নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তিযুদ্ধাদের চেতনায় গড়া বাংলাদেশ দেখতে চাই ।

হাফিজুর রহমান মিতু

ইতালী-রোম

হাফিজুর রহমান মিতু › বিস্তারিত পোস্টঃ

ধিক সাদেক হোসেন খোকা ধিক...........

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৫৮

ধিক সাদেক হোসেন খোকা ধিক...........

১৯৯১/৯২ সালের কথা তখন আমি ঢাকার পাইওনিয়ার ফুটবল লীগে খেলি । কি এক কাজে আমি ও আমার দলের সবাই ষ্টেডিয়ামে গিয়ে ছিলাম । সন্ধ্যার পর পর হবে আমরা ফুটবল ফেডারেশনের নিচের মূল গেটে মুখে দাড়িয়ে সবাই মিলে কথা বলছিলাম ।এমন সময় কেউ এক জন আমার কাধের উপর হাত দিয়ে নাড়া দিছিল্ল, তখন আমাদের ফুটবল কোচ হাবিব ভাই আমার হাত ধরে টেনে তার দিকে টেনে নিয়ে গেল, আমি পিছনে ফিরে দেখি ততকালিন ক্রীড়া প্রতি মন্ত্রী সাদেক হোসেন খোকা । আমি একটু অবাকই হলাম যে এক জন মন্ত্রী এসেছে অথচ কোন আওয়াজ নেই ।এর কিছু দিন পর ঢাকার আ্ইজি গেটের বাংলাদেশ ব্যাংক কলোনির মাঠে ওয়ান ডে মিনি ফুটবল টুনামেন্টে হয়েছিল । সেখানে আমিও একটি দলের হয়ে খেলি এবং সেদিনও মন্ত্রী খোকা সাহেব দিনের বেশির ভাগ সময় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন । এই দুটি কারনে বিএনপির হলেও তার প্রতি আমার একটু দূর্বলতা ছিল । কিন্তু আজ তিনি সাকিবকে নিয়ে কি বললেন । খালেদা জিয়া না হয় মূখ্য নাস্তিকের ব্যখ্যা ইসলামে কিভাবে আছে জানেন না । কিন্তু খোকা সাহেবের তো তা জানার কথা ছিল ।এখন আমার ঘৃনা হচ্ছে ।এই সমস্ত লোকেরাই আমাদের নেতৃত্ব দিচ্ছে যারা নাস্তিক আর মুরদাতের পার্থক্য বুঝে না । ধিক সাদেক হোসেন খোকা ধিক...........

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:০৯

স্বাধীন কিবোর্ড বলেছেন: কথা ঠিক আছে। নাস্তিক বলা ঠিক হয়নি, নাস্তিকের দালালের সহযোগী বলা উচিৎ ছিল।

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪৮

সেফানুয়েল বলেছেন: @স্বাধীন কিবোর্ড... ভাই মাথাটা কি ইজারা দিসেন। সবাইকে নিজের মতো বানানোর চেষ্টা করেন কেন?

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫৮

হৃদ যমুনার জল বলেছেন: link please?

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩২

হেডস্যার বলেছেন:
খোকা সাহেব একজন আচোদা নেতা। টক শো তে দেখছেন কখনো ??
যুক্তি দিয়া কথা তো বলতে পারেই না...উল্টা তালগাছ আমার বইলা গো ধইরা বসে থাকে। বিএনপির নেতাগুলাগুলা সব বাছাইকৃত ছাগল।

এসব নেতা দিয়া দল চালায় ... ;) হা হা

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪০

বাবু ইসলাম বলেছেন: হেডস্যার যে যেমন সে অন্যদেরকেও তেমনই ভাবে।

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৯

হেডস্যার বলেছেন:
@বাবু ইসলাম....জানি কারো না কারো পুন্দে আগুন লাগবে।
কিন্তু ইহাই সত্য। B-))

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই দুটি কারনে বিএনপির হলেও তার প্রতি আমার একটু দূর্বলতা ছিল ।

X( X( X( X( X(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.