![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জামায়াতে ইসলামী চক্রের পর এবার এলেন হেফাজতে ইসলাম, এরা আসলেই কি চায় ? সত্যিকারের ইসলামের খেদমত করতে চাইলে প্রথমেই তাদের উচিৎ ছিল সংবিধান থেকে মদ পান করা আর জুয়া খেলার অনুমোদন বাতিলে দাবি জানানো । কিন্তু তারা তা না করে শুরু করেছেন গণজাগরন মঞ্চ বন্দ করতে হবে । কে বা কারা নবীজির সর্ম্পকে কি বলেছেন তা নিয়ে বাড়াবাড়ি শুরু করেছে ।আমার প্রশ্ন ঐ সমস্ত আলেমদের কাছে হারাম যখন আইন করে হালাল করা হয় তখন কি নবীজিকে আপমান করা হয় না । মাল্টিপারপাস ব্যবসার নামে সুদের ব্যবসা যখন হালাল হয়ে, সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে তখন কি নবীজিকে আপমান করা হয় না ? সুদের ব্যবসা মহিলাদের মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়ে নোবেল পাওয়া নিয়ে মাতামাতি কি নবীজিকে অপমানিত করে না ? ইসলাম ধর্মের নামে আলেমরা যখন বিভিন্ন নামে বিভিক্ত হয়ে একে অপরকে কাফের বলে তখন কি নবীজিকে অপমানিত করা হয় না ? আসলে শান্তির ধর্ম ইসলাম নিয়ে যারা বেশি বাড়াবাড়ি করে অশান্তির সৃষ্টি করেছে, তখন তাদের সর্ম্পকে জানতে ইচ্ছে করে যে, এদের আসল উদ্দেশ্য কি ? সাংবাদিক ভাইয়েরা একটু খোজ খবর নিবেন আসলেই এই তর্থাকথিত আলেমদের আসল পরিচয় কি ? এদের পরিবারে লোকজন কি করে চলে । এদের ছেলে মেয়েদের অবস্থা কি ? এরা কি চরমোনাই পীরের ছেলের মত সুদের ব্যবসা করছে নাকি ?
২| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৯
এম এম হোসাইন বলেছেন: হেফাজতে ইসলামের এখন বাংলা পরীক্ষা চলছে, তাই অন্য পরীক্ষার আলাপ করা যাবে না।
৩| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১১
রওনক বলেছেন: একটা কিছু দিয়ে আরম্ভ করতে হয়, যেমন গণজাগরন মঞ্চ ইলেকশনের কথায় যার ১ বছরও বাকি নাই, বলে এটা দুরের ইসু, কারেনত হল ৪২ বছর আগের যুদ্ধাপরাধীদের বিচার যা আরও ৫ বছর পরও করা যাবে। Click This Link
৪| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১২
সুফি ফারুক বলেছেন: হেফাজতে ইসলাম কারা?
যুদ্ধাপরাধীদের পুনর্বাসনে প্রচুর টাকা ঢালা একটি এনজিও হচ্ছে - রাবেতা আল ইসলামী (যার কান্ট্রি হেড যুদ্ধাপরাধী জামাত নেতা মীর কাসেম আলী)।
সেই এনজিওর অঙ্গ সংগঠন মাসিক আল-হক্ব পত্রিকা। এই পত্রিকার প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক এবং রাবেতা আলমে আল ইসলামীর বর্তমান বাংলাদেশ ব্যুরো প্রধান - আল্লামা সুলতান যওক নদভী (নামটা বেশি ডাঁটের বটে )।
সেই এই - নদভী - হচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশ - এর নায়েবে আমীর।
এবার বুঝেন, ওদের এজেন্ডো কি?
- হেফাজতে ইসলাম, নাকি হেফাজতে রাজাকার?
হেফাজতে রাজাকার বললে তো মাইর মাটিতে পড়তো না।
তাই একটু ইসলাম - গায়ে মাথায় মেখে নিয়েছে।
ব্যাস। আর যায় কৈ?
