নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তিযুদ্ধাদের চেতনায় গড়া বাংলাদেশ দেখতে চাই ।

হাফিজুর রহমান মিতু

ইতালী-রোম

হাফিজুর রহমান মিতু › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে আস্তিক দাবিদার দুই প্রতিষ্ঠিত মোনাফেক...

২৭ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৮

বাংলাদেশে আস্তিক দাবিদার দুই মোনাফেক...



মতিঝিলের মহাসমাবেশ করার জন্য পুলিশের কাছে থেকে সন্ধ্যা ৬টা পষন্ত অবস্থান করবে, এমন ওয়াদা করে সমাবেশের অনুমতি নিয়ে ছিল হেফাজতে ইসলাম । কিন্তু তারা ওয়াদা ভঙ্গ করে বিএনপির সাথে আতাতের মাধ্যমে সরকার পতনের উদ্দ্যেশে দাবি আদায় না হওয়া পষন্ত মতিঝিলে অবস্থানের ঘোষনা দেয় । যা ইসলামের দৃষ্ঠিতে ওয়াদা ভঙ্গকারী মোনফেক । (আমাদের মহা নবী সাঃ এর সময় মদিনায় ইহুদিরা নবীজির সাথে করা ওয়াদা ভঙ্গ করেছিল সেই জন্য ঐ সময় ইহুদিদের হত্যা করে মদিনা ছাড়া করে ছিলেন ঐ সময়কার মুসলমানেরা )। ইসলাম ধর্মের লেবাস ধরে আল্লামা খেতাবধারী মিঃ শফী ও তার সহয়োগীরা পুলিশের সাথে ওয়াদা ভঙ্গকারী মোনাফেক ।

অপরদিকে ২৫ তারিখে হাজারো জনতার সামনে খালেদা ফালু/জিয়া সরকারের উদ্দেশ্যে (আজ এবং আগামীকালের মধ্যে) সংলাপ শুরু ব্যবস্থা না করলে ২৭ তারিখ খেকে হরতালের ঘোষনা দেন । এরই মধ্যে প্রধান মন্ত্রীর ফোন খালেদাকে মানে সংলাপ শুরুর ব্যবস্থা । কিন্ত খালেদা হরতাল প্রত্যাহার না করে হাজারো জনতার সামনে করা ওয়াদা ভঙ্গ করলেন ।

বাংলাদেশে ইসলামের নামে ইহুদীর দালালরা ইসলাম ধর্ম এবং বাংলাদেশ ধ্বংস করার চক্রান্ত করছে তা উল্লেখিত দুটি ঘটনা থেকে স্পষ্ট বুঝা যায় । বতর্মান বাংলাদেশে টাউটারি করার জন্য বেশির ভাগ লোক ইসলামের আশ্রয় নিয়ে থাকে, দাড়ি আর মাথায় টুপি পড়ে । বিশ্বাস না হলে আপনার আশে পাশে একটু লক্ষ করুন যে প্রকাশে বেশি বেশি আল্লাহর নাম নিচ্ছে লোক দেখানোর জন্য সেই বেশি ধোকা দিচ্ছে মানুষকে । তাই মহা নবী সাঃ এর মাধ্যমে আসা প্রকৃত ইসলাম ধর্ম ও বাংলাদেশকে রক্ষা করতে বিএনপি, জামায়াত আর হেফাজতে ইসলামকে বয়কট করুন

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৪

মতিউর রহমান মিঠু বলেছেন: ইতালি বইসা আঁতলামী রাজনিতী বন্ধ করেন। ৮৬'র কথা মনে আছে, ঐযে কে যেন বলছিলো এরশাদের সাথে নির্বাচনে গেলে সে হবে জাতীয় বেঈমান !! সে নিজেই সে নির্বাচনে অংশ নিয়েছিলো, এখন তাকে কি টাইটেল দিবেন??

নিজে হাদিস কোটেশান দিলেন আবার লেখার মধ্যে " খালেদা ফালু/জিয়া " এটা দিলেন, হাদিসে এ বিষয়ে কি বলবেন?

এই যে আপনি কারো "মা" কে অপমান করলেন ''খালেদা ফালু বলে, এখন কেউ যদি আপনার মাকে(আপনার মায়ের নাম জানা নেই আর কোন মাকে অপমান করার শিক্ষা পাইনি, তাই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার মায়ের কাছে, আপনার ভুল টা দেখানোর জন্য লিখছি) কেউ যদি এভাবেই নামের শেষে আপনার গ্রামের কোন চাচা'র নামটা জুড়ে দেয় আপনার কি ভাল লাগবে??

কোন মাকে নিয়ে লেখার আগে নিজের মায়ের মুখটা একবার কল্পনা করে নিবেন দয়াকরে। সমালোচনা করুন সমস্যা নাই তবে কোন মাকে অপমান করবেন না।

২| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:১৬

হাফিজুর রহমান মিতু বলেছেন: ভাই ভাল লিখছেন, খালেদা ফালুর ব্যাপারেও হাদিসে বলা আছে । আপনি বেগম খালেদার হজের ছবি দেখেনি । হজে মহিলাদের সাখে কাদের যাওয়ার জায়েজ আছে একটু খুজে দেখবেন প্লীজ । আর ৮৬ সালের কথা বলছেন, হাসিনা তো জাতীয় বেঈমানই এই খেতাব তো তিনি পেয়েছেনই । এখন আপনার উচিৎ দেশ নেত্রীর একটা খেতাব দেওয়া । ধন্যবাদ

৩| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:৫৩

আমি ভূমিপুত্র বলেছেন:
পারপেক্ট চত্যবাদী..... :(





আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.