![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক দিন পর কথা হলো ফ্রান্সের প্যারিস নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাজাহান ভাইয়ের সাথে । কথার এক পযায়ে যথারীতি চলে এলো দেশের বর্তমান রাজনৈতিক বিষয় । বাংলাদেশে বিরোধী দলের রাজনীতি নিয়ন্ত্রন করছে জঙ্গিবাদী সংগঠন জামায়াতী ইসলামী আর তাদের ছক তৈরী করে দিচ্ছেন আমেরিকার রাষ্টদূত ।
বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ গুলিতে যে অরজকতা চলছে আমরা জানি তার পিছনে সব কলকাঠি নাড়ে এই আমেরিকা, সাথে ইসরাইল । তাদের সৃষ্টি লাদেনকে ধরার নামে আফগানিস্থান ও পাকিস্থানের কি অবন্থা তা আমরা দেখতে পারছি । এছাড়াও ইরাক, লিবিয়া কি হচ্ছে তা কারো অজানা নয় । মজার বিষয় হলো সাড়া দুনিয়ার বিভিন্ন দেশের ইসলামী দল গুলিকে আমেরিকা সব সময় বলে ইসলামী জঙ্গিবাদী দল । আর বাংলাদেশে জামায়াতীদের তারা বলে মডান মুসলিম দল । কদিন আগে আমেরিকার দোসড় ইহুদীবাদী কয়েকটি পত্রিকায় বাংলাদেশে নতুন গজিয়ে উঠা হেফাজতে ইসলামকেও শক্তিশালী ও জনপ্রিয় ইসলামী দল হিসাবে রিপোট করেছেন । মজার ব্যাপার হলো নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের কয়েকটি পত্রিকার জরিপে দেশের ইসলামী দলের তেমন কোন প্রভাব উঠে আসেনি । সুশীল সমাজের কথিত বুদ্ধি বিক্রি করে খাওয়া তথাকথিত বুদ্ধিজীবিদের সমালোচনা থাকার পরও আওয়ামী লীগ ও বিএনপিরই ক্ষমতায় যাওয়ার চিত্র জরিপ গুলিতে উঠে এসেছে ।
সাজাহান ভাইয়ের কথা হলো আমেরিকা চায়ই বাংলাদেশে ইসলামী দল গুলির মাধ্যমে খালেদা জিয়ার কাধে বন্দুক রেখে দেশের ভিতরে একটি গৃহযুদ্ধ লাগাতে, যাতে করে সম্ভাবনাময় ৯০ ভাগ মুসলমানের এই বাংলাদেশ উঠে দাড়াতে না পারে । এই জন্যই আমেরিকার রাষ্টদূতকে বাংলাদেশ থেকে বহিস্কার করলেই সমস্যা অনেকটাই কেটে যাবে । বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত করে পূর্ণ গনতন্ত্র প্রতিষ্ঠার প্রধান বাধা আমেরিকা, পাকিস্থান, জামায়াতে ইসলাম এবং খালেদা জিয়া । এদের এখনই নির্মূল না করা গেলে বাংলাদেশের ভবিষৎ অন্ধাকার । আসুন, এদের এখনইে ঐক্যবদ্ধ ভাবে প্রতিহিত করি । জয় বাংলা.....
২| ১০ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:০৭
নীল জানালা বলেছেন: বালের নেতা কর্মীরা জিনিস একেকটা। হালারপুত নিজে নিজের দেশ থেইকা বাইরে গিয়া পৈরা রৈছে। আইফেল টাওয়ারের তলায় মুচারগিরি করে হয়তো। আবার আম্রিকান রাষ্ট্রদূতরে দেশছাড়া করার গপ্পো করে। গাধায় এইটুকও বুঝেনা যে দূত পাল্টাইলেও নিতি পাল্টায়না। আম্রিকার রাস্ট্রদূত নিজের ইচ্ছায় কোন কিসু করেনা। সে তার দেশের ইচ্ছার প্রতিফলন ঘটায় মাত্র। পারলে আইফেল টাওয়ারের নীচের মুচাররে কন আম্রিকারে মিসাইল মাইরা উড়ায়া দিতে। এইসব বালছাল রাজনিতি করে বৈলাই রাজনিতির আইজা এই হাল।
৩| ১০ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৫৫
shshahin বলেছেন: কথা ঠিক বলছেন তবে বাংলদেশ এর চারপাশে সীমানা ও ভারত এর দূতাবাস আউট করে দিলে 100% সমস্যা শেষ হয়ে যাবে
৪| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:০০
েফরারী এই মনটা আমার বলেছেন: পোস্টে সহমত ।@ নীল জানালা ব্যবহারে বংশের পরিচয় ।
৫| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:২৭
অকপট পোলা বলেছেন: ৯০% সমাধান। ঠিকই বলসেন। সবাই শয়তান, শুধু আমরাই একেকটা ফেরেশতা।
@নীল জানালা, ভাই আপনে ভুল জায়গায় আপনার মত খয়রাত করতাসেন। বিদেশে কোন শ্রেনীর লোক পলিটিক্স করে তা এদেশের মানুষ বুঝবে না। আর প্যারিসে মুচার কম, হোটেলে ডিশ, টেবিল ক্লিনার হওয়ার চান্স বেশী।
৬| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৯
HHH বলেছেন: বালের লোকজন পাগলা কুত্তা হইয়া গেছে, তারা একটা নির্বাচন চায়।
আমেরিকার রাষ্ট্রদূতকে বহিস্কার করার চেয়ে তোদের বাপের দেশের লোকজনদের এদেশ থেকে বহিঃস্কার করলেই ১০০ ভাগ সমস্যার সমাধান হয়ে যাবে
৭| ১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৪
হাফিজুর রহমান মিতু বলেছেন: @ অকপট পোলা- ভাই দেখি বিশাল পন্ডিত মনে হয় । আপনার নিজের অবস্থান কোথায় ? বিদেশে যারা থাকেন তারা হালাল রুজি করেন । দেশে যার যত বড় ডিগ্রি সে তত বড় চোর (বেশির ভাগই) । তয় আপনার অবস্থান কোন স্তরে ভাইজান । লেখার ভাষায় তো মনে হয় আপনি খান্দানি ছোটলোক । প্রকৃত শিক্ষিতরা কাজের কোন মাপকাটি দেখে না, তারা দেখে লোকটা কাজ করছে না কাজের নামে চুরি করছে । আশা করি ভবিষৎতে কমেন্টের সময় হিসাব করে কমেন্ট করবেন । ধন্যবাদ
৮| ১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৮
মদন বলেছেন: আমেরিকার ইস্যুতে আমি ১০০ভাগ একমত। সাথে আরেকটি জিনিস বলেনতো? বাংলাদেশ থেকে দেয়া যায় ইন্ডিয়াকে এমন জিনিস দিতে আওয়ামীলীগ কিছু খালি রেখেছে?
৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
অকপট পোলা বলেছেন: ভাই, আপনি দেখি পার্সনালী নিলেন জিনিসটা! আমি আপনারে কিসুই বলি নাই। বলসি নীল জানালা কে!! তার মানে আপনিও পলিটিক্স করেন। আমার কথা যে ঠিক তা আপনার কথাতেই প্রমান হয়।
কাজের কোনো ছোটো বড়ো নাই, ঠিক। কিন্্তু প্রবলেম হয় যখন আদার বেপারী জাহাজের খবর নেয়। আপনের সাজাহান ভাইয়ের কমেন্ট তার প্রমান। নীল জানালা এর কমেন্ট পড়েন। আর আপনারা পলিটিক্স করেন আপনাদের আরেক খেটে খাওয়া ভাইয়ের ওপর নিজের কর্তিত্ব দেখানোর জন্য, দেশের জন্য না! আপনাদের পলিটিক্স দিয়া আর কোনো ঃালটা ছিড়তে পারেন??!!
©somewhere in net ltd.
১|
১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৩৬
পাঠক১৯৭১ বলেছেন: হাউকাউ