নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তিযুদ্ধাদের চেতনায় গড়া বাংলাদেশ দেখতে চাই ।

হাফিজুর রহমান মিতু

ইতালী-রোম

হাফিজুর রহমান মিতু › বিস্তারিত পোস্টঃ

হেফাজত এবং বিএনপির দাবী সত্যি ৫ই মে ২/৩ হাজার আলেমকেই হত্যা করেছে পুলিশ । কিন্তু নাম ঠিকানা প্রকাশ করা যাবে না । কিনচিত সমস্যা আছে । দেশে তো পুরুষের পাশাপাশি মহিলা মাদ্রসাও আছে ।

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৩:২৯

গত ৫ই মে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম সমাবেশ করে । সমাবেশ করার জন্য হেফাজতের নেতারা ঢাকার পুলিশের কাছ থেকে সন্ধ্যা ৬টা পষন্ত অবস্হান করার অনুমতি পায় । কিন্তু তারা পুলিশের সাথে করা ওয়াদা ভঙ্গ করে (কথিত আছে বতর্মান সরকারের পতন ঘটানোর জন্য ) শাপলা চত্বরে লাগাতার অবস্হান করতে থাকে । তারা (হেফাজতিরা)ঘোষনা দেয় যে, তাদের ঘোষিত ১৩ দফার দাবি না মানা পষন্ত ঘরে ফিরে যাবে না প্রযোজনে শহীদ হবে । এর পরিপ্রেক্ষিতে পুলিশ তো আর থানায় বসে বসে লেবেনচোস খাবে না । তাই তারা রাতে হেফাজতের ঈমানের জোর পরিক্ষা করার জন্য অভিযানে নামে । আর উল্লেখিত আলেমদের গুলি করে শহীদ করে শত শত ট্রাকে করে নিয়ে যায় ।

বাংলাদেশে তো ছেলেদের মাদ্রাসার পাশাপাশি মহিলাদের মাদ্রাসাও আছে । মহিলা মাদ্রাসায় পড়ান তো বাংলাদেশের বিখ্যাত সব হুজুরাই । আর এই উপমহাদেশের বিখ্যাত আলেম আল্লমা শফী সাহেব তো তেতুল/লালার তত্তের কথা বলেই দিয়েছেন । মাদ্রাসার শিক্ষক পুরুষ আর শিক্ষাথীরা মেয়ে । তেতুল তত্ত তো এখানেই কাজ করেছে । পাঠক, বুঝতেই পারছেন ঐ রাতে পুলিশের অভিযানে হাজার হাজার উরতি আলেম শহীদ হয়েছে দাবি করলেও তাদের নাম ঠিকানা কেন প্রকাশ করতে পাছে না হেফাজতীরা । প্রকাশ করলেই তো প্রশ্ন পত্র ফাসের মত সব ফাস হয়ে যাবে । এখন বিএনপি আর হেফাজত শহীদ হওয়ার সংখ্যা কমিয়ে আনার জন্য মানবাধিকার সংগঠন অধিকারকে দিয়ে ৬১ জনের নাটক সাজিয়েও ধরা খেয়েছেন । তা না হলে যেখানে অধিকারের ৬১ জনের রিপোটে উপর বিএনপি হেফাজত রাগ হওয়ার কথা সেখানে তা না করে উল্টা সরকারের বিরুদ্ধে হুমকি দিচ্ছেন তাকে ছেড়ে দেওয়ার জন্য । এখানে তো বিএনপি হেফাজতের অধিকারের উপর রাগ হওয়ার কথা ছিল, কারন তারা বলে ছিল হাজার হাজার আর অধিকার বলছে ৬১ জন । বুঝতে পারছেন সমস্যা কোথায় । এখন ৬১ জনের নাম বের হলেও হেফাজতীর আসল চরিত্র বের হয়ে আসবে । এই জন্য হেফাজতী সহ তাদের সাঙ্গপাঙ্গরা শভ্রকে ছেড়ে দিতে সরকারকে হুমকার দিচ্ছেন । ধন্যবাদ ।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৩৬

এস্কিমো বলেছেন: এখানে তো বিএনপি হেফাজতের অধিকারের উপর রাগ হওয়ার কথা ছিল, কারন তারা বলে ছিল হাজার হাজার আর অধিকার বলছে ৬১ জন ।


- ইন্টারেস্টিং পয়েন্ট!

২| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৩৬

এস্কিমো বলেছেন: এখানে তো বিএনপি হেফাজতের অধিকারের উপর রাগ হওয়ার কথা ছিল, কারন তারা বলে ছিল হাজার হাজার আর অধিকার বলছে ৬১ জন ।


- ইন্টারেস্টিং পয়েন্ট!

৩| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৩৮

কপোতাক্ষের তীরে এক অসামাজিক বলেছেন: শোনেন ভায়া, কিছু ভয়াবহ ছবি দেখার দুর্ভাগ্য হয়েছে, সোর্স হলো বাংলাদেশ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা, যারা তখন দেশের বাইরে পড়াশুনা করছিলো, তারা পেয়েছে তাদের সাবঅর্ডিনেটডের কাছ থেকে, সংখ্যাটাও মোটামুটি জানা আছে।
যারা এঘটনায় জড়িত ছিলো, তাদের অনেকে রেডি ভবিষ্যতে ইনফরমেশন দেবার জন্য। এতো লাফায়েন না, সরকার চেন্জ হলেই এগুলা সব আসতে থাকবে সামনে। দেখা যাবে তখন আপনাদের লাফানো, রেডি থাইকেন।

৪| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৪০

াজ বলেছেন: ভাই আমার http://www.only71.com এই সাইটে যান। আপনাদের ভালো লাগবে আশা করি। আপনার চাইলে লিখতেও পারেন।

৫| ১৪ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:০৮

আলাদীন বলেছেন: মানুষ অমানুষ হয়ে গিয়েছে। ধরলাম ১ জন মানুষ ব্যক্তি যিনি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে পুলিশের গুলিতে মারা গিয়েছে। তার মুত্যু কি মৃত্যু নয়? এই স্বাধীন দেশে পুলিশের কি গুলি করার অধিকার আছে? সবচাইতে আপত্তিকর ব্যাপারটি হলো লাইভ টিভি সম্প্রচার কেন বন্ধ করে দেয়া হলো? সেটা কি সরকারের নিজেদের নিরপরাধ প্রমানের সবচাইতে বড় দলিল হতে পাত না? আর প্রতিবাদ কি মেট্রোপলিটন পুলিশের পারমিশন নিয়ে করতে হবে? শেখ মুজিব কি সরকারের পারমিশন নিয়ে সমাবেশ করেছিল? কেন সরকার ভিন্নমতের সংবাদমাধ্যমের ছবি/ভিডিও প্রকাশ না করার যন্য ডান্ডা নিয়ে বসে আছে? কেন স্বাধীনভাবে প্রকাশ করতে দিয়ে তথ্যগুলো যে ভুল/ফটোশপড সেটা প্রমান করছে না? দেশে একশেনীর মানুষ পশু হয়ে গিয়েছে, যারা মনে করে আওয়ামীলিগ রেপ করলেও খারাপ না, কোনো না কোনো ভাবে সেটা মুক্তিযুদ্ধের স্বপক্ষের কিছু। আর যারা এটা মানে না তারা সবাই পাকিস্তান থেকে আগত রাজাকার।

৬| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:০৭

জামান2021 বলেছেন: এতো লাফায়েন না, সরকার চেন্জ হলেই এগুলা সব আসতে থাকবে সামনে। দেখা যাবে তখন আপনাদের লাফানো, রেডি থাইকেন।

৭| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৪

হাসান কালবৈশাখী বলেছেন:
বিরামহিন নির্লজ্জভাবে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর দায়ে অধিকারের সম্পাদক আদিলুর রহমান
Click This Link

৩০০০ লাশ গুম! যেভাবে?
Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.