আমরা ধর্ম সচেতন ভায়েরাও ইসলাম হেফাজত করতে ওদের পিছনে হাজির।
৫| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৫
অশ্রুহীন মন বলেছেন: শান্তির ধর্ম ইসলাম নিয়ে যারা বেশি বাড়াবাড়ি করে অশান্তির সৃষ্টি করেছে, তখন তাদের সর্ম্পকে জানতে ইচ্ছে করে যে, এদের আসল উদ্দেশ্য কি
৬| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৫
সুলতানা১২ বলেছেন: লেখাটা ভালো লাগলো...........তবে আমার এই দেশটাকে এভাবে আঘাত করে শিরোনামটা অন্তরকে আঘাত দিলো
৭| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৯
সরদার হারুন বলেছেন: আপনি বাংলা দেশের দোষ দিচ্ছেন কেন ?আপনি কেমন করে জানেন যে চর মোনাইর পীরের ছেলে সুদের
ব্যবসা করে ?আপনার মত শোনা কথার আনেক মুসলমান নেই। আছে হাতে গোনা কয়েকজন।কাজেই
আপনাদের মত লোকের জন্য সবাইকে দায়ী করা যায়না ভাই।
আগে জানুন তার পরে লিখুন ।
৮| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৭
অজানাবন্ধু বলেছেন: আমারা মনে হয় সচেতনতার অভাবে ভুল বেশি করি।
ধর্ম ব্যবসায়ীরা এই সুযোগ কাজে লাগাচ্ছে।
আসুন আমরা সবাই ইসলাম সম্পর্কে জানি।
এবং অবশ্যই জানার জন্য সহি কিতাব গুলো পড়ি।
৯| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৮
হাফিজুর রহমান মিতু বলেছেন: বাংলাদেশে মানে বাংলাদেশের ভিতরে যারা ইসলাম ইসলাম বলে চেচায় তাদের উদ্দেশ্যে এই লেখা ।
আর চরমোনাই পীরের ছেলে যে সুদের ব্যবসা করে এবং এক বাংলা সিনেমার নায়কের সাথে পালিয়ে বেড়াচ্ছে সেই রিপোট আমাদের সময় পত্রিকায় ছাপিয়েছে মাস তিনেক আগে । একটু কষ্ট করে খুজে নিবেন পীর সাহেবের ভক্তরা ।
সুফি ফারুক সাহেব কে ধন্যবাদ একটা সুন্দর তথ্য দেওয়ার জন্য ।
১০| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪১
রওনক বলেছেন: লেখক বাংলাদেশ কে দোষ দিচ্ছেন না, দিচ্ছেন ইসলামকে। উনি আবার নিজের বেলায় বাংলার দিন বাংলা পরীক্ষা দেন আর অন্যের বেলায় বাংলার দিন অংক করান। Click This Link
১১| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৯
হাফিজুর রহমান মিতু বলেছেন: রওনক সাহেব অযথা কেন পেচান, ইসলামকে কেন দোষ দিবো । আমি তথাকথিত আলেমদের কথা বলছি । যারা ইসলাম ধর্মে কথা বলে ধান্ধা করে । ইসলাম ধর্ম ধান্ধার জিনিস না । আশা রাখি সহজ বিষয় নিয়ে কেউ পেচাবেন না । ধন্যবাদ
১২| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫০
এম আর সুমন বলেছেন: আলেমরাও এখন শুধু বাংলা পরীক্ষা দিতাছে। ইংরেজীও এক সময় দিবে।
এই ফাকে আপ্নে মদ টদ যা লাগে খাইয়া রাখেন।
আর কে বা কারা নবীজির সর্ম্পকে কি বলেছেন তা নিয়ে বাড়াবাড়ি শুরু করেছে ।
এই লাইনটায় কষ্ট পাইলাম ভাই। কোনো শাস্তি তো তাদের হবে না। এতদিনে অন্তত হয়নি। তাই বলে একেবারেই জানেন না যে কে বা কারা হুজুর সঃ কে কটুক্তি করে?
একেই বলে আসল ভন্ডামী। এখানে কোনো রাজাকার বা অন্য কিছু জড়িত না।
আজ এই ইমরান বাহিনি চট্রগ্রামে গেলেই কি দেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে? সকল প্রকৃত যুদ্ধাপরাধীদের ফাঁসি হয়ে যাবে?
যদি হয় তাহলে তো ভাই আরো দশটা এমন বাহিনীর সেখানে যাওয়া উচিত। আদালতে তো বিচার হচ্ছে, সরকারও সহমত। তবে এখনই আলেমদের চটানোর দরকারই বা কি? আর যারা ধর্ম নিয়ে কটুক্তি করেছে তাদের বাঁচানোরই বা কি দরকার আপনাদের ?
আমি কয়েকবার যুদ্ধাপরাধীর ফাঁসি চাই শ্লোগান দিয়ে যা খুশি তাই করে যাবো? তখন আর কোনো দোষ কি আপনাদের চোখে পড়বে না?
তাহলে ভাই চুপ থাকেন। কারন সাধারন জনগন প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচার চায়। সুতরাং বেশি ফাল মাইরেন না। আল্লামা শফী ও স্পষ্ট বলেছেন তিনি এ বিচার চান। এর মধ্যে কোনো কিন্তু বা স্বচ্ছ ইত্যাদি শব্দ ছাড়াই তিনি একথা বলেছেন।
১৩| ১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫২
পরিবেশ বন্ধু বলেছেন: ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম
নবী পাক সা বিদায় হজের ভাষণে বিশ্বের প্রায় ২ লক্ষ সাহাবা কেরামের
উদ্দেবেরবলেন আমি তোমাদের জন্য ইসলাম কে পরিপূর্ণ করে গেলাম ।যারা আল্লাহর বানী কোরআন এবং তার রাছুলের বানী হাদিস কে
আঁকড়ে উত্তম আদর্শ ভাবে জীবন যাপন করবে তারাই মুক্তি প্রাপ্ত ।
আর সব ভাওতাবাজ ।
সাহাবা কেরাম প্রশ্ন করলেন কোন দল অনুসরন করব , নবীজী বলেন
আহলে ছুন্নত অয়াল দল বা নবীজীর ছুন্নতের অনুসারী ।
ইসলামে ফেত্না সৃষ্টি বা মিথ্যা ভ্রান্তি হত্তার চাইতে জগন্য , সুরা বাকারা । ইসলাম নিয়ে কোন দল বা রাজনীতি করা উচিৎ নয়
আল্লাহ আমাদের বুঝার হেদায়েত দিন ।
১৪| ১৪ ই মার্চ, ২০১৩ ভোর ৬:১৭
সরদার হারুন বলেছেন: পৃথিবীতে এত জিনিস থাকতে কেন ধর্ম নিয়ে অযথা মানুষ তর্ক করে এটা আজও বুঝলাম না ।
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৫
লেখোয়াড় বলেছেন:
বাংলাদেশের দোষটা দিয়েন না।