তার সহিত আবহাওয়া নিজেদের অনুকূলে নিয়ে আসল ।
বর্তমানে এই আন্দোলন ছয় দফা দাবীর ভিত্তিতে এগিয়ে যাচ্ছে । কিন্তু ভোটের রাজনীতি করার জন্য সরকার নিজেদের প্রয়োজনীয় বিষয়গুলোকে পৃষ্ঠপোষকতা করলেও বাকি বিষয়গুলো সুক্ষভাবে এড়িয়ে যাচ্ছে । যেমন সরকারের পক্ষ হতে কিছুদিন আগে স্পষ্টভাষায় উল্লেখকরা হয়েছে "জামাতকে নিষিদ্ধের কোন চিন্তা সরকারের নাই" ; সংবিধানে সুযোগ থাকার পরও নিষিদ্ধ করার পদক্ষেপ না নেওয়া ব্যাপক হতাশা জনক । ***সেই সাথে জাগরন মঞ্চের আরো একটি দাবি হলো ট্রাইব্রুনালকে স্হায়ী রুপ দেয়া যাতে পরবর্তীতে ও পর্যায়ক্রমে সকল যুদ্ধাপরাধীর বিচার করা যেতে পারে । এই বিষয়েও সরকারের কোন বক্তব্য নেই । দুঃখজনক ভাবে জাগরনমঞ্চেও এই নিয়ে ইদানিং বক্তব্য শুনা যাচ্ছে না ।

ফাসিঁর দাবির পাশাপাশি জামাতকে নিষিদ্ধ ও ট্রাইব্রুনাল স্হায়ী করার দাবি আরো শক্তিশালী করা উচিত । নয়তো আন্দোলনের দীর্ঘমেয়াদী সুফল হতে বাংলাদেশ বঞ্চিত হবে ;আবারো রাজনৈতিক ছত্রছায়ায় পাখা গজাবে এই রাজাকারের দল ।

১২| ০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৪৪

জহির উদদীন বলেছেন: শাহবাগের প্রজন্ম চত্ত্বর এখন ছাত্রলীগ প্রজনন চত্ত্বরে রূপান্তরিত হইয়া গিয়াছে.......

১৩| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৭

আশফাক সুমন বলেছেন: আপনার পোস্ট পড়ে না হেসে পারলাম না।
=p~ =p~ =p~ =p~
এক্তু চিন্তা করে লিখবেন ভাই, ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.