নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তিযুদ্ধাদের চেতনায় গড়া বাংলাদেশ দেখতে চাই ।

হাফিজুর রহমান মিতু

ইতালী-রোম

হাফিজুর রহমান মিতু › বিস্তারিত পোস্টঃ

বিএনপির পর হেফাজতে ইসলাম যে জামায়াতের দালাল তার প্রমান কি ইসলাম ধর্মের নামে ধান্ধাবাজ জারজ সন্তানরা পেয়েছেন ।

০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৪

বিএনপির পর হেফাজতে ইসলাম যে জামায়াতের দালাল তার প্রমান কি ইসলাম ধর্মের নামে ধান্ধাবাজ জারজ সন্তানরা পেয়েছেন । যদি না পেয়ে থাকেন তাহলে দয়া করে এই লিংকটা ভিজিট করবেন http://www.facebook.com/Bangla.Leaks.page ।যারা আমাকে ফেজবুকে/ব্লগে নাস্তিক, বাকশালী বলে গালি দেন, মেরে ফেলবেন বলে ২৪ ঘন্টা সময় দিয়ে ফোন করে, তাদের কে বলবো আগে কুরআন হাদিস সর্ম্পকে জানেন তারপর অন্যদের গালাগালি করেন । নামের সাথে ইসলাম মাথায় টুপি আর দাড়ি থাকলেই মহা নবীর উম্মত হওয়া যায় না ।আজকের লংমার্চে যারা যোগ দিয়েছে তাদের শতকরা ৯৮ জন মর্খ শুধু হুজুরের কথায় তারা এসেছে । কোন কিছু না বুজে না জেনে, এটাও হাদিস কুরআনে নিষেধ আছে । আর হুজুরা তো মাল কামায়ছে জামায়াতের কাছ থেকে । আমি সকালে গিয়ে ছিলাম যাত্রাবাড়ির চৈারাস্তায় দেখলাম মূর্খরা ছোট ছোট প্যকেটে করে রুটি পানির বোতল নিয়ে এসেছে সাথে একটা করে লাঠিও । মনে হলো বড় বড় বাশ কেটে লাঠি গুলো বানানো হয়েছে । এক কথায় পরিকল্পিত ভাবেই এই সব করা হয়েছে এক জায়গা থেকে । তাহলে মানে দাড়ালো কি ? এত টাকা আসলো কোথা থেকে ?

আজকে তারা নবীজির অপমানে কথা বলে, ব্লগারা নাকি এটা করেছে । এই দাড়ি টুপিওয়ালারা যে অবিরাম মিথ্যা কথা বলে যাচ্ছে, মাদ্রাসার কমলমতি ছাত্রদের ধোকা দিয়ে রাস্তায় নামিয়েছে । এতে কি নবীজিকে অপমানিত করা হয় না । যখন এই ধর্মীও মূর্খরা মাল্টিপার্রপাসের মত সুদের ব্যবসার বিরুদ্ধে কোন কথা বলে না তখন কি নবীজি অপমানিত হয় না । ড. ইউনুস সুদের ব্যবসা বাংলার ঘরে ঘরে ছড়িয়ে দিয়ে যখন নোবেল পূরুস্তাকার পায় আর তা নিয়ে নাচানাচি হয় তখন আজকের এই হেফাজতিরা কোথায় ছিল ? এতে নবীজিকে অপমানিত করা হয়নি । এই ইউনুসের পক্ষ নিয়ে আমাকে যারা নাস্তিক বলে গালি দিচ্ছে তারা দুদিন আগেও নেচেছে । আজ তারাই ফেজবুক আর ব্লগে ইসলাম রক্ষার নামে হেফাজতে ইসলামের পক্ষে যা খুশি লিখছে । কারন এরাই হলো জারজ সস্তান, এদের কাজ হলো ইসলাম রক্ষা না যুদ্ধাপরাধীদের রক্ষা ।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৪

শোয়াইব আহেমদ বলেছেন: হেফাজত কি যুদ্ধাপরাধিদের মুক্তি চেয়েছে ? হ্য বা না ?
শাহবাগ কি নষ্ট নাস্তিকদের মুক্তি চেয়েছে ? হ্যা বা না ?

২| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫১

তনুদ্‌ভব বলেছেন: ওদের যত লোক হোক না কেন। এটা দেশের আসল চিত্র নয়। আমাদের রাজনিতিকদের ক্ষমতার লোভ আজ ওদের এই স্পর্ধা দিয়েছে। নয়ত ৪% লোকের সমর্থন যদি এটা হয়, তাহলে ৪০% লোকের সমাবেশ কেমন হবে! আমাদের দেশটা কে মধ্য যুগে ফিরিয়ে নেয়ার এই অপচেষ্টা সফল হবেনা। কারন আমরা দেশের প্রতি ভালবাসা থেকে আন্দোলনে সমর্থন দিই। ওদের দারিদ্র্যতার সুযোগ নিয়ে টাকা দিয়ে ওদের ব্যবহার করছে জামাত। তাই দেখা যাচ্ছে এখনি সমাবেশে আসা অনেকেই ক্লান্ত হয়ে পড়েছেন। আর আমরা দিনের পর দিন রাস্তায় বসে থেকেছি। ওরা জীবনের কাছে পরাজিত ভেবে নিজেদের এই পথে নিয়ে এসেছে। নয়ত এখানে খাবার আর টাকার লোভে এমন করে আসতে বাধ্য হতোনা। জামাত কেবল ওদের ব্রেইন ওয়াশ করতে পারে। সাহস করে কোন মুক্ত চিন্তার মানুষের কাছে যেতে পারেনা।

৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫১

তনুদ্‌ভব বলেছেন: ওদের যত লোক হোক না কেন। এটা দেশের আসল চিত্র নয়। আমাদের রাজনিতিকদের ক্ষমতার লোভ আজ ওদের এই স্পর্ধা দিয়েছে। নয়ত ৪% লোকের সমর্থন যদি এটা হয়, তাহলে ৪০% লোকের সমাবেশ কেমন হবে! আমাদের দেশটা কে মধ্য যুগে ফিরিয়ে নেয়ার এই অপচেষ্টা সফল হবেনা। কারন আমরা দেশের প্রতি ভালবাসা থেকে আন্দোলনে সমর্থন দিই। ওদের দারিদ্র্যতার সুযোগ নিয়ে টাকা দিয়ে ওদের ব্যবহার করছে জামাত। তাই দেখা যাচ্ছে এখনি সমাবেশে আসা অনেকেই ক্লান্ত হয়ে পড়েছেন। আর আমরা দিনের পর দিন রাস্তায় বসে থেকেছি। ওরা জীবনের কাছে পরাজিত ভেবে নিজেদের এই পথে নিয়ে এসেছে। নয়ত এখানে খাবার আর টাকার লোভে এমন করে আসতে বাধ্য হতোনা। জামাত কেবল ওদের ব্রেইন ওয়াশ করতে পারে। সাহস করে কোন মুক্ত চিন্তার মানুষের কাছে যেতে পারেনা।

৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১০

পাস্ট পারফেক্ট বলেছেন: সবাই জারজ, আর তুমি কোন চ্যাটের বাল?

৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৮

সোহেলভাই বলেছেন: আমার ধারনা আপনি খাটি চাড়াল। তাই বলছি ভাই মনে কিছু নিয়েন না। তারা যদি যারজ হয়ে তাহলে আপনি মনে হয় ইশ্বর হনুমানের জন্ম। বুঝেন নাই। আপনার মাজে হনুমান করেছিল। আর তাতে আপনার মতো অপদার্থ জন্ম নিয়েছে। একটু বান্তবতা বুঝে কথা বলেন। দালাল ইমরানের পিছে না চুপ থাকেন। মাইন্ড কাযেন। শুধু আপনার সুরে বললাম।

৬| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৭

নষ্ট শয়তান বলেছেন: এই দামড়াটা আবার ব্লগিং ও করে এই জ্ঞানে।

লজ্জা ই পাইলাম আমি।

৭| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৮

ফাহিম আহমদ বলেছেন: ভাই পোস্টে হিট বাড়ানোর এই সুযগ হাত ছাড়া করিস না,,,,



















ছাগল,,,,,,,,,,,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.