নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তিযুদ্ধাদের চেতনায় গড়া বাংলাদেশ দেখতে চাই ।

হাফিজুর রহমান মিতু

ইতালী-রোম

হাফিজুর রহমান মিতু › বিস্তারিত পোস্টঃ

ইতালীর রোমের মসজিদের হুজুররা......

০৮ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৫

আজ জুমাআর নামাজ পড়তে রোমের পেলেসতিনা মরজিদে গিয়ে ছিলাম । বয়ানের হুজুর একটি ঘোষনা দিলেন । বাংলাদেশে কিছু লোক আমাদের নবীজীকে নিয়া কুরুচিপূর্ণ বক্তব্য করেছে এবং সংখ্যালঘুদের উপর আক্রমন করেছে তার প্রতিবাদে আগামী শুক্রবার প্রতিবাদ সভা ও সাংবাদিক সম্মেলন করে একটি স্বারক লিপি পেশ করবেন ইতালীর রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবেসে । উদ্দ্যেগটা খুবই ভাল ।আমি বলবো শুধু নবীজীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যই প্রতিবাদ নয়, বাংলাদেশ সংবিধানে থেকে মদ খাওয়া, জুয়া খেলার অনুমোদন বাতিল করতে হবে । এবং যারা নবীজীকে নিয়ে কুরুচিপূর্ন বক্তব্য প্রদান করছে এবং যারা সংবিধানে মদ খাওয়া জুয়া খেলার আইন সংযোগ করেছে তাদেরও বিচারের আওতায় আনতে হবে । বাংলাদেশে আজ অলিতে গলিতে মাল্টিপারপাস ব্যবসার নামে সুদের ব্যবসায় সয়লাব ।সরকার ইসলাম ধর্মকে রক্ষার জন্য যেন এই সুদের ব্যবসা বন্দ করার জন্য আইন করে । রোমের মসজিদের হুজুদের প্রতিবাদ সভায় এবং স্বারক লিপিতে যেন এই উল্লেখিত বিষয় গুলি থাকে । তাহলেই হুজুর যে দাবি করেছেন এটা কোন রাজনৈতীক বিষয় নয় এটা সাধারন মানুষের কাছে পরিষ্কার হবে ।

মন্তব্য ৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:১১

জিয়া চৌধুরী বলেছেন: আজ জুমাআর নামাজ পড়তে রোমের পেলেসতিনা মরজিদে গিয়ে ছিলাম । বয়ানের হুজুর একটি ঘোষনা দিলেন । বাংলাদেশে কিছু লোক পতাকা ছিড়েছে, শহীদ মিনার ভেঙ্গেছে, মসজিদেদর কার্পেটে আগুন দিয়েছে, লেখকদের হত্যা করছে এবং সংখ্যালঘুদের উপর আক্রমন করেছে তার প্রতিবাদে আগামী শুক্রবার প্রতিবাদ সভা ও সাংবাদিক সম্মেলন করে একটি স্বারক লিপি পেশ করবেন ইতালীর রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবেসে । উদ্দ্যেগটা খুবই ভাল ।আমি বলবো শুধু পতাকা ছেড়া শহীদ মিনার ভাঙ্গার প্রতিবাদ নয়, বাংলাদেশ সংবিধানে থেকে পান খাওয়া, ল্ইট্যা ফিস খাওয়া, মেশিন চালানোর অনুমোদন বাতিল করতে হবে । এবং যারা শহীদদ মিনার ভেঙ্গেছে, মসজিদের কার্পেটে আগুন দিয়েছে এবং যারা নিজেদের ইসলামের রক্ষক দাবী করার পর্ও ক্ষমতায় থাকার সময় মদের লাইসেন্স দিয়েছে ও সংখ্যালঘু নির্যাতন করছে, দেশময় নৈরাজ্য সৃষিষ্ট করছে, ঢাকায় শান্তিপূর্ন সকল ধর্মের আন্দোলনকারীদের নাস্তিক বলছে তাদেরও বিচারের আওতায় আনতে হবে । বাংলাদেশে আজ অলিতে গলিতে ইসলামী ব্যাংকের নামে সুদের ব্যবসায় সয়লাব ।সরকার ইসলাম ধর্মকে রক্ষার জন্য যেন এই সুদের ব্যবসা বন্দ করার জন্য আইন করে । রোমের মসজিদের হুজুদের প্রতিবাদ সভায় এবং স্বারক লিপিতে যেন এই উল্লেখিত বিষয় গুলি থাকে । তাহলেই হুজুর যে দাবি করেছেন এটা কোন রাজনৈতীক বিষয় নয় এটা সাধারন মানুষের কাছে পরিষ্কার হবে ।

আসল লেখা এটি। লিংক দেখুন। Click This Link

২| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৭

মুসাব্বির৬৬৬ বলেছেন: জিয়া চৌধুরী আসল লেখা একই :P

৩| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৯

মনুমনু বলেছেন: বাংলাদেশে আজ অলিতে গলিতে মাল্টিপারপাস ব্যবসার নামে সুদের ব্যবসায় সয়লাব ।সরকার ইসলাম ধর্মকে রক্ষার জন্য যেন এই সুদের ব্যবসা বন্দ করার জন্য আইন করে ।

একমত

৪| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৮

একাকি একজন বলেছেন: হাফিজুর রহমান মিতু ওরফে বাটপার জামাতি

৫| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৩

হাফিজুর রহমান মিতু বলেছেন: একাকি একজন কে বলছি... মনে যা চায় তাই লিখেন তাই না ?

৬| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৯

আশিকুর রহমান ১ বলেছেন: ভালো লিখা। মিতু ভাই হাম্বারা ল্যাঞ্জা নাড়াইয়া হাম্বা হাম্বা করবেই এদের মাথায় কি পরিমান হাগু আছে স্বয়ং সৃষ্টিকর্তা ছাড়া আর কেও জানে না। এরা নাস্তিকদের লিখায় দেশপ্রেম আর ইসলাম নিয়ে লিখা সকল লেখায় জামার-শিবির খুইজা পায়। X( X( X(

যেখানেই এদের ল্যাদানি দেখবেন সেখানেই গদাম দিবেন। X((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.