নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তিযুদ্ধাদের চেতনায় গড়া বাংলাদেশ দেখতে চাই ।

হাফিজুর রহমান মিতু

ইতালী-রোম

হাফিজুর রহমান মিতু › বিস্তারিত পোস্টঃ

আল্লামা শফী ও ড. ইউনুসের ফোনালাপ

৩০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৬

শফী- হ্যালো...ইউনুস সাব সালামালাইকুম

ড. ইউনুস- সালাম, কে বলছেন ?

শফী- আমি আল্লামা শফী, হেফাজতে ইসলামে বড় হুজুর

ড.ইউনুস- ও তা ভাল আছেন ? আপনি তো হিট..

শফী- হা ভাই, আপনাকে এই কারনেই ফোন করলাম, আমার একটা কাম করি দিতে হবি,

ড. ইউনুস- কি কাজ বলুন

শফী- ওবামা সাবকে কইয়া আমারে একটা নুবেল লইয়া দেন । আপনি কইলেই এটা হইয়া যাব

ড. ইউনুস- এটা কি হয় ?

শফী- হইবো না কেন ? আপনি পাইলে আমি না কেন ? আপনি আমি তো একই কাম করতেছি,

ড. ইউনুস- একই কাজ মানে ?

শফী- মানে বুজলেন না.. মানে হলো ইসলামের বারোডা বাজানো । আপনি মুসলমান দেশে সুদের ব্যবসা ঘরে ঘরে পৌছাইয়া দিয়া দেশে সম্মানী হইলেন আর ইহুদীরা আপনের নুবেল দিল । বিএনপি আপনেরে লইয়া নাছে । আমিও তো ভূয়া ফতোয়া দিয়া ইসলামের বারোডা বাজাইতেছি, বিএনপি তো আমারে লইয়াও নাছে । আপনেরে ইহুদীরা টেকা দেয় আমারেও দেয়, না হইলে এত বড় বড় মিটিং করি কেমনে । আপনে মাইয়া গো রাস্তায় নামাইয়া ইসলামের অসম্মান করছেন আমিও তেতুল বইলা একই কাম করছি, আপনেও একাধিক বিয়া করছে আমিও করছি, তয় সমস্যা কই ? আপনে একটু ওবামা সাবকে কইয়া আমারে নুবেলটা লইয়া দেন, আরে ভাই যা পামু ভাগাভাগি কইরা লমুনে । আপনেও তো ভাগ করইয়া লইছেন ।

ড. ইউনুস- দেখি কি করা যায় । বাই.....



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৬

গ্রীনলাভার বলেছেন: আপনেওতো হিট। :P :P

২| ৩০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৯

সুমন কর বলেছেন: :P

৩| ৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

মদন বলেছেন: নুবেল ডা হাসু বুবু রে দিতে হবি। তাইলে ইউনৃস এর জীবনডা বাচবি

৪| ৩০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

হাসান ২৯ বলেছেন: তোর বাপেরেও একটা লইয়া দে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